ষষ্ঠী থেকে দশমী পূজোয় কি লুক দেবেন!! দেখে নিন একবার!!
Durga Puja Dresses : পূজো তো শুরু হয়েই গেলো…. পুজোর সময়ে ফ্যাশনেবল পোশাক পরতে চান সবাই। সবাই যেনো তাকিয়ে থাকে..!! তাই তো সকলে সুন্দর সুন্দর পোশাক কেনার ইচ্ছে সবার মধ্য়েই থাকে। কিন্তু আপনাকে আমরা যদি এমন একটি টিপস দিই, যাতে আপনাকে স্টাইলিংয়ের সঙ্গেও দারুন লাগে দেখতে ,
দূর্গা পূজার শাড়ি দেখাও
দুর্গাপুজোয় এক্সক্লুসিভ কিছু পোশাক নিজের সংগ্রহে রাখতে পছন্দ করেন সবাই। উৎসব মানেই তার একটা আলাদা আমেজ, পুজোর কটা দিনের মধ্যে একটা দিন অন্তত ছেলেদের ধুতি-পাঞ্জাবি বাঙ্গালিদের পড়তেই হবে, না হলে যেন পুজোটাই সম্পূর্ণ হয় না। অষ্টমীতে অঞ্জলি দিতে মেয়েদের লাল পার সাদা শাড়ি পড়ে।।
হ্যান্ডলুম থেকে সিল্ক, কাঁথা থেকে জামদানি! বাংলার পোশাকেই কাটুক ষষ্ঠী থেকে দশমী
এক নজরে দেখে নিন পূজোর সাজগোজ….
দূর্গা পূজায় কোন শাড়ি ভালো
প্রথমেই আসি পোশাকে … পঞ্চমীর দিনের জন্য সুতির হ্যান্ডলুম শাড়ি। তাঁর মতে পুজোতে নরম খোলের শাড়ি পরলেই বেশি আরামদায়ক। যে কোনো শাড়ির সঙ্গে কালো ব্লাউজ- বা সাদা ব্লাউজ পড়তে পারেন।।
ষষ্ঠীর সাজের জন্য এক্কেবারে সাদা সাজ দিতে পারেন। মহাষষ্ঠীর দিনের বেলায় সাদা জামদানি শাড়িতে পার্শি কারুকাজের ছোঁয়ায় খুব সাধারণ শাড়িতেই হয়ে উঠতে পারেন অসামান্যা।
হালকা কাজলটানা চোখের সাজের সঙ্গে কপালে ছোট্ট টিপ। বাঙালিয়ানা চুইয়ে পড়া সাজের আসল আকর্ষণ হল মিষ্টি হাসি। আপনিও এই রকম সাজ বেছে নিতে পারেন ষষ্ঠী উপলক্ষে।
সপ্তমীর দিন সুতির সাজ ছেড়ে বেছে নিতে পারেন সিল্কের মখমলি মেজেন্টা বা বেগুনি রঙের শাড়ি।
দিনের সাজ যতই লালা সাদাতে সাবেকি হোক না কেন, রাতের সাজ হতে হবে আরও জমকালো।
পূজার শাড়ি কালেকশন 2023
এবার আসি অষ্টমীর দিন কি পড়বেন — অষ্টমীর শাড়ি বলে কথা, তাই পাড় ও আঁচলে ভারী কাঁথার কাজ থাকতে পারে লাল সাদা শাড়ি পড়লেই ভালো।।
নবমীর দিনের সাজ হবে একটু আধুনিক ধাঁচের। সাবেকি ঘরোয়া সাজ দিতে পারেন।।
দশমীর শাড়ির ভারিক্কি মেজাজ আসুক গায়ে লেপ্টে থাকা সুতির শাড়িতে। শাড়ির পাড়ে থাকুক জামদানি প্রিন্ট, আর আঁচলে থাকুক অন্য প্রিন্ট।।
দেখে নিলেন সকলে,, আশা করি এখন আর অসুবিধে হবে না আপনাদের বুঝতে যে কোন দিন কেমন লুক দেবেন…!! পূজোয় নিজেদের সাজিয়ে তুলুন…!!!
ভালো থাকুন …””””
সুস্থ থাকুন “”””””
পাশে থাকুন “””””””!!!!!
আরোও পড়ুন,
Tags – Puja Saree, Puja Dress