Spread the love

Castor Oil For Hair Growth: চুলের বৃদ্ধির জন্য ক্যাস্টর অয়েল

IMG_20230501_105429-1682918679716 Castor Oil For Hair Growth - চুলের বৃদ্ধির জন্য ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েলের উপকারীতা

চুলের বৃদ্ধির জন্য ক্যাস্টর অয়েলের ভূমিকা অনেক,,
লম্বা, ঘন, কালো এবং সুন্দর চুল প্রতিটা মেয়ের কিন্তু স্বপ্ন,, তাই ক্যাস্টর অয়েল দিয়ে আপনি ঘন ও ঝলমলে চুল পাওয়ার পাশাপাশি চুলের অনেক সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। আজকাল তো চুলের সমস্যার শেষ নেই,,,তাই এই সমস্যা গুলি থেকে মুক্তি পেতে অবশ্যই ক্যাস্টর অয়েল ব্যবহার করুন।।

ক্যাস্টর অয়েলে কি উপাদান রয়েছে –
ক্যাস্টর অয়েলে রয়েছে রিসিনোলিক অ্যাসিড যা মাথার ত্বকের পিএইচই স্তরের ভারসাম্য বজায় রাখতে এবং প্রাকৃতিক তেল ধরে রাখতে সাহায্য করে।
ক্যাস্টর অয়েলের এমন অনেক গুণ রয়েছে যা চুলকে স্বাস্থ্যকর করার পাশাপাশি খুশকি, চুল ফাটা এবং মাথার ত্বকের সংক্রমণের মতো অনেক সমস্যাও দূর করে।

কোন ক্যাস্টর অয়েল ভালো

IMG_20230501_105358-1682918680358 Castor Oil For Hair Growth - চুলের বৃদ্ধির জন্য ক্যাস্টর অয়েল


চুল ঘন ও লম্বা করে
এই তেল নিয়মিত মালিশ করলে চুল দ্রুত বৃদ্ধি পায় ও চুলের গোড়া মজবুতও করে,, চুলের বৃদ্ধির জন্য, নারকেল তেল, অলিভ অয়েল ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন।

চুল ভেঙে যাওয়া
আপনার যদি শুষ্ক, দুর্বল এবং বিভক্ত চুল থাকে, তবে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। এটি মাথার ত্বকের গভীরে গিয়ে শুষ্ক চুলের ফলিকলকে নরম করে।

সপ্তাহে কতবার ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন
ক্যাস্টর অয়েল সপ্তাহে একবার বা দুইবারের বেশি ব্যবহার করা উচিত নয়।

শুধু চুল নয়; ভ্রু ও চোখের পাতায়ও ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। এতে ভ্রু ও চোখের পাতার ঘনত্ব বাড়বে। তবে সাবধানে চোখে যেনো না লাগে।।

ক্যাস্টর অয়েলে ব্যবহার করতে পারেন– ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ২ টেবিল চামচ নারিকেল তেল, ভালো করে মিশিয়ে চুলের গোড়া ও স্ক্যাল্পে লাগান। হালকা গরম করে নিতে পারেন তেলের মিশ্রণটা। কম করে ১ ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে নিন।

আধা কাপ অ্যালোভেরা জেল, ২ চা চামচ ক্যাস্টর অয়েল, একসঙ্গে পেস্ট বানিয়ে নিন। চুলের গোড়ায় লাগান এটি। ২ ঘণ্টা রেখে দিন। এরপর কম ক্ষারযুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

IMG_20230501_105409-1682918680070 Castor Oil For Hair Growth - চুলের বৃদ্ধির জন্য ক্যাস্টর অয়েল
আরও পড়ুন,

চুলের যত্নে ক্যাস্টর অয়েল

চুল পড়া আটকাতে: আধ কাপ ক্যাস্টর অয়েল নিয়ে চুলের গোড়া থেকে নীচে পর্যন্ত লাগান। ক্যাস্টর অয়েল ঘন হয় তাই চুল থেকে তেল তুলতে সমস্যা হতে পারে। এ কারণে বেশি তেল লাগাবেন না।

ডিম ক্যাস্টর অয়েল হেয়ার মাস্ক
একটি ডিম, দুই চা-চামচ ক্যাস্টর অয়েল ভালো করে মিশিয়ে নিন।মিশ্রণটি এক ঘণ্টা মাথায় রাখুন।
এরপর ভালো করে চুলে শ্যাম্পু এবং কন্ডিশনার লাগিয়ে নিন।

মেথি-ক্যাস্টর অয়েলের মিশ্রণ
সামান্য পরিমাণে মেথি এবং সঙ্গে দুই-চা চামচ নারকেল তেল ক্যাস্টর অয়েল ভালো করে মিশিয়ে নিন। এইবার এই মিশ্রণটি সারা মাথায় বিশেষ করে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করুন। এটি আপনার চুলকে স্ট্রং বানায়।।



Tags – Castor Oil, Castor Oil For Hair

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *