Spread the love

Hair Care Tips: হেয়ার প্যাক বানানোর নিয়ম


চুলের যত্নে জাদুকরী হেয়ারপ্যাক

চুল মজবুত, লম্বা করতে প্রোটিন হেয়ার প্যাক অনেক বেশি কাজ দেয়….অনেকেই পার্লারে প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট করিয়ে থাকেন। এতে অনেক টাকা খরচ হয়ে যায় —–তাই ঘরে কিছু প্রোটিনের প্যাক ব্যবহার করতে পারেন। এতে করে পুষ্টিও পাবে ও টাকা ও খরচ হবে না……


IMG_20230827_094140-1693109508549 Hair Care Tips: হেয়ার প্যাক বানানোর নিয়ম

Hair care tips in bengali

১/ কলা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ত্বকের পরিচর্চার জন্য কলার ব্যবহার তা আমরা সকলেই জানি। তবে, এটি চুলে পর্যাপ্ত হাইড্রেশন করতেও সাহায্য় করে।


কলা এবং মধু হেয়ার মাস্ক

চুলে শুষ্কতা দেখা দিলে কলা ও মধুর হেয়ার মাস্ক ব্যবহার করুন।

হেয়ার গ্রোথ টিপস


এই মাস্ক দুর্বল চুলে আর্দ্রতা যোগ করার সঙ্গে সঙ্গে স্থিতিস্থাপকতা উন্নত করে।

হেয়ার প্যাক তৈরি করতে দুটি পাকা কলা ও দুই টেবিল চামচ মধু নিন।

কলা ভালো করে মাখুন, এতে মধু যোগ করুন এবং মিশিয়ে দিন। চুলে অ্যাপ্লাই করে আধ ঘণ্টা পর ধুয়ে ফেলুন।


চুলের সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এই হেয়ার মাস্ক

২/ জবা ফুলের হেয়ার মাস্ক – জবা ফুলের পেস্টের সঙ্গে টক দই এবং একটি ডিম ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটিকে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত খুব ভালো করে মেখে লাগিয়ে অন্তত দু’ঘণ্টা রেখে দিতে হবে। তারপরে ভালো করে শ্যাম্পু করে ফেলুন।

চুলের যত্নে জাদুকরী হেয়ারপ্যাক

৩/ তৈলাক্ত চুলের সবচেয়ে বড় সমস্যা দ্রুত তেলচিটে হয়ে যাওয়া। সেটি দূর করতে লেবু ও ডিম চুলের তেলচিটে ভাব দূর করবে, সঙ্গে স্ক্যাল্পে জমে থাকা হেয়ার প্রডাক্টের অবশিষ্টাংশ সরাবে। কিছুক্ষন রেখে চুল ধুয়ে নিতে হবে।


Read More,

Long Hair Tips : চুল লম্বা করার ঘরোয়া পদ্ধতি



Tags – Hair Tips, Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *