Homemade Hair Mask For Dry Hair : চুলের বৃদ্ধি এবং ঘনত্বের জন্য ঘরে তৈরি হেয়ার মাস্ক
Hair mask for dry hair at home – আমাদের মধ্যে অনেকেরই চুল রুক্ষ এবং শুষ্ক…তাই চুলের (Dry Hair) যত্নের জন্য নিয়মিত ভাবে হেয়ার মাস্ক (Hair Musk) ব্যবহার করা উচিত। বাজারচলিত কেমিক্যাল মিশ্রিত হেয়ার মাস্কের পরিবর্তে আপনি বাড়িতে বেশ সহজেই তৈরি করে নিতে পারবেন হেয়ার মাস্ক। ঘরোয়া চুলের মাস্কে আপনি আপনার চুলকে মেরামত এবং ক্ষতিগ্রস্ত চুলের বীজকোষ পুনরুজ্জীবিত করতে পারবেন। সর্বোপরি নিস্তেজ চুলের জন্য এই ঘরোয়া চুলের মাস্কে ১০০% জৈব এবং সম্পূর্ণ নিরাপদ। তাই ৪ টি কার্যকরী হেয়ার মাস্ক জানতে চোখ রাখুন –
Hair mask for dry frizzy hair
হেয়ার মাস্ক ব্যবহারের নিয়ম:
এক্ষেত্রে সাধারণ কিছু উপকরণ, যা আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহৃত হয়, সেগুলো প্রয়োজন। কম খরচে এবং অল্প সময়ে বানিয়ে নেওয়া যাবে এইসব ফেস মাস্ক। তারপর শ্যাম্পু করার আগে এই হেয়ার মাস্ক চুলে লাগিয়ে নিতে হবে ভালভাবে। মূলত চুলের লম্বা অংশে এই হেয়ার মাস্ক লাগানো উচিত। হেয়ার মাস্ক চুলে লাগিয়ে মিনিট ১৫-২০ রেখে তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে।
best hair masks for dry, damaged hair homemade
এবার দেখে নেওয়া যাক বাড়িতে কী কী উপকরণ দিয়ে হেয়ার মাস্ক তৈরি করা সম্ভব :
১.অ্যাভোকাডো এবং ডিম- অ্যাভোকাডোর মধ্যে রয়েছে হেলদি ফ্যাট এবং ভিটামিন যা চুলে পুষ্টি জোগায় এবং রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে। আর ডিম প্রাকৃতিক ভাবে চুলে ময়শ্চার বা আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। একটি পাকা অ্যাভোকাডো নিয়ে ভাল করে চামচ দিয়ে কুড়িয়ে শাঁস বের করে নিন। এর মধ্যে ডিমের সাদা অংশ মিশিয়ে তৈরি করুন একটি মিশ্রণ। স্নানের আগে এই মিশ্রণ হেয়ার মাস্ক হিসেবে চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে হাল্কা গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে।
রুক্ষ চুলের হেয়ার প্যাক
Homemade hair mask for soft and shiny hair
২. কলা এবং মধু- চুলের স্বাস্থ্যের জন্য বলা ভাল চুলের যত্নে কলা ও মধু দারুণ ভাবে কাজ করে ,, এই দুই উপকরণই চুলে পুষ্টি যোগান দেয় এবং ডগা ফাটার মতো সমস্যা দূর করে অল্প সময়ে। একটি পাকা কলা এবং দু’চামচ মধু নিয়ে ভাল করে মিশিয়ে বাড়িতেই তৈরি করে নিন হেয়ার প্যাক। স্নানের আগে এই মাস্ক লাগিয়ে মিনিট ২০ রেখে শ্যাম্পু করে হাল্কা গরম জল দিয়ে চুল ধুয়ে নিন।
Homemade hair mask for dry hair at home
৩. মেথি-কোকোনাট অয়েল হেয়ার মাস্ক
মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যা চুল স্থিতিস্থাপকতা উন্নত করে এবং চুলের ভাঙ্গন রোধ করে। দুই টেবিল চামচ মেথি বীজ
আধ কাপ টক দই
এক টেবিল চামচ নারকেল তেল
এই হেয়ার মাস্ক মাথার ত্বকে ও চুলের প্রান্তে প্রয়োগ করুন ও ৩০ মিনিটের মতো রেখে ধুয়ে ফেলুন।
হেয়ার মাস্ক ব্যবহারের নিয়ম
৪. ঘৃতকুমারী-কোকোনাট অয়েল হেয়ার মাস্ক
ঘৃতকুমারী রস (Aloe vera gel) অতিরিক্ত আদ্রতা আপনার চুলকে শুষ্ক করে দেয়। ঘৃতকুমারীর রস,
নারকেল তেল তিন টেবিল চামচ
ভালো করে মেশান। আপনার চুল ও মাথার ত্বকে লাগিয়ে নিন। গভীর ও দ্রুত মাথার ত্বকে প্রবেশ করার জন্য মাথায় একটি গরম তোয়ালে জড়িয়ে নিতে পারেন। ৩০ মিনিট বসতে দিয়ে মৃদু শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন।
Read More,
Tags – Hair Mask, Hair Growth, Hair Tips