Spread the love

এতো স্কিনকেয়ার প্রডাক্টের ভিড়ে যে সেরা জায়গা করে নিয়েছে সেটি হলো ময়শ্চারাইজার। ত্বকে দীর্ঘস্থায়ী আর্দ্রতা পৌঁছে দেওয়া আর শুষ্কতা কমানোর পাশাপাশি ত্বক কোমল আর সতেজ রাখে, এই ময়শ্চারাইজার। এই গরমে ত্বক সতেজ রাখতে সকলকে হালকা, তেলমুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। স্কিনের জন্যে এমন ময়শ্চারাইজার দরকার যাতে কোনওরকম অ্যালকোহল, কৃত্রিম সুগন্ধ আর কড়া কেমিক্যাল নেই। নীচে তুলে ধরা হলো বেস্ট ময়েশ্চারাইজারের নাম…..

IMG_20240419_141900 Cetaphil Moisturizer For Oily Skin||ব্রণ ও তৈলাক্ত ত্বকের ময়েশ্চারাইজার

গরমে কোন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করবেন

Cetaphil Moisturizer 3টি রাসায়নিক-ভিত্তিক UV ফিল্টার- Avobenzone, Octisalate এবং Octocrylene-এর সাহায্যে UVA এবং UVB উভয় থেকে আপনার ত্বককে রক্ষা করে। প্রতি 2-3 ঘন্টা পর পর আপনার Cetaphil প্রো ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন। Cetaphil pro অ্যালানটোইন এবং প্যান্থেনল দিয়ে ব্রণজনিত লালভাব কমাতে সাহায্য করতে পারে।

ছেলেদের তৈলাক্ত ত্বকের ময়েশ্চারাইজার

Cetaphil pro-তে জিঙ্ক গ্লুকোনেট ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কমায় এবং তেল উৎপাদন কম করে।Hydroxypalmitoyl Sphinganine হল একটি সিরামাইড যা ত্বকের বাধা মেরামত করে ।

তৈলাক্ত ব্রণ প্রবণ ত্বকের জন্য সেরা ময়েশ্চারাইজার

এতে রয়েছে মিষ্টি বাদাম তেল, নিয়াসিনামাইড (ভিটামিন বি৩), প্যান্থেনল (প্রো-ভিটামিন বি৫), এবং হাইড্রেটিং গ্লিসারিন যা প্রতিদিনের হাইড্রেশন ফিরিয়ে দেয়। এতে রয়েছে হাইড্রেটিং, অ্যান্টি-ব্রণ, প্রশান্তিদায়ক এবং ত্বকের বাধা মেরামতের সুবিধার পাশাপাশি ব্রড-স্পেকট্রাম সূর্য সুরক্ষা। সবচেয়ে ভালো ব্যাপার এই সিটাফিল ময়েশ্চারাইজার সব ধরনের ত্বকের জন্য ।

আরোও পড়ুন,

গরমে মাথার স্ক্যাল্প পরিষ্কার রাখার উপায়||How To Keep Scalp Clean In Summer

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *