Spread the love

মুখে চুলকানি দূর করার উপায় : শীত এলেই ত্বকে হাজার রকমের সমস্যা দেখা দেয়…… এর মধ্যে এলার্জি অন্যতম একটি বড়ো সমস্যা। তবে আগে ভাগে একটু যত্ন নিলেই মুক্তি মিলবে।। চলুন জেনে নিই মুখের ত্বকের এলার্জি থেকে মুক্তির ঘরোয়া কিছু উপায়- ত্বকের চুলকানি বিব্রতকর একটি সমস্যা।

আপনাকে একটা কথা বলে রাখি ত্বকের চুলকানি কোনো মারাত্মক রোগেরও উপসর্গ হতে পারে, যেমন- কিডনির রোগ, লিভারের রোগ, তাই আপনার চুলকানি সাধারণ ঘরোয়া চিকিৎসায় প্রশমিত না হলে অবিলম্বে চিকিৎসকের কাছে যেতে যেন ভুল না হয়।

চুলকানি হওয়ার কারণ “”””

  • বিভিন্ন ত্বকের ব্যাধি,
  • পরিবেশগত কারণ,
  • অ্যালার্জি,
  • ত্বকের সংক্রমণ
  • অন্যান্য শারীরিক অসুস্থতা

চুলকানি দূর করার সহজ উপায় জেনে নিন””””

১/ অ্যালোভেরা ত্বকের সকল সমস্যা নিরাময়ে অ্যালোভেরা বেশ কার্যকর। ত্বকের চুলকানি উপশমেও এ উদ্ভিদটি জাদুকরী ভূমিকা রাখতে পারে। কিছুনা জাস্ট অ্যালোভেরা থেকে তাজা জেল বের করে চুলকানির স্থানে প্রয়োগ করুন। কিছুক্ষন রাখুন,, শুকিয়ে গেলে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।।

২/ পর্যাপ্ত জল পান–চুলকানির চিকিৎসায় আপনার শরীরের ভেতরে দিক আগে বিবেচনায় রাখতে হবে। ‘প্রচুর জল পান করে হাইড্রেটেড থেকে আপনার ত্বককেও হাইড্রেটেড বা আর্দ্র রাখতে পারেন।’ ত্বক আর্দ্র থাকলে চুলকানির প্রবণতা কমে যাবে। ত্বক ড্রাই হবেনা।।

৩/ ত্বকের উপর আপনি টি ট্রি অয়েল লাগাতে পারেন। ২ ফোঁটা টি ট্রি অয়েল অল্প জলের সঙ্গে মিশিয়ে ত্বকের উপর লাগান। টি ট্রি অয়েলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।

৪/ ত্বকের উপর চুলকানি এড়াতে এই গরমে প্রতিদিন দু’বেলা স্নান করুন। ঠান্ডা জল ব্যবহার করুন। ক্ষারযুক্ত সাবান ব্যবহার করবেন না। সুতির ঢিলে জামাকাপড় পরুন।

৫/.তুলসীতুলসীতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি রয়েছে যা ত্বকের চুলকানি হ্রাস করে।

এক মুঠো তুলসী পাতা ভালো করে ধুয়ে নিন। পরে পাতাগুলি পেস্ট করে নিন। আর এক মুঠো নিম পাতা বেটে নিন,,,আক্রান্ত স্থানে পেস্টটি লাগিয়ে প্রায় ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের লালচেভাব, ফোলাভাব এবং চুলকানি দূর করতে দারুন কাজ করে।

আরোও পড়ুন,

Sunscreen Lotion For Body India – শীতের মরশুমে শরীরের জন্য বেস্ট সানস্ক্রিন লোশন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *