Curd Face Pack At Home: টক দই স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনি কিন্তু ত্বকের পরিচর্যাতেও টক দইয়ের উপকারিতা অনেক। ত্বকের নানা সমস্যায় খুব ভালো কাজ করে টক দই। টক দই সব ধরনের ত্বকের জন্যই খুব ভালো কাজ দেয় । নিয়মিত ত্বকে টক দইয়ের ব্যবহারে ত্বক হয় ফর্সা, দূর হয় ত্বকের দাগ ছোপ। তাই আজ আমি বলব ত্বকে টকদই ব্যবহার করার সবচেয়ে সহজ আর কার্যকরী উপায়…..দইয়ের সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক।
ত্বকের উজ্জ্বলতা ফেরাবে টক দইয়ের ফেসপ্যাক
প্রাকৃতিক এক্সফোলিয়েটর: টক দইয়ে ল্যাকটিক এসিড থাকে। যা আপনার ত্বকে প্রাকৃতিক এক্সফোলিয়েটরের কাজ করে। দইয়ে থাকা এই অ্যাসিড মুখের মৃত কোষ সরিয়ে দেয়। ফলে ত্বকের অক্সিজেন সরবরাহ ঠিক রাখে।
ত্বকের যত্নে টক দইয়ের উপকারিতা —
1। ত্বকের ট্যান তুলতে দই খুবই উপকারী। গরমে মুখ-গলা-হাত-পা-ঘাড়ের অংশে ট্যান পড়ে যায়। সেটি তুলতে সাহায্য করে টক দই। এক চামচ আলুর রসের সঙ্গে পরিমাণ মত টক দই মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। দেখবেন ফল কতো দ্রুত পাচ্ছেন।
টক দই মুখে মাখার নিয়ম
2। আর্দ্রতার ঘাটতি পূরণ হয়টক দইয়ের ল্যাকটিক এসিড আছে যা মুখে আর্দ্রতার ঘাটতি পূরণ করে। সঙ্গে জেল্লা ফিরিয়ে আনে।
টক দইয়ের ফেসপ্যাক —
** দই এবং বেসন : এক টেবিল চামচ বেসনের সঙ্গে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বক ময়েশ্চারাইজ করে।
বেসন ও টক দইয়ের ফেসপ্যাক
** এক চামচ অ্যালোভেরা জেল এর সঙ্গে এক চামচ টক দই, মিশিয়ে নিয়ে মুখের ফেসপ্যাক হিসেবে সপ্তাহে অন্তত ৩ দিন লাগাতে পারেন, দেখবেন ত্বক সুন্দর ও মসৃন হয়ে গেছে।
টক দই কিভাবে মুখে দিতে হয়
** দই এবং হলুদ: দই এবং হলুদের এই ফেসপ্যাক সব ধরনের ত্বকের জন্যই ভালো। আধা চা চামচ হলুদ পরিমাণমতো টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বক পরিষ্কার করে এবং উজ্জ্বলতা বাড়ায়।
** দই এবং শসার রস: এই ফেসপ্যাকটি সব ধরনের ত্বকের জন্যই উপযুক্ত। শসার রসের সঙ্গে টক দই মিশিয়ে মুখে ম্যাসাজ করুন খানিকক্ষণ। দই-শসার এই প্যাকটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ত্বকের জ্বালাপোড়া, লালচেভাব কমায়।
আরোও পড়ুন,
Healthy Summer Recipes With Curd: টক দইয়ের ৩ স্বাস্থ্যকর রেসিপি