হোলি হাতে গোনা আর কিছুদিন,,, হোলির রঙে রঙিন হবে সকলে,,, কিন্তু হোলির রঙের মধ্যে যে কেমিক্যাল থাকে তা ত্বক, চুলের ক্ষতি করে ,, রং খেলে সেই রং তুলতে অসংখ্য বার শ্যাম্পুও করতে হবে। তাতে রং তো উঠবেই না। উল্টে রাসায়নিক দেওয়া শ্যাম্পু ব্যবহার করে চুলের ক্ষতি হবে। বেশি ঘষাঘষি করলে মুঠো মুঠো চুলও ছিঁড়বে। ও চুলের আগা ফেটে যাবে,,,, তাই কীভাবে করবেন চুলের যত্ন সেটি দেখে নিন –
মুখ ও চুল থেকে রং তোলার ৫ টিপ্স
১) রং খেলে বাড়িতে একটি শ্যাম্পু তৈরি করুণ , আমলকি, নারকেল তেল ও বাদাম তেল,,,একটি পাত্রে প্রয়োজন মতো জল নিয়ে তার মধ্যে আমলকি ভাল করে ফুটতে দিন। ঠাণ্ডা হয়ে গেলে সেই জল ছেকে দুটি তেল মিশিয়ে লাগান,,, এতে ভেষজ শ্যাম্পু রেডি। রং খেলার পর এই শ্যাম্পু দিয়ে চুল ধুলে মাথার ত্বকের ক্ষতি তো হবেই না, রং-ও উঠে যাবে।। চুল থাকবে শক্ত।
হোলির রং থেকে আপনার ত্বক ও চুলকে রক্ষা করুণ ৫ উপায়ে
২) রং খেলতে যাওয়ার আগে চুলে ভাল করে তেল মেখে নিতে পারেন। নয়তো বেশি করে সিরাম দিন,,,তা হলে চট করে মাথার ত্বকে রং ধরবে না। শ্যাম্পু করলে সহজেই রং উঠে যাবে।
৩) রং মেখে খোলা চুলে ছবি তুলতে মন্দ লাগে না। তবে চুলের ক্ষতির কথাও ভাবতে হবে,,, তাই মাথায় রং লাগার আগে চুল ভাল করে বেঁধে নিন।
৪) পোশাকের সঙ্গে মানিয়ে, কায়দা করে মাথায় যদি ওড়না বেঁধে নিতে পারেন। তা হলে স্টাইল হবে, চুলও বাঁচবে।
হোলিতে ত্বক ও চুলের যত্ন
হোলি ত্বকের যত্ন: হোলি খেলার আগে, ক্ষতির হাত থেকে রক্ষা করতে আপনার ত্বককে প্রস্তুত করা অপরিহার্য। আপনার শরীরে নারকেল তেল বা আপনার পছন্দের অন্য কোনো তেল লাগান, বিশেষ করে মুখ, ঘাড়, বাহু ,, এই তেল আপনার ত্বকে রঙগুলিকে আটকাতে বাধা দেয়। এটি উদযাপনের পরে রং সহজে অপসারণ করতে সাহায্য করে।
আরোও পড়ুন,
Dol Utsav Bengali Imeges,Pic, Quotes (দোল উৎসবের ছবি, শুভেচ্ছা,কবিতা)
একটি হালকা ক্লিনজার ব্যবহার করুন:
১ । রঙ খেলে আপনার শরীর ও মুখ ধোয়ার জন্য একটি হালকা ক্লিনজার ব্যবহার করুন।
হোলির আগে ও পরে ত্বক ও চুলের যত্ন
২। এক্সফোলিয়েট: আপনার ত্বক থেকে অবশিষ্ট রঙ সরাতে একটি মৃদু এক্সফোলিয়েটিং স্ক্রাব ব্যবহার করুন। এতে বেসন, দই এবং টমেটো মিশ্রণ ব্যবহার করে ঘরে তৈরি স্ক্রাব তৈরি করতে পারেন।
হোলির জন্য ত্বক ও চুলের প্রস্তুতি
৩। ত্বক ঠান্ডা ও পরিষ্কার রাখতে প্রতিদিন ত্বকের আর্দ্রতা বজায় রাখতে হবে । দিনে তিন-চার লিটার জল খাবেন ,,এ ছাড়া যেকোনো ফলের রস পান করাও উপকারী।
৪। ময়েশ্চারাইজ করুন: ধোয়া এবং এক্সফোলিয়েট করার পরে, আপনার ত্বককে ময়শ্চারাইজ করা অপরিহার্য। আপনার ত্বককে হাইড্রেট করতে একটি ভাল মানের ময়েশ্চারাইজার বা নারকেল তেল প্রয়োগ করুন।
আরোও পড়ুন,
Trending Holi Outlook Ideas|হোলি ফ্যাশন টিপস