Spread the love

Beauty Tips: দীপাবলীর আগের দিন হাতে একটু সময় নিয়ে ত্বকের যত্ন নিন –

ত্বকের যত্ন নিতে অনেকেই নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করবেন কিনতু একটু যদি ঘরোয়া উপাদান ব্যবহার করেন তাহলে ত্বকের জেল্লা হবে দেখার মতো—-—

ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচাতে নারকেল তেলের সঙ্গে গ্লিসারিন ব্যবহার করুন।। এটি আপনার ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। ত্বকের কালচে দাগছোপ দূর করতে লেবুর রস এর সঙ্গে এলোভেরা জেল মাখুন।।

কয়েক মিনিটেই ত্বকের জেল্লা ফিরবে

দেখবেন কতোটা ত্বক পরিস্কার হয়ে গেছে–।হলুদের ফেসপ্যাক:

১ চামচ টক দইয়ের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে ত্বকের লাগান। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ত্বকে রাতারাতি জেল্লা ফিরিয়ে আনবে। প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ব্যবহার করুন কাঁচা দুধ।

দীপাবলির আগে রাতারাতি ত্বকের জৌলুস বাড়িয়ে ফেলুন

দুধের ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ত্বককে পরিষ্কার করে এবং ত্বকের কোমলতা ধরে রাখে। শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করতেও সাহায্য করে দুধ। দুধের সঙ্গে কফি গুঁড়ো মিশিয়ে অ্যাপ্লাই করতে পারেন।।

ট্যান দূর করার জন্য বেসন মাখুন। এক রাতের মধ্যে আপনার ত্বকে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনবে বেসন। বেসন দিয়ে মধু মিশিয়ে মুখে অ্যাপ্লাই করলেও আপনি উপকার পাবেন।

আরোও পড়ুন,

Diwali Outfit Ideas For Girl| Diwali Outfit Ideas For Teenage Girl

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *