Spread the love

কালীপুজোর দিন গুনতে গুনতে চলেই এলো ধনতেরস। আগামিকাল, ১০ নভেম্বর ধনতেরস। প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরস পালিত হয়।

এই তিথিতে, ধনদেবী লক্ষ্মী ও দেবতাদের কোষাধ্যক্ষ কুবেরের পুজো করা হয়। পাশাপাশি এই তিথিতে সোনা কেনাকাটা করার বিশেষ গুরুত্ব রয়েছে। ধনতেরসের সারাদিন কেনাকাটা করা যায়। কিন্তু শুভক্ষণে কেনাকাটা করলে অধিক শুভ ফলাফল পাওয়া যেতে পারে। তাই ধনতেরাসের সময় বিশেষ তিথি নিয়ে নিচে আলোচনা করা হলো ——

(Dhanteras 2023 Auspicious Timing For Puja)

ধনতেরাস কেনো পালন করা হয়

ধনতেরাসে সোনা কেনার শুভ মুহূর্ত-

ধনতেরাসের দিন কেনাকাটির প্রচলন রয়েছে। এমন দিনে সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয়। সেই দিনে দুপুর ১২.৩৫ মিনিট থেকে সোনা কেনার শুভ সময় শুরু হবে। পরে ১১ নভেম্বর দুপুর ১.৫৭ মিনিট পর্যন্ত থাকবে শুভ সময়। সোনা কিনে প্রথমে লক্ষী দেবীর পায়ে ছুঁয়ে নিবেন….!!!!

ধনতেরাস ২০২৩ সময়সূচী

ধনতেরস পুজোর শুভক্ষণ :ধনতেরসে লক্ষ্মী, কুবের ও ধন্বন্তরীর পুজো করা হয়। পুজোর শুভক্ষণ সন্ধ্যা ৫টা ৪৭ মিনিট থেকে রাত ৭টা ৪৭ মিনিটের মধ্যে।

ধনতেরাস পূজা পদ্ধতি

ধনতেরসের পূজা পদ্ধতি::::ধনতেরসের দিন ধন্বন্তরীর পুজো হয়। এই দিনে দেবী দুর্গা ও দেবতা কুবের সাগর মন্থনের ফলে উত্থিত হন। তাই ওই দুই দেবতা দেবীকে ধনতেরাসের দিন পুজো করা হয়।

সেদিন গুড়, হালুয়া, দিয়ে দেবী লক্ষ্মীকে পুজো করা হয়। ধনলক্ষ্মীর পুজোয় ধনতেরাসে ঘরে দেবী বিরাজ করেন বলে মনে করা হয়। এছাড়াও পুজো করা হয়, গণেশ ধন্বন্তরী, কুবেরকে।

ধনতেরাসে কোন কোন জিনিস কেনা শুভ, কোন সময়ে কিনবেন সোনা

ধনতেরসে কী কিনবেন?

ধনতেরসে সোনা-রুপো ছাড়াও বাসন, কেনা শুভ।ধনতেরসে ঝাঁটা কেনা শুভ, এর ফলে লক্ষ্মীর আশীর্বাদ পাবেন।

এই তিথিতে ঝাঁটা কিনলে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে।এই তিথিতে লক্ষ্মী-গণেশ ও কুবেরের মাটির মূর্তি বাড়ি আনুন।

ধনতেরাসে কেনাকাটার সবচেয়ে শুভ মুহূর্ত কোনটি? জানুন

এর ফলে পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। ধনতেরসের দিনে ৫টি হলুদ কড়ি কিনে আনুন। সেটি লক্ষ্মীর চরণে নিবেদন করুন।

আরোও পড়ুন,

Quotes For Dhanteras 2023: In English || Creative Dhanteras Wishes

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *