Spread the love

ভিটামিন ই শরীর ও ত্বকের যত্নে নানান কাজে আসে,, বার্ধক্যের ছাপ কমায়, হাড়ের যত্ন নেয়, ডার্ক সার্কেলের মতো সমস্যা রোধ করে। এর পাশাপাশি ত্বকেরও উপকার করে। ভিটামিন ই-র ক্যাপসুল ভেঙে তার নির্যাসটি ত্বকে মাখলেও নানা ধরনের উপকার হতে পারে। নীচে তুলে ধরা হলো রূপচর্চায় কীভাবে ভিটামিন ই ক্যাপসুলকে কাজে লাগাবেন —–

IMG_20240416_115135-edited Vitamin E Capsules For Face: গরমে রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহার

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুলের নিয়ম

১) চোখের নিচের কালো দাগ দূর করতে-অনেকেই আছেন যাদের চোখের নিচে কালো দাগে ভরে গেছে তাদের সেই সমস্যা দূর করতে ভিটামিন ই ব্যবহার করতে পারেন,,, তার সাথে যদি বাদাম তেল মিশিয়ে নিতে পারেন,, তবে খুব সহজে ভালো ফল পাবেন।

২) ব্রনের দাগ দূর করতে-আপনার ত্বকে যদি ব্রণর দাগ থাকে, তবে সেই দাগে এক-দুই ফোঁটা করে ভিটামিন ই তেল লাগিয়ে রাখুন। ধীরে ধীরে একটু হলেও দাগটা হালকা হবে।

ভিটামিন ই ক্যাপসুল মুখে ব্যবহারের নিয়ম

৩) গরমে ত্বক ভাল রাখতে সরাসরি ভিটামিন ই ব্যবহার না করে, বরং তার সংগে দই,, লেবুর রসের মিশ্রণ মুখে লাগাতে পারেন। এতে ত্বক উজ্জ্বল হবে।

৪) ত্বকের দাগছোপ কমাতে পাকা পেঁপের সঙ্গে মধু ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে মুখে লাগান। দেখবেন ত্বক চকচকে হয়ে গেছে।

ভিটামিন ই ক্যাপসুল মুখে মাখার উপকারিতা

৫) ভিটামিন ই ও গোলাপ জল সামান্য পরিমাণে গোলাপ জল নিন। ও একটা ভিটামিন ই ক্যাপসুল থেকে এক্সট্র্যাক্ট বের করে নিন। এই দুই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। সেটা আপনার মুখে ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের যাবতীয় সকল সমস্যা দূর হয়ে গেছে।

আরোও পড়ুন,

Gram Flour Face Pack :গরমে ত্বকের জেল্লা ফেরাতে বেসনের ৩ ফেসপ্যাক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *