Spread the love

ব্রণ হওয়াটা একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে এখন…. কিনতু ব্রণর পাশাপাশি ব্রণর দাগ যদি ত্বকের ওপর রেখে যায় কেমন লাগে বলুন তো?? তাই ব্রণের দাগ দূর করতে ত্বককে ভেতর থেকে সুরক্ষিত রাখতে প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন। কারণ, আপনার শরীরে পুষ্টি এবং অক্সিজেন বহন করতে জলের গুরুত্ব অপরিসীম। এছাড়াও নীচে তুলে ধরা হলো কিছু ট্রিক অ্যান্ড টিপস্ যা আপনাদের কাছে আসবে……

IMG_20240414_214657 How To Remove Pimple Scars: ত্বকের ব্রণের দাগ দূর করার উপায়

ব্রণের লাল দাগ দূর করার উপায়

✓ লেবুর রস অ্যাসিড বর্জ্য দূর করতে সাহায্য করে। রক্তের বিষাক্ত পদার্থ দূর করে এনজাইম তৈরি করতে সহায়তা করে, যা আপনার ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখে। ত্বকের দাগ দূর করতে লেবুর রস খুবই উপকারী। এটি ভিটামিন এ, বি এবং সি সমৃদ্ধ লেবু ত্বককে সতেজ, উজ্জ্বল ও হাইড্রেটেড রাখে। এটি ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা রোধ করে এবং ব্রণের দাগও দূর করে। লেবুর রসের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে লাগান,, কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

ব্রণের গর্ত দূর করার ঘরোয়া উপায়

পেঁপে ও মধু: ব্রণ হয় অপরিষ্কার ত্বক থেকে। তাই ত্বক রাখতে ব্যাবহার করুণ এই প্যাক। নিয়মিত স্ক্রাবিং ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে। পাকা পেঁপে চটকে নিন এর সাথে মেশা এক টেবিল চামচ মধু,, মিশ্রণটি মুখে লাগান। ২০-২৫ মিনিট পর ধুয়ে ফেলুন,,

IMG_20240414_214609-edited How To Remove Pimple Scars: ত্বকের ব্রণের দাগ দূর করার উপায়

✓ ‘ব্রণ’ প্রতিরোধে প্রতিদিন দই খাওয়ার পাশাপাশি ত্বকের ওপর লাগানোর অভ্যাস গড়ে তুলুন। দইয়ে অ্যান্টিফাঙাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকায় এটি ত্বক পরিষ্কার করতে এবং ত্বকের আটকে থাকা ছিদ্রগুলোকে অবরুদ্ধ করতে কার্যকর।

১ দিনে ১ রাতে ব্রণর দাগ দূর হবে

✓ শশার রস, ব্রণ ও ব্রণের দাগ দূর করতে শশার রস, খুবই কার্যকর। এ ছাড়া স্ক্রাব হিসেবে ব্যবহার করতে চাইলে এর সঙ্গে বেসন গুঁড়ো মিশিয়ে নিলেই হবে। সপ্তাহে দুই দিন এই প্যাক ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে। ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর হয়ে যাবে।

কাঁচা হলুদ এবং কফি গুঁড়ো: কাঁচা হলুদ এবং কফি গুঁড়ো ব্রণের জন্য খুবই কার্যকর দুটো উপাদান। দুটো উপাদান মিশিয়ে পেষ্ট তৈরি করতে হবে। মিশ্রণটি এরপর ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

আরোও পড়ুন,

Garnier Sunscreen Review: গরমকালের সেরা সানস্ক্রিন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *