Spread the love


Durga Puja Fashion Tips 2021 – নবমীর সাজ, নবমীর ফ্যাশন টিপস

IMG_20210925_154936 Durga Puja Fashion Tips 2021 - নবমীর সাজ, নবমীর ফ্যাশন টিপস

পুজোর টিপস: দুর্গা পুজোতে নবমীর সাজ কেমন হবে, দেখে নিন

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর এই শ্রেষ্ঠ উৎসব এ আমরা আনন্দে মেতে উঠি।
আর আমরা সবাই চাই পুজোতে আমাদের লুকটা যেন সর্বদা পারফেট থাকে। আমরা
অনেকেই বুঝে উঠতে পারিনা নবমীর দিনে ও নবমীর রাতে কিভাবে সাজবো কিভাবে
পারফেক্ট ম্যাচ করব ।তবে আর চিন্তা নেই আজকে আপনাদের টিপস দেবো। নবমীর
দিনে ও রাতে কীভাবে নিজেকে সাজিয়ে তুলবেন।

কেমন হবে নবমীর সকালের পোষাক:
নবমীর সকালের দিকটা হাল্কা সাজুন।সুতি, বা হ্যান্ডলুমের শাড়ি পরতে পারেন।
চাইলে খাদির শাড়িও পরতে পারেন। শাড়ি পরতে না চাইলে চুড়িদার, লং গাউন অথবা ফিউশন
ড্রেস পরতে পারেন। তার সাথে অবশ্যই ম্যাচ করে গয়না পড়ুন।

দুর্গাপূজার নবমীর সাজ



নবমীর সকালে মেকআপ কেমন হবে:
সকালের মেকআপ কিন্তু একদম চড়া হবে না। সকালের মেকআপ
হবে স্নিগ্ধ। ফাউন্ডেশন, কনসিলার, কন্টর – এগুলোকে তুলে রাখুন। মুখ ভাল
করে পরিষ্কার করে ত্বকের ধরণ অনুযায়ী একটু সানস্ক্রিন লাগিয়ে নিন আর তার উপরে
কম্প্যাক্ট লাগিয়ে নিন। একটু যদি মেকআপ করতেই হয় তাহলে নিজের ত্বকের শেড
অনুযায়ী বিবি ক্রিম লাগাতে পারেন। তবে সামান্য পরিমাণে নেবেন। পিচ ব্লাশ অন
লাগাতে পারেন চিকবোনের ধার ঘেঁষে আর ঠোঁটে লাগান পোশাকের রঙের সঙ্গে ম্যাচ করে
লিপগ্লস। চাইলে অবশ্য ম্যাট ফিনিশ লিপস্টিকও লাগাতে পারেন। চোখে উইংড আইলাইনার
লাগাতে পারেন আবার ঘন করেও কাজলের রেখা টানতে পারেন।

নবমীর ফ্যাশন টিপস


নবমির রাতের পোশাক হোক:
নবমীর রাতে আপনি কেমন পোশাক বাছবেন সেটা সম্পূর্ণ আপনার
ব্যাক্তিগত ব্যাপার, কিন্তু যা পড়বেন তা যেন হয় জমকালো এবং বেশ রঙিন! পরতে
পারেন সিল্কের শাড়ি অথবা শিফনের শাড়ি। সঙ্গে যদি ক্যারি করতে পারেন তাহলে
ব্যাকলেস ব্লাউজও পরতে পারেন!
IMG_20210925_154703_3692 Durga Puja Fashion Tips 2021 - নবমীর সাজ, নবমীর ফ্যাশন টিপস

নবমীর রাতের সাজ:
দুর্গা পুজোর সকালগুলোতে মেকআপ কম থাকলেও রাতে কিন্তু
ব্যাপারটা একদম উল্টো হবে। প্রাইমার ও ফাউন্ডেশন দিয়ে বেস মেকআপ করে প্রয়োজন
হলে একটু কন্টরিং করে নিন যাতে মুখের ফিচারগুলো ভালভাবে বোঝা যায়। প্রয়োজনে
মেকআপ ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডারের সাহায্যে করুন এই কাজটি। ব্রাউন ঘেঁষা
ব্লাশ অন লাগান গালে এবং চিকবোন একটু হাইলাইট করুন হাইলাইটার দিয়ে। লিপস্টিক
পোশাকের রঙের সঙ্গে মানানসই করে পরুন। চোখে ক্যাটস আই স্টাইলে আইলাইনার লাগাতে
পারেন অথবা যেটাতে স্বচ্ছন্দ সেভাবে মেকআপ করতে পারেন।
কি খানিকটা চিন্তা দূর হলোতো ।এভাবে সুন্দর করে সেজে বেরিয়ে পড়ুন।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *