Spread the love

Green tea toner benefits for oily skin : গ্রিন টি আমাদের শরীরের নানা সমস্যার সমাধান, তবে অনেকেই হয়তো জানেন না, শরীরের মত ত্বকের যত্নেও ব্যবহার হয় গ্রিন টি। যারা নিয়মিত ত্বকের যত্ন নিয়ে থাকেন, তারা জানে গ্রিন টি’র টোনার কতো কাজে আসে।।

গ্রিন টি-র স্বাস্থ্যকর দিক আমরা প্রায় সকলেই জানি। পেট পরিষ্কার রাখতে, শরীর ডিটক্স করতে সাহায্য করে গ্রিন টি। তেমনই ওজন কমাতেও এই চায়ের জুড়ি মেলা ভার।

(ত্বকের জন্য কোন গ্রিন টি ভালো, দেখুন)

গ্রীন টি দিয়ে মুখের যত্ন

এই চা ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখে। ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে এই চা ব্যবহার করতেই পারেন। ব্রণর সমস্যা থেকেও রেহাই পেতে গ্রিন টি-র কোনও তুলনা নেই।

রোদে বেরোলেই অনেকের ত্বক লাল হয়ে যায়, জ্বালা করে। এ ক্ষেত্রেও গ্রিন টি দিয়েই করতে পারেন মুশকিল আসান!গ্রিন টি কিন্তু টোনার হিসাবে দারুণ কাজ করে।

গ্লোয়িং স্কিন পেতে ব্যবহার করুন গ্রিন টি! কীভাবে করবেন, জেনে নিন

বেশি করে গ্রিন টি বানিয়ে কাচের শিশিতে ভরে রাখতে পারেন।।এই টোনার শুধু মাত্র মুখের তেল বা লোমকূপ পরিষ্কার করে তাই না, ত্বক মসৃণ, রিপেয়ার ও সতেজ রাখতেও সাহায্য করে।

গ্রীন টি বেনিফিটস ফর স্কিন

এছাড়া ফেসিয়াল, স্ক্রাব বা স্টিমের পর মুখের লোমকূপকে ছোট করে ত্বকের বলিরেখা প্রতিরোধ করে।

এছাড়াও ব্যবহার করতে পারেন ফেসপ্যাক হিসাবে: গ্রিন টি-র একটি ব্যাগ গরম জলে ডুবিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। জল ঠান্ডা হয়ে গেলে টি ব্যাগটি কেটে চা পাতাগুলি বার করে একটি কাচের পাত্রে রাখুন। এক টেবিল চামচ বেসন এক চা চামচ মধু, কিছু পরিমান অ্যালো ভেরা জেল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।

গ্রিন টি ফেসপ্যাকটি মুখে লাগানোর আগে অবশ্যই মুখ ভাল করে পরিষ্কার করে নিন। ফেসপ্যাকটি লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখুন। গ্রিন টি টোনার তৈরি করতে গ্রিন টি’র পাতা (১ টেবিল চামচ) বা টি ব্যাগ (৪টি) গরম জলে ভালভাবে সেদ্ধ করতে হবে।

Green tea কি টোনার হিসেবে কাজ করে

চা তৈরি হয়ে গেলে ঠাণ্ডা করে, বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন ১৫ দিন পর্যন্ত। মুখ ধোয়ার পর দিনে দু’বার তুলা দিয়ে ভালভাবে মুখ ও গলা মুছে পরিষ্কার করে নিন। শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।গ্রিন টি-এ এমন কিছু উপাদান আছে, যা ত্বকের কোষকে সতেজ রাখে।

ফলে সহজেই বুড়িয়ে যায় না। তাই ত্বকের টানটান ভাব সহজে নষ্ট হয় না। বাজারচলতি গ্রিন টি টোনার ব্যবহার করতে পারেন আপনি। এটি আপনার ত্বকের জন্যে খুবই উপকারী। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখতে ম্যাজিকের মতো কাজ করে গ্রিন টি।

গ্রিন টি টোনারের উপকারিতা”””””

১. এতে আছে এন্টি অক্সিডেন্ট যা ত্বকের ময়লা ও মরা চামড়া পরিষ্কার করে ব্রণ কমাবে।

২. ত্বককে অতি বেগুণী রশ্মি থেকে বাঁচিয়ে বলি রেখা ও ক্যানসার প্রতিরোধ করবে।

৩. ত্বককে সতেজ, তেল ও র্যা সমুক্ত রাখবে। ত্বককে টাইট রাখতে সাহায্য করবে।

আরোও পড়ুন,

শীত শুরু না হতেই ত্বকের নাজেহাল অবস্থা? ঠান্ডা পড়ার আগে থেকেই কী ভাবে যত্ন নেবেন ত্বকের দেখুন – Winter Skin Care For Dry Skin

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *