Spread the love

Bhai Phota 2023 : ভাইফোঁটা মানে কি?ভাইফোঁটা -;ভ্রতু-দ্বিতীয়ার দিন ভাইয়ের শুভকামনায় তার কপালে ফোঁটা দেওয়া হয় । এই উৎসব বাঙালিদের কাছে ভ্রাতৃ দ্বিতীয়া বা ভাই ফোঁটা নামে পরিচিত হলেও, দেশের অন্যান্য রাজ্যে এর রয়েছে ভিন্ন নাম রয়েছে ,,,

ভারতের পশ্চিমাংশে এই উৎসব ‘ভাই দুজ’ নামেও পালিত হয়। কালি পূজোর পর এটিই সবচেয়ে বড় উৎসব সকলের কাছে – ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই -দাদাদের কপালে চন্দন-কাজল- দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে তাদের মঙ্গল কামনা করেন।

ভাইফোঁটা কবে ২০২৩

বাঙালির বারো মাসে তের পার্বণ। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা। এটি ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন।

ভাইফোঁটা কতো তারিখে

কথায় আছে, এই দিন মৃত্যুর দেবতা যম, তার বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন। অন্যদিকে শোনা যায়, নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর কৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে যখন এসেছিলেন, তখন সুভদ্রা তাঁর কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দেন।

ভাইফোঁটা ২০২৩ সময়সূচী বাংলা

সেই থেকেই ভাইফোঁটা উৎসবের প্রচলন হয়।

এখন জেনে নেই ২০২৩ এর ভাইফোঁটা কবে —-

মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে ভাইফোঁটা উদযাপিত হয়।

ভাইফোঁটা ২০২৩ দিনক্ষণ, শুভ সময় * ভ্রাতৃ দ্বিতীয়া – ১৫ নভেম্বর (২৮ কার্তিক), বুধবার।

* প্রতিপদ শুরু – ১৩ নভেম্বর (২৬ কার্তিক), সোমবার, *

প্রতিপদ শেষ – ১৪ নভেম্বর (২৭ কার্তিক) মঙ্গলবার,

ভাইফোঁটার মন্ত্র : “দ্বিতীয়ায় দিয়া ফোঁটা, তৃতীয়ায় দিয়া নিতা,যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দই আমার ভাইকে ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।” “” তিনবার এই মন্ত্র বলতে হয়””””..

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *