Hair Mask For Frizzy Hair – রুক্ষ চুলকে মসৃণ করার হেয়ার মাস্ক
চুলের সমস্যা মেটাতে হেয়ার মাস্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, হেয়ার মাস্ক এ প্রচুর পরিমাণে উপকারী ভিটামিন আর পলিফেনল রয়েছে। তাই তো হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের একাধিক সমস্যাই অনায়াসে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনি। বিশেষ করে, চুল পড়া কমবে এবং আপনার সাধের চুল হয়ে উঠবে রেশমের মতো নরম।
Hair Mask For Frizzy Hair India
চুলের ড্যামেজ কমাতে হেয়ার মাস্ক এর উপকারিতা কী?
(১) পর্যাপ্ত পরিমাণ প্রোটিন সরবরাহ করে।
(২) আমাদের চুলকে কোমল করে এবং সাইনি লুক দেয়।
(৩) প্রতিদিন নানা কারণে চুল ড্যামেজ হয়। যেমন- বাহিরের ধুলাবালি ময়লা চুলকে নিষ্প্রাণ করে দেয়।
(৪) মাথার স্ক্যাল্প এর বিভিন্ন সমস্যা, যেমন- খুশকি এবং ইচিং জনিত সমস্যার সমাধান করে।
(৫) চুলকে স্মুথ এবং সফট করে তোলে।
Hair Mask For Frizzy Hair Home Remedy
ঘরোয়া উপায়ে যেভাবে হেয়ার মাস্ক ব্যবহার করবেন:
১. অলিভ অয়েল এবং ডিমের হেয়ার মাস্ক
অলিভ অয়েল এবং ডিমের হেয়ার মাস্ক
ডিমে প্রচুর পরিমাণে বায়োটিনের সন্ধান মেলে। তাই অলিভ অয়েলের মতোই এই উপাদানও আপনার চুলের জন্যে খুবই উপকারী। পাত্রে একটি ডিম ফাটিয়ে নিন। এর সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। ১ চামচ লেবুর রস ৩ টি উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আপনার হেয়ার মাস্ক। এই মিশ্রণ চুলে লাগিয়ে নেওয়ার পর ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে নিন।
রুক্ষ চুলের হেয়ার প্যাক
Hair Mask For Frizzy Hair With Egg
২. চুল পড়া কমাতে একটা ভিটামিন ই ক্যাপসুল ও একটি ডিম ফাটিয়ে নিন। এই প্যাক ২ ঘন্টা লাগিয়ে রেখে শ্যাম্পু করতে পারেন।
৩. মেয়োনিজের সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরা জেল। এই হেয়ার মাস্ক আপনার চুল হাইড্রেটেড রাখবে। চুল থাকবে উজ্জ্বল এবং মোলায়েম।
৪. কলা এবং ক্যাস্টর অয়েল, এই দুই উপকরণের সাহায্যেও বাড়িতে সহজে তৈরি করে নেওয়া যাক হেয়ার মাস্ক। ক্যাস্টর অয়েল চুলের বৃদ্ধিতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। অন্যদিকে কলার মধ্যেও রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস এবং ন্যাচারাল অয়েল। এইসব উপকরণ চুল নরম, উজ্জ্বল রাখতে সাহায্য করে। চুল হাইড্রেটেডও রাখে এই হেয়ার মাস্ক।
আর যদি বাজারের সেরা Hair Mask ইউজ করতে চান – তাহলে দেখে নিন কোনটি বেস্ট…..
1। L’Oréal Professionnel Serie Expert Absolut Repair Mask | Hair mask provides deep conditioning & strength
গোল্ড কুইনো এবং প্রোটিন দিয়ে মিশ্রিত, লরিয়াল প্রফেশনেল অ্যাবসলুট রিপেয়ার মাস্ক চুলের ক্ষতির জন্য 13X প্রতিরোধের প্রস্তাব দেয়*।
চুলের যত্নে হেয়ার প্যাক
গভীর পুষ্টি প্রদান করে: চুল মেরামতের মাস্কে একটি ক্রিমি, মাখনের মতো টেক্সচার রয়েছে যা চুলের পুষ্টির পাশাপাশি সুরক্ষা প্রদান করে।চুল পড়া কমায়, চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে, ভলিউম বাড়ায় এবং নরম, সিল্কি এবং ঝলমলে চুল। এটি সালফেট মুক্ত, প্যারাবেন মুক্ত, খনিজ তেল মুক্ত।।
2। PILGRIM Korean Argan Oil Hair Mask for dry & frizzy hair with White Lotus and Camellia | Hair Mask for smoothening hair
হারবাল হেয়ার মাস্ক এবং চুল পড়া কমাতে, বৃদ্ধি বাড়াতে প্যাক: আমাদের প্রিমিয়াম আরগান অয়েল হেয়ার মাস্ক হল গভীর কন্ডিশনিং প্রদানের জন্য আপনার চুলের যত্নের ব্যবস্থার একটি অপরিহার্য পদক্ষেপ। এটি মাথার ত্বককে আর্দ্র করে এবং চুলকানি কমাতে শিকড়কে পুষ্ট করে। হোয়াইট লোটাস এবং ক্যামেলিয়ার হাইড্রেটিং তেল চুলের ফলিকলগুলিকে উদ্দীপিত করে, শুষ্ক, ক্ষতিগ্রস্থ, ঝরঝরে চুল মেরামত করে, চুল পড়া কমায়, চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে, ভলিউম বাড়ায় এবং নরম, সিল্কি এবং ঝলমলে চুল। এটি সালফেট মুক্ত, প্যারাবেন মুক্ত, খনিজ তেল মুক্ত।।
ঘরে তৈরি হেয়ার প্যাক
এই হেয়ার মাস্ক চুলের সর্বোত্তম স্বাস্থ্য বজায় রাখার জন্য একটি অপরিহার্য আচার। আর্গান অয়েলের শক্তিতে মিশ্রিত, এটি তীব্রভাবে হাইড্রেটিং করে।।
কিভাবে ব্যবহার করবেন: সালফেট মুক্ত শ্যাম্পুর পরে ব্যবহার করুন। একটি উদার পরিমাণ নিন এবং চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত বিতরণ করতে আঙ্গুল ব্যবহার করুন। 5-10 মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করুন।।
আরোও পড়ুন,
How To Use Onion Oil For Hair Growth – পেঁয়াজের তেল বানানোর পদ্ধতি
Tags – Hair Tips, Hair Care