Spread the love

ভাইফোঁটা ২০২৩ সময়সূচী বাংলা : দীপাবলির উৎসব শেষ হয়ে কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে ভাই ফোঁটা পালিত হয়। এই উৎসব আবার ভাই ডুজ নামেও পরিচিত। এই দিনে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ুর কামনা করেন বোনেরা। ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেন বোনেরা।

এ দিন নিয়ম মেনে ভাইকে ভোঁটা দিলে, তার সমস্ত ফারা কেটে যায় — পাশাপাশি ভাই-বোনের অকাল মৃত্যুর আশঙ্কা কেটে যায়। এ বছর কবে ভাই-ফোঁটা তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। ভাই ফোঁটার তারিখ ও মাহাত্ম্য জেনে নিন এখানে। বাঙালি ভাইবোনেদের কাছে এই ভাইফোঁটার গুরুত্ব অনেক।

ভাইফোঁটা তারিখ ২০২৩ বাংলা

এই উৎসবের সঙ্গে যোগ রয়েছে পুরাণেরও। মনে করা হয়, এদিন বোন যমুনার বাড়িতে যমরাজ ফোঁটা নিতে আসে। এই প্রচলিত কাহিনি থেকেই প্রতি বছর বোনেরা ভাইদের মঙ্গলকামনায় যমের দুয়ারে কাঁটা দিতে ফোঁটা দেন।

ভাই ফোঁটা তারিখ 2023 তিথি

2023 সালের ভাইফোঁটা কবেএ বছর দুদিন ভাই ফোঁটা পালিত হবে। ১৪ ও ১৫ নভেম্বর দুদিনই ভাই ফোঁটা পালন করা যাবে।

পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১৪ নভেম্বর দুপুর ২টো ৩৬ মিনিট থেকে এবং শেষ হবে ১৫ নভেম্বর দুপুর ১টা ৪৭ মিনিটে। তাই আপনাদের সুবিধা মতো দিতে পারেন।।

Bhatridwitiya 2023 date

ভাই ফোঁটার গুরুত্ব হিন্দু ধর্মে ভাই ফোঁটার বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাই-বোনের মধ্যে ভালোবাসা, সমর্পণের উৎসব এটি।

bhai phota 2023 date and time

এই তিথিতে ভাইয়ের মাথায় চন্দনের ফোঁটা দেন বোনেরা। যে বোন তাঁর মতো ভাইকে ভালোবাসা ভরে ফোঁটা দেবে তাঁর মন থেকে যমের ভয় মিটে যাবে। তখন যমরাজ বোনকে এই আশীর্বাদই দেন। তার পর থেকেই ভাই ফোঁটার প্রথা শুরু হয়েছে।

ভাই ফোঁটা ছবি:

আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে ছবি ডাউনলোড করে ভাই ফোটার শুভেচ্ছা জানাতে পারেন —

আরোও পড়ুন,

Bhai Dooj 2023 Date And Time In West Bengal : ভাইফোঁটা ২০২৩ সময়সূচী,তারিখ ,শুভ সময়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *