Best toner for glowing skin : এই শীতেও সুন্দর, মসৃণ ও দাগহীন ঊজ্জ্বল ত্বক পেতে আমরা সকলে চাই…. কিনতু চাইলেই কি আর সব পাওয়া যায় – সে পরিমান একটু কস্ট ও তো করতে হবে তাই নয় কি…..!! এর জন্য সর্বপ্রথম আপনাকে নিয়মিত ত্বক গভীর থেকে পরিষ্কার করতে হবে।
Table of Contents
আর এক্ষেত্রে ক্লিনজারের জুড়ি মেলা ভার। কিন্তু অনেকেই ক্লিনজিং এর পর টোনার ব্যবহারের কথা একদমই ভুলে যান। বিশেষ করে যারা শুষ্ক ত্বকের অধিকারী ,,,কিন্তু ত্বকের ধরণ যেমনই হোক না কেন ক্লিনজিং এর পর টোনার ব্যবহার করা অত্যন্ত আবশ্যক।
Best Toner In India
অবশ্যই ত্বকের ধরণ বুঝে ব্যবহার করা উচিত। কিন্তু অনেক সময় দেখা যায় বাজারে তৈলাক্ত ত্বকের নানা ধরণের টোনার পাওয়া গেলেও শুষ্ক ত্বকের টোনার খুঁজে পাওয়া বেশ কঠিন।
আজ তাই এমন ৫ টি টোনার সম্পর্কে বলব যা শুষ্ক ত্বকের জন্য একদম উপযোগী…..
প্রথমে জেনে নিন টোনারের কাজ কি: টোনার ত্বককে গভীর থেকে পরিষ্কার করে। এটি ত্বকের বাড়তি পুষ্টি জোগায় এবং ত্বকের পিএইচ ব্যালান্স বজায় রাখে। এ ছাড়া রোমকূপ সংকুচিত করে ব্রণের প্রবণতা কমাতে সহায়তা করে। টোনিং ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং অতিরিক্ত তেল নিঃসরণ রোধ করে।
টোনার কোনটা ভালো
শুষ্ক ত্বকের জন্যশুষ্ক ত্বকের জন্য অবশ্যই হায়ালুরনিক অ্যাসিড, ভিটামিন ই ও গ্লিসারিনযুক্ত টোনার বেছে নিতে হবে। এ উপাদানগুলো ত্বকের আর্দ্রতা বজায় রাখে।শুষ্ক ত্বকের জন্য টোনার ব্যবহার (Toner for Dry Skin)টোনার ব্যবহার করতে গেলে, সেটা সব রকমের ত্বকের ক্ষেত্রে দুটো ভাবে করা যায়।
তৈলাক্ত ত্বকের জন্য টোনার
তুলোর বলে টোনার নিয়ে সেটা মুখে লাগানো যেতে পারে। আবার পরিষ্কার হাতের তালুতে অল্প টোনার নিয়ে মুখে লাগানো যেতে পারে।
Top 5 Best Toner For Dry Skin “” “”
1/ Lotus Herbals Basiltone Clarifying & Balancing Toner—এর মধ্যে আছে তুলসি আর শসা। দুটোই ত্বককে সতেজ করে তোলে।। তৈলাক্ত এবং মিশ্র দুই রকমের ত্বকের জন্যই এটা ভাল।
টোনার কখন ব্যবহার করতে হয়
২/ L’oreal Hydra Fresh Instant Freshness Toning Water : এর মধ্যে আছে প্রো ভিটামিন বি ফাইভ। এটি ত্বকে লাবণ্য নিয়ে আসে। তাছাড়া এটির মধ্যে আছে বিটা হাইড্রক্সি যা ত্বকের নির্জীব ভাব দূর করে।
৩/ Plum Green Tea Alcohol Free Toner: খুব ভাল হাল্কা একটি টোনার। সব রকমের ত্বকে এটি সমান কার্যকরী। ত্বক শুষ্ক হয়ে যাওয়া থেকে আটকায়।।
টোনার কী
৪/ Dabur Gulabari Premium Rose Water100% বিশুদ্ধ এবং প্রাকৃতিক গোলাপ জল কোন যোগ করা সংরক্ষক ছাড়াএটি একটি ক্লিনজার, টোনার এবং মৃদু ময়েশ্চারাইজিং এজেন্ট হিসাবে কাজ করে যা সমস্ত ধরণের ত্বকের জন্য উপযুক্তক্লান্ত এবং নিস্তেজ ত্বককে পুনরুজ্জীবিত করার সময় আপনার ত্বকে তাত্ক্ষণিক হাইড্রেশন প্রদান করেভারসাম্য বজায় রাখে এবং ত্বকের ph স্তর পুনরুদ্ধার করে এবং ছিদ্র শক্ত করতে সাহায্য করে।।
৫/ Biotique Cucumber Pore Tightening Toner| এটি হিমালয়ের পাদদেশে পাওয়া প্রাকৃতিক উপাদান এবং তাজা জল থেকে তৈরি একটি শীতল এবং বিশুদ্ধকারী টোনার।
এটি বর্ধিত ছিদ্রগুলিকে লক্ষ্য করে এবং ত্বকের পিএইচ স্তরকে তার বিশুদ্ধ অবস্থায় ফিরিয়ে আনতে তাদের শক্ত করে।মূল সুবিধা: বায়োটিক টোনার ছিদ্রগুলির উপস্থিতি কমিয়ে দেয় যা একটি স্বাস্থ্যকর ত্বকের রঙ দেয় এবং তেল উত্পাদনকে ভারসাম্য দেয়।
এটি ত্বকের বার্ধক্যের ঝুঁকি হ্রাস করে এবং এর জাদু কাজ করার সময় মুখকে সতেজ করে।শসার ছিদ্র শক্ত করার টোনার 100% প্রাকৃতিক বোটানিকাল নির্যাস দিয়ে তৈরি এবং ক্ষতিকারক রাসায়নিক থেকে মুক্ত। এটি চর্মরোগগতভাবে পরীক্ষিত, স্বাভাবিক থেকে তৈলাক্ত ত্বকের লোকেদের জন্য সুপারিশ করা হয় এবং নিয়মিত ব্যবহারের জন্য নিরাপদ।
আরোও পড়ুন,