Spread the love

Dove Conditioner Review – ডাভ কন্ডিশনার রিভিউ


Dove Intense repair shampoo এবং conditioner-রিভিউ


images%20(2)-1673597685258 Dove Conditioner Review - ডাভ কন্ডিশনার রিভিউ

Dove Keratin Conditioner Review

প্রতিদিন বিভিন্ন কারনে আমাদের চুল ক্ষতিগ্রস্ত হতেই থাকে।। যারা প্রতিদিন ঘরের বাইরে বের হন বা চুলে কালার করেন বারবার বা চুল বন্ড করার ফলে ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য একটি ভাল উন্নতমানের শ্যাম্পু হল Dove Intense repair shampoo এবং conditioner ।


আরও দেখুন,

Dove Intense repair shampoo ভাল দিকঃ
চুলে প্রথমবার ব্যবহারের পরেই চুল শাইনি আর উজ্জ্বল হয়ে ওঠে।
এটির ঘ্রান খুব চমৎকার।
চুল পড়া রোধ করে ।
চুলের আগা ফাটা কমায়।
এটি ব্যবহারে চুল নরম আর মোলায়েম হয় তাই কোঁকড়া চুল সামলানো সহজ হয়।

Dove Keratin Conditioner Review In English

MICROMOISTURE Serum সাথে এটি প্যাটেন্ট করা হয়েছে আর এতে আছে Fiber Active formula যা কার্যকর ভাবে চুল ফেটে যাওয়া বা ভেঙ্গে যাওয়া রোধ করে এবং নিস্প্রান চুলে পুনরায় প্রান ফিরিয়ে আনে। MICROMOISTURE Serum চুলকে গোড়া থেকে আগা পর্যন্ত চুলে পুষ্টি যোগায় যার ফলে চুল হয়ে ওঠে সজীব। ভাঙ্গা বা আগা ফাটা চুলকে পুনরুজ্জীবিত করে তোলার ফলে আপনার চুল হয়ে ওঠে স্বাস্থ্যময়, শক্তিশালী আর আরও সুন্দর।

কেরাটিন চুলের ত্বকের সেলুলার লেভেলকে ঠিক রেখে চুলকে গোড়া থেকে শক্তিশালী করে তোলে আর চুল হয়ে ওঠে প্রাণোচ্ছল।

Dove Conditioner Benefits

images%20(1)-1673597685517 Dove Conditioner Review - ডাভ কন্ডিশনার রিভিউ
আরও পড়ুন,

Dove Growing Hair Conditioner Review


Dove Intense repair shampoo এবং conditioner কিভাবে ব্যবহার করবেন
Dove Intensive Repair Shampoo শ্যাম্পু ব্যবহার করা অতি সহজ। আপনার চুলকে ভিজিয়ে তারপর শ্যাম্পু নিয়ে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে মাথার ত্বকে আর চুলের গোঁড়ায় শ্যাম্পু লাগাতে হবে এবং ফেনা তুলে কয়েক মিনিট রেখে দিতে হবে এবং তারপর খুব ভালভাবে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। কার্যকরী আর ভাল ফলাফলের জন্য একই সাথে Dove Conditioner ব্যবহার করুন। যাদের চুল ড্যামেজ হয়ে গেছে বিভিন্ন কারনে তারা এটি ব্যবহারে ক্যামকালের এর ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করতে পারবেন।

ডাভ কন্ডিশনার উপকারীতা

টেক্সচার এবং সুগন্ধি সম্পর্কে টেক্সচার অন্যান্য ডাভ কন্ডিশনারগুলির মতোই এবং এতে হালকা সুগন্ধ রয়েছে,, সামগ্রিকভাবে আমি বলব আপনার যদি শুষ্ক থেকে স্বাভাবিক চুল থাকে তবে শুষ্কতার যত্নের তুলনায় তীব্র মেরামত ব্যবহার করা উচিত।। চুলের পুষ্টির জন্য এবং চুলকে স্বাস্থ্যকর এবং দীর্ঘ রাখার মাধ্যমে তার স্বাভাবিক বৃদ্ধির সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করে এই কন্ডিশনার।। কুঁচকে যাওয়া প্রতিরোধ করে এবং চুলকে মসৃণ এবং চকচকে দেখায়। এটি চুলের কোঁকড়া কমাতে কাজ করে, চুলকে মসৃণ দেখায় এবং চুল উড়ে যাওয়া নিয়ন্ত্রণ করে।
Dove Intense repair shampoo এবং conditioner এর উল্লেখযোগ্য উপকারীতাঃ
চুলকে ময়েসচারাইজ রাখতে আপনি প্রতিদিন এটি ব্যবহার করতে পারেন।


এটি চুলকে ভিতরে এবং বাইরে থেকে পুষ্টি যোগায় ফলে চুলের আগা ফাটা বা ভেঙ্গে যাওয়া উল্লেখযোগ্য ভাবে কমে যায়।

আপনার চুলকে অবশ্যই আগের তুলনায় সিল্কি আর সাইনি করে তুলবে।


চুলের ডগা ভেঙ্গে যাওয়া বা ফেটে যাওয়া কমে যেতে শুরু করবে।।।


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *