Spread the love

Hair Care Tips Bengali : ঘরোয়া উপায়েচুলের যত্ন নিন


আমরা অনেকেই চেষ্টা করি..চুলের সঠিক যত্ন নাওয়ার.. কিনতু সেটা সম্ভব হয়না…জানেন কি বাড়িতে থাকা কয়েকটা সহজ-সরল উপাদান দিয়ে আপনার চুল হবে ঘন লম্বা। মন দিয়ে পড়ুন….


photogrid.collagemaker.photocollage.squarefit_2023913214622204-1694621794443 Hair Care Tips Bengali : ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিন

চুলের গ্রোথ বাড়ানোর জন্য ঘরোয়া উপায়ে কী করতে হবে দেখুন

নারকেল তেল চুল ঘন এবং লম্বা করতে সাহায্য করে তাই সপ্তাহে অন্তত তিন দিন ভালো করে চুলের গোড়ায় গোড়ায় নারকেল তেল দিয়ে মালিশ করুন। চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিয়ে ম্যাসাজ করেন, তাহলে দেখবেন চুল কত সুন্দর হয়ে গেছে। চুল উঠবে কম।।


চুলের যত্ন ঘরোয়া উপায়


এছাড়াও ব্যবহার করতে পারেন গ্রিন টি। গ্রিন টি যদি চুলের মধ্যে ভালো করে লাগানো যায়, তাহলেও কিন্তু চুল ভীষণ সুন্দর থাকে। শ্যাম্পু করার সময় যদি এই জিনিস শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনার চুল হবে খুব সাইনি ও সিল্কি।।

বেসিক হেয়ার কেয়ার রুটিন

শ্যাম্পুতে মিশিয়ে নিতে পারেন পাতিলেবুর রস। চুল ভালো করে পরিষ্কার করতে খুশকি দূর করতে এছাড়া চুলের ভেতরে জমে থাকা ময়লা দূর করতে খুব সহজেই সাহায্য করে পাতিলেবু।।


চুল ভালো করতে সাহায্য করে ক্যাস্টর অয়েল। আমরা অনেকেই জানি, চুলের জন্য কতখানি উপকারী কেস্টর তেল। ক্যাস্টর অয়েল, ভিটামিন ই অয়েলকে ভালো করে মিশিয়ে মাথায় ভালো করে ম্যাসাজ করুন। দেখবেন চুল পড়া বন্ধ হবে।।


চুল পড়া আটকাতে দই ব্যবহার করুন। এতে প্রোবায়োটিকস রয়েছে যা চুল মজবুত ও নরম করে। দইয়ের সঙ্গে মধু মিশিয়ে গোটা স্ক্য়াল্পে লাগিয়ে ধুয়ে নিন। আমলকীর গুঁড়োর সঙ্গে টক দই মিশিয়ে গোটা চুলে লাগিয়ে নিন। আমলকীর গুণাগুণ অনেক।চুলকে মোলায়েম ও ঝলমলে করবে।।

গরমে চুল সুস্থ ও সুন্দর রাখার টিপস

একটি পাত্রে দুটো ডিম ভেঙে তাতে তিন চামচ মধু যোগ করে ফেটিয়ে নিন। এই প্যাকটিও স্নানের আগে চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। শ্যাম্পু করে ক্ষারবিহীন বা খুব অল্প ক্ষারযুক্ত কোনও কন্ডিশনার ব্যবহার করুন। এটি মাথার ত্বকে পিএইচ-এর ভারসাম্য রক্ষা করতে অ্যালোভেরা অত্যন্ত কার্যকর।


আরোও পড়ুন,

Scalp Massager For Hair Growth : স্ক্যাল্প ম্যাসাজার কি চুল গজানোর জন্য ভালো! দেখে নিন



Tags – Hair Growth, Hair Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *