Spread the love

দীপাবলিকে আলোকোৎসব বলা হয় – আমাদের বাংলাতেই এই দিন দীপান্বিতা লক্ষ্মী পূজা আরাধনা করা হয় — এইদিন প্রদীপ জ্বালিয়ে অলক্ষ্মীকে বিদায় জানানো হয় এবং লক্ষ্মীদেবীকে স্বাগত জানানো হয়। হাজার হাজার বছরের পুরনো ভারতীয় সভ্যতায় দীপাবলিকে ঘিরে কিছু সংস্কার বর্তমান রয়েছে, যার কেন্দ্রে রয়েছে ভাগ্য পরিবর্তন সংক্রান্ত কিছু পথ …

দিপাবলীর দিন কি করবেন এবং কি করবেন না

আপনি যদি এগুলি মেনে চলেন তাহলে আপনার দিনও ভালো যাবে —-বাড়িতে ভাঙা আয়না থাকলে দীপাবলির আগে তা সরিয়ে ফেলুন।

দীপাবলির দিন সারারাত প্রদীপ জ্বালানো শুভ

কারণ ঘরের ভাঙা আসবাব পত্রকেও অশুভ বলে মনে করা হয়। ঘরের ভাঙা বাসন গৃহ-বিবাদের কারণ হতে পারে বলে মনে করা হয়। ফলে ভাঙা বাসন থাকলে তাও সরিয়ে ফেলা উচিত।

দীপাবলির দিন ধনতেরাসে নতুন বাসন কিনতে পারেন।।দীপাবলির শুভ লগ্নে বাড়িতে পুজোপাঠের রীতি প্রচলিত দীর্ঘ দিন ধরে।

দীপাবলীর দিন কীভাবে লক্ষ্মীর আরাধনা করলে সম্পদের ভাণ্ডার হবে পূর্ণ

মনে করা হয়, এই শুভ তিথিতে ঈশ্বরের আরাধনা করলে সব বাধাবিঘ্ন দূর হয়ে যায়।লাল রঙের ব্যবহার সর্বাধিক করুন।

লাল রঙের প্রদীপ, মোমবাতি, লাল ফুলে সাজিয়ে তুলুন গৃহকোণ।

ভারতীয় সংস্কৃতিতে দীপাবলির গুরুত্ব

দীপাবলির পুজোয় লোহার বাসনপত্র ব্যবহার করবেন না৷ দীপাবলির রাতে সম্পদের সন্ধানকারী ভক্তরা পদ্ম ফুল দিয়ে দেবী লক্ষ্মীর পুজো করেন,,

দীপাবলিতে কি করবো

দীপাবলির দিন দেবী লক্ষ্মী-গণেশকে পদ্ম ফুল নিবেদন করলে ঘর থেকে নেতিবাচকতা দূর হয়।

আরোও পড়ুন,

Diwali wishes 2023 – প্রিয়জনদের পাঠান দীপাবলির শুভেচ্ছা, রইল কিছু শুভেচ্ছা বার্তা

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *