Spread the love


Durga Puja Doshomi Fashion Tips – দশমীতে কোন শাড়ি পড়বেন ? জেনে নিন

IMG_20210925_203151 Durga Puja Doshomi Fashion Tips - দশমীতে কোন শাড়ি পড়বেন ? জেনে নিন

কেমন হবে দশমীর সাজ ?


দশমীর সাজ হবে বেশ জমকালো। দশমীতে আমরা কিভাবে নিজেদের সুন্দর করে সাজিয়ে তুলব
আসুন জেনে নেই


দশমী মানে সাদা শাড়ি লাল পাড়। এইদিনে একটু ঘোরাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি
থাকে। তাই মেকআপটা এক্সপেরিমেন্টাল হলে মন্দ হয় না! প্রথমেই ত্বকটাকে মেকআপের
জন্য তৈরি করে নিয়ে প্রাইমার লাগিয়ে নেবেন। দূর্গা পূজা বলে কথা! অবশ্যই মেকআপ
ফুল কভারেজ হবে। মেকআপটাও ভারী হবে। বেছে নিন ফুল কভারেজ ফাউন্ডেশন। ফাউন্ডেশন
ব্যবহার করতে পারেন ফিট মি ফাউন্ডেশন ,মেবিলিন ফাউন্ডেশন। ১/২ সেডের কাউন্সিলর
লাগিয়ে নিয়ে নাকে, মুখের থুতুনি তে চোখের উপর চোখের নিচে লাগিয়ে নিতে পারেন,
ডাকসারকেল গুলো দূর করার জন্য। বিউটি ব্লেন্ডার এর সাহায্যে ভালোভাবে ব্লেন্ড
করে নিন। একদম ঘষবেন না। লুস পাউডার দিয়ে মেকআপ টাকে সেট করে নিন করে নিন।
চাইলে আগে ক্রিম কন্ট্যুরিংও করে নিতে পারেন। চিকসের নিচে, কপালে হেয়ার লাইনে,
নাকের দুই পাশে, থুঁতনির নিচে কন্ট্যুরিং করে নিন এবং ব্লেন্ড করে নিন। মুখে
একটু কালার যোগ করতে ব্লাশ হিসেবে ব্যবহার করতে পারেন পিংক, কোরাল, অরেঞ্জ,
ব্রাউন, পিচ ইত্যাদি রং। হাইলাইডার কপালে, আইব্রো বোনে, আইব্রোর উপরের দিকে,
নাকের উপরে, থুঁতনিতে এবং ঠোঁটের উপরে লাগিয়ে নিন চোখের মেকাপ করুন স্মোকি,
গ্লিটার কাট ক্রিজ, হেলো স্মোকি আই, স্পটলাইট আই যেনো চোখ টা আকর্ষণীয় হয়ে
ওঠে। এইবার লিপস্টিক একটু ডিপ কালার পড়বেন ড্রেস এর সাথে ম্যাচ করে। সবশেষে
মেকআপ সেটিং স্প্রে দিয়ে মেকআপ করে ফেলবেন।


Bijoya Doshomi & Sidur Khela Fashion Tips

IMG_20210925_203135 Durga Puja Doshomi Fashion Tips - দশমীতে কোন শাড়ি পড়বেন ? জেনে নিন
এবার চলে আসি কী টাইপের শাড়ি পড়বেন। বেশিরভাগ এই দিনে সবাই একটু চকমকে
কালারের শাড়ি পড়তে ভালোবাসো ।আপনারা চাইলে গরদের শাড়ি ও পড়তে পারেন। কিংবা
মোটা লাল পাড়ের শাড়ি পরতে পারেন, গোল্ডেন ও কালারের শাড়ি পরতে পারেন।
তার সাথে ম্যাচ করে সুন্দর একটা ব্লাউজ। চুলটাকে খোঁপা করে চুলে ফুল লগিয়ে
বেরিয়ে পড়ুন মা দুগ্গার মণ্ডপে।
তাহলে শুনে নিলেন দশমীর সাজ। তবে দশমীর দিন এভাবে সুন্দর করে সেজে বেরিয়ে
পড়ুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *