Spread the love

শিশুর মানসিক বিকাশের বৈশিষ্ট্য : আমরা শিশুর যত্ন বলতে বুঝি শিশু ঠিকমত খাচ্ছে কিনা, ঘুমাচ্ছে কিনা, বয়সের স্বাভাবিক বিকাশ হচ্ছে কিনা — কিন্তু আমরা এখানেই মস্ত বড়ো ভুল করে থাকি….

শিশুর মানসিক স্বাস্থ্যের দিকে আমরা খেয়াল করিনা….কিন্তু শিশুর শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও যত্নবান হওয়া প্রয়োজন।

(মানসিক স্বাস্থ্য শিশুর বিকাশকে কিভাবে প্রভাবিত করে)

শিশুর প্রথম পাঁচ বছরের দৈহিক ও মানসিক বিকাশ আলোচনা

শিশুদের শিক্ষাদীক্ষায়, জ্ঞানে ও বুদ্ধিতে ‘পূর্ণ’ করে তোলার দায়িত্ব আমাদের ।। যে কারণে শিশুর মাঝে নিজেদের ইচ্ছাকে চাপিয়ে দেয়ার প্রবণতা অভিভাবকদের মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু মনে রাখতে হবে শিশুদের মানসিক বিকাশ শুরু হয়ে যায় খুব ছোটবেলা থেকেই। শিশুর স্বাভাবিক মানসিক বিকাশের ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক অবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিশুর মানসিক বিকাশের বৈশিষ্ট্য

প্রতিটি মানুষ যেমন আলাদা, শিশুর বেলায়ও তাই। সব শিশুকে অন্য শিশুর সাথে তুলনা করা যাবে না। কারণ এতে করে ছোট থেকেই তার ভেতর হীনমন্যতা জন্ম নেবে। তাকে যেমন ভালো কাজের জন্য উৎসাহিত করতে হবে, তেমনি দুষ্টুমি করলেও অতিরিক্ত শাসন করা যাবে না।

শিশুর মানসিক বিকাশের হুমকি কোনটি

কোনো কিছু শেখার পেছনে প্রত্যেক শিশুর সহজাত প্রবৃত্তি ও প্রবল আগ্রহ কাজ করে। সেই আগ্রহের প্রতি কোনোরকম অনাগ্রহ দেখানো যাবে না। আপনার শিশুটি যদি বলে, সে আঁকতে চায় তাকে আঁকতে দেন। আপনি পড়াতে চাইছেন বলে তার এখন পড়তে বসতেই হবে এমন কোনো কথা নেই।

শিশুর সামাজিক বিকাশের পরিবারের ভূমিকা

পারিবারিক আবহ : যেখানে যেকোনো বিষয় আলোচনা করা যাবে। কোনো বিষয় নিয়ে বকাঝকা বা ব্যঙ্গাত্মক কথা শুনতে হলেও পরে যেন এ কথা কেউ না তোলে।

শিশুর মানসিক বিকাশে পরিবারের ভূমিকা

এসব কারণগুলির প্রভাব প্রায়ই শিশুদের মানসিক স্বাস্থ্যের খারাপ ফলাফলের দিকে নিয়ে যায়। একাধিক ঝুঁকির কারণের উপস্থিতি একটি সমস্যার সম্মুখীন হওয়ার জন্য একটি শিশুর দুর্বলতা বাড়ায়।

আরোও পড়ুন,

শিশুর যত্ননেবেন যেভাবে – How To Take Care Of The Baby

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *