Spread the love

সুন্দর ও জেল্লাদার ত্বকের গোপন রহস্যই হল সঠিক যত্ন। প্রতিদিন যত্ন নিলে ত্বকের কোনো সমস্যাও হবে না,, দেখবেন ত্বকের জেল্লা এতটাই বাড়বে, তা দেখে সবার তাক লেগে যায়। সপ্তাহের প্রতিটি দিনেই সঠিক যত্ন করা উচিত। একইসঙ্গে এই গরমে অতিরিক্ত স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন না,, দেখবেন ত্বক থাকবে সতেজ আর মুখে কোনও দাগছোপ থাকবে না।

IMG_20240330_221537-1711820706807 Daily Skin Care Routine: বাড়িতে প্রতিদিনের ত্বকের যত্নের রুটিন

গরমে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন

আপনার ত্বক তৈলাক্ত হলেও একটু বেশি যত্ন করতে হবে। যে কোনও প্রোডাক্ট ব্যবহারের আগে ভালো করে সেই প্রোডাক্টের সম্পর্কে জানুন। অয়েল কন্ট্রোলড ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। যাতে আপনার ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণে থাকে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মুখ ক্লিনজিং করে নিন। তারপর সাধারণ স্ক্রাব ব্যবহার করতে পারেন। গরমে কিনতু ৩ দিন এক্সফোলিয়েশন করা জরুরি। এতে ত্বকের ময়লা দূর হবে। স্ক্রাব করার তারপর মুখ ভালো করে ধুয়ে নিন। এবার টোনার লাগিয়ে নিন। তারপর জেল বেসড ময়শ্চারাইজার লাগান।

ত্বকের যত্নের টিপস্

শেষে কাজে বেরোনোর আগে সানস্ক্রিন মেখে নিন। কাজ থেকে ফিরে ত্বককে সতেজ রাখতে শসার রস দিয়ে মুখ ধুয়ে ফেলুন দেখবেন এতে ব্রণর হাত থেকে রক্ষা পাবেন,, রাতে টোনার লাগানোর পর সিরাম ব্যবহার করতে পারেন। নাইটক্রিম লাগান তারপর।

ত্বকের যত্ন নাওয়ার উপায়

IMG_20240330_221521-1711820706203-edited Daily Skin Care Routine: বাড়িতে প্রতিদিনের ত্বকের যত্নের রুটিন

সপ্তাহে একদিন মধু ও কলার ফেইস প্যাক

প্রথমে কলা ছিলে নিয়ে ছোট ছোট টুকরো করে নিন। এবার এতে মধু মিক্স করুন। সবগুলো উপাদান ভালোভাবে মেশানো হয়ে গেলে মুখে লাগিয়ে রাখুন প্রায় ১০-১৫ মিনিট।

ত্বকের যত্ন নাওয়ার জন্য কি কি করা উচিত

IMG_20240330_221505-1711820704867-edited Daily Skin Care Routine: বাড়িতে প্রতিদিনের ত্বকের যত্নের রুটিন

তারপর নরমাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এই প্যাকটি আপনার ত্বক ময়েশ্চারাইজড করবে এবং গরমের কারণে ত্বকে তৈরি এজিং ইফেক্ট-গুলো কমিয়ে দেবে।

ডেইলি স্কিন কেয়ার রুটিন

এরপর যেদিন একাধিক স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন সেদিন একটু ফেস ওয়েল দিয়ে ত্বক ম্যাসাজ করবেন,,,। কারন ত্বকেরও বিশ্রাম নেওয়া প্রয়োজন। একইভাবে আপনার ত্বকেরও একটু বিশ্রাম প্রয়োজন। মিনিটের বিরতি নিয়ে শেষ ধাপ সম্পূর্ণ করুন।

আরোও পড়ুন,

How To Remove Dark Spots: মুখের কালো দাগ দূর করার ৫ উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *