Spread the love

বৈশাখ পড়তে পড়তেই গরম কিন্তু চুটিয়ে পড়ে গেছে…. দিনের বেলায় তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁইছুঁই। সকাল ১০ বাজতে না বাজতেই রোদ এতটাই প্রখর হয় যে, বাইরে বেরোতেই ইচ্ছা করেনা,, কাজের পাশাপাশি গরমের স্কিনকেয়ার রুটিন কিন্তু মেনে চলতে হবে….রুটিন টি শীতকালের থেকে আলাদা হবে, সেটাই স্বাভাবিক। তবে ময়শ্চারাইজার, সানস্ক্রিন এই দুটোর প্রয়োজনীয়তা অনেক। দিনের বেলা বাড়ির বাইরে বেরনোর আগে সানস্ক্রিন ভুললে চলবে না।

GridArt_20240414_211426858-1024x819 Garnier Sunscreen Review: গরমকালের সেরা সানস্ক্রিন

Best Sunscreen For Summer

সানস্ক্রিন ব্যবহার করলে যদি ঘাম হয় বিশেষত তৈলাক্ত ত্বক যাদের, তারা সানস্ক্রিন ক্রিম ব্যবহার না করে তার পরিবর্তে ম্যাটিফাইং সানস্ক্রিন, জেল সানস্ক্রিন, ব্যবহার করতে পারেন,, এতে ত্বকে ঘাম কম হবে। খুব তেলতেলে ত্বক হলে জেল বেসড বা ওয়াটার বেসড সানস্ক্রিন ভালো কাজ করবে।

গ্রীষ্মের সেরা সানস্ক্রিন

গরমে আমার ইউজ করা বেস্ট সানস্ক্রিন বলতে Garnier Sunscreen ,, এটি সংবেদনশীল অ্যাডভান্সড SPF 50 -এর পেটেন্ট মেক্সোরিল ফিল্টার, UVA+UVB ব্রড-স্পেকট্রাম সুরক্ষা এবং একটি উচ্চতর সূর্য সুরক্ষা সূত্রের জন্য একটি নতুন নিছক-টাচ টেক্সচারকে একত্রিত করে। শরীর এবং মুখের জন্য একটি সম্পূর্ণ যত্নশীল সানস্ক্রিন, সংবেদনশীল ত্বকের জন্য উপযুক্ত। সানবার্ন হতে দেয় না।ট্যান পড়া আটকায়।ত্বক ভালো রাখতে সাহায্য করে। অতি-নিছক প্রযুক্তি সহ হালকা, অ-চর্বিযুক্ত টেক্সচার যা ত্বককে নরম এবং অ-চকচকে হাইপোঅ্যালার্জেনিক ফর্মুলা অনুভব করে যা সুগন্ধি এবং রঙ-মুক্ত।

ত্বকের যত্নে কোন সানস্ক্রিন ব্যবহার করবেন

ঘুম থেকে উঠে বাইরে বেরনোর আগে সানস্ক্রিন লাগান। মুখ পরিষ্কার করার পরে টোনার লাগিয়ে সানস্ক্রিন লাগিয়ে নিন। প্রতি ২-৩ ঘণ্টা অন্তর সানস্ক্রিন ব্যবহার করুন। দিনের বেলা বাইরে বেরনোর অন্তত ২০ মিনিট আগে সানস্ক্রিন মেখে নিন।তাহলে ভালো কাজ দেবে।

আরোও পড়ুন,

How To Remove Tan From Hands : গরমে কীভাবে হাত পায়ের ট্যান দূর করবেন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *