আমরা সকলেই অবাঞ্ছিত লোম নিয়ে চিন্তিত থাকি….. এখনকার মহিলারা স্লিভলেস বা ব্যাকলেস পোশাক পরে,, এর জন্য আন্ডারআর্মস পরিষ্কার করতেই হয়… বেশিরভাগ ক্ষেত্রে আন্ডারআর্মসের লোম তুলতে ওয়াক্সিং বা শেভিংই বেছে নেন। কিন্তু এভাবে লোম তুলতে গেলে কষ্টও সহ্য করতে হয়।তাই আন্ডারআর্মসের অবাঞ্ছিত লোম তুলতে আপনি ঘরোয়া টিপসের সাহায্য নিতে পারেন। এতে লোম তুলতে গিয়ে কোনও ব্যথা পাবেন না। এমনকী কোনও কালো ছোপও তৈরি হবে না।
প্রাকৃতিক উপায়ে লোম তোলার উপায়
রেজ়ার ব্যবহার করলে তা ১ সপ্তাহের বেশি থাকে না। আবার অনেকে হেয়ার রিমুভাল ক্রিমও ব্যবহার করেন। এতে অনেকেই ত্বকের উপর র্যাশ, চুলকানির মতো সমস্যার সম্মুখীন হন।
চিরতরে লোম তোলার উপায়
তেল দিয়ে শেভ করুন: শেভিং লোশনের বদলে তেল দিয়ে শেভ করলে বেশি উপকার পাবেন। এতে ত্বক আরও আদ্র থাকবে। আবার লোম তোলার পর ছোট ছোট ফুসকুড়িও বের হবে না। ত্বকে কালো ছোপ দেখা দিবে না।
আন্ডারআর্মসের অবাঞ্ছিত লোম তুলতে ঘরোয়া পদ্ধতি গুলো হলো…..
১. চিনির স্ক্রাব: প্রাকৃতিক উপায়ে অবাঞ্ছিত লোম তুলতে চাইলে চিনির রসের সাহায্য নিন। চিনি দিয়ে বানানো স্ক্রাব আন্ডারআর্মস থেকে অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারে । চিনির সঙ্গে বেসন ও পরিমাণ মতো জল দিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে আন্ডারআর্মস ভাল করে স্ক্রাব করুন। নিয়মিত এই স্ক্রাব ব্যবহার করলে আপনার আন্ডারআর্মস থেকে অবাঞ্ছিত লোম সহজেই দূর হয়ে যাবে।
গোপনাঙ্গের অবাঞ্ছিত লোম দূর করার উপায়
২. ডিমের সাদা অংশ: ডিমের সাদা অংশের সঙ্গে মধু মিশিয়ে নিন। এবার ১ চামচ চিনি মিশিয়ে নিয়ে আন্ডারআর্মসে লাগান। ৩০ মিনিট পর এটা তুলতে হবে। লোমের বৃদ্ধি যে দিকে, তার বিপরীত দিকে মিশ্রণটা টেনে তুলবেন।
৩. বেসন: হলুদের মতোই প্রাচীনকাল থেকে রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে বেসন। বেসন প্রাকৃতিকভাবেই মুখের লোম সহজে দূর করতে পারে। বেসন ও হলুদের গুঁড়া সামান্য চিনির রস দিয়ে একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। অ্যাপ্লাই করুণ,, এরপর উল্টো দিকে টেনে তুলুন।
৪. পেঁপে ও হলুদের মাস্ক: কাঁচা পেঁপে ব্লেন্ড করে একটি এর সঙ্গে মধু মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে ত্বকে ব্যবহারের মাধ্যমে সহজেই লোম অপসারণ করতে পারবেন। ত্বকে মিশ্রণটি ব্যবহার করে ১৫-২০ মিনিট রাখতে হবে, তারপর ধুয়ে ফেলতে হবে।
আরোও পড়ুন,
Benefits Of Eating Curd: গরমে শেষপাতে দই খাওয়ার উপকারিতা