Spread the love

Homemade Hair Mask For Hair Growth And Thickness: চুল পড়া রোধে হেয়ার প্যাক


রুক্ষ এবং শুষ্ক চুলে ও চুলের পড়া রোধে (Dry Hair) নিয়মিত ভাবে হেয়ার মাস্ক (Hair Mask) ব্যবহার করা উচিত। বাজারচলিত কেমিক্যাল মিশ্রিত হেয়ার মাস্কের পরিবর্তে আপনি বাড়িতে বেশ সহজেই তৈরি করে নিতে পারবেন হেয়ার মাস্ক। এতে চুল ও সুন্দর থাকবে।। কম খরচে এবং অল্প সময়ে বানিয়ে নেওয়া যাবে এইসব ফেস মাস্ক। তারপর শ্যাম্পু করার আগে এই হেয়ার মাস্ক চুলে লাগিয়ে নিতে হবে ভালভাবে। হেয়ার মাস্ক চুলে লাগিয়ে মিনিট ১৫-২০ রেখে তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে।


IMG_20230608_232133-1686246711601 Homemade Hair Mask For Hair Growth And Thickness - চুল পড়া রোধে হেয়ার প্যাক

Homemade Hair Mask For Hair Growth And Thickness In India

১/ কলা এবং নারকেল তেল– চুলের যত্নে নারকেল তেল যে দারুণ ভাবে কাজ করে ,,কলা এবং নারকেল তেল- এই দুই উপকরণই চুলে পুষ্টি যোগান দেয় এবং ডগা ফাটার মতো সমস্যা দূর করে অল্প সময়ে। একটি পাকা কলা এবং দু’চামচ মধু নিয়ে ভাল করে মিশিয়ে বাড়িতেই তৈরি করে নিন হেয়ার প্যাক। স্নানের আগে এই মাস্ক লাগিয়ে মিনিট ১০ রেখে শ্যাম্পু করে হাল্কা গরম জল দিয়ে চুল ধুয়ে নিন। চুল পড়া রোধে এই হেয়ার প্যাক লাগান।।

মেথির হেয়ার প্যাক

২/ ডিম এবং অলিভ অয়েল– ডিমের মধ্যে রয়েছে প্রোটিন। চুলের বৃদ্ধিতে সাহায্য করার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে ডিম। অলিভ হয়ে চুলকে ময়শ্চারাইজড রাখে। একই সঙ্গে চুলের গোড়া শক্ত করে। একটি ডিম ও এক চামচ অলিভ অয়েল মিশিয়ে তৈরি করে নিন হেয়ার মাস্ক। এই মিশ্রণ স্নানের আগে চুলে লাগিয়ে নিন।


হোমহেড হেয়ার প্যাক


৩/.ডিম এবং নারকেল তেল

নারকেল তেল যেমন আপনার চুলের জন্যে খুবই উপকারী, একইভাবে ডিমের গুণেও চুলে প্রোটিনের ঘাটতি দূর হয়। এক চামচ নারকেল তেল নিন, তার সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে দিন। ৩০ মিনিট অপেক্ষা করে শ্য়াম্পু করে ফেলুন। সপ্তাহে ১-২ দিন এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।


Homemade Hair Mask For Hair Growth And Thickness At Home


৪/ ​কলা পেঁপে ও মধু

আপনার চুল যদি শুষ্কতার সঙ্গে জেল্লা হারিয়ে ফেলে, তাই প্রোটিন সমৃদ্ধ কলা, পেঁপে এবং মধু দিয়ে তৈরি হেয়ার মাস্ক আপনার চুলকে উজ্জ্বল এবং মজবুত করতে পারে।এর জন্য একটি পাকা কলা নিন এবং মোটা করে ম্যাশ করুন।এতে ৪ কিউব পাকা পেঁপে যোগ করুন এবং পাল্প দিয়ে ম্যাশ করুন।

এতে ২ চামচ মধু যোগ করুন এরপর সারা চুল এবং মাথার ত্বকে লাগান। কিছুক্ষণ পর হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। চুল পড়া বন্ধ হবে।।


ডিমের হেয়ার প্যাক


IMG_20230608_232143-1686246711310 Homemade Hair Mask For Hair Growth And Thickness - চুল পড়া রোধে হেয়ার প্যাক

চুল লম্বা করার হেয়ার প্যাক


৫/ মেথি-কোকোনাট অয়েল হেয়ার মাস্ক

মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যা চুল স্থিতিস্থাপকতা উন্নত করে এবং চুলের ভাঙ্গন রোধ করে। এছাড়াও এতে ভিটামিন সি, লৌহ এবং লিকিথিন আছে যা চুলের বীজকোষগুলোতে পুষ্টি যোগায় ও শক্তিশালী করে।।


রুক্ষ চুলের হেয়ার প্যাক


দুই টেবিল চামচ মেথি বীজ

আধ কাপ টক দই


প্রণালী

এক কাপ জলে সারারাত মেথি ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে মেথি পিষুন। এতে নারকেল তেল ও টক দই যোগ করুন। এই হেয়ার মাস্ক মাথার ত্বকে ও চুলের প্রান্তে প্রয়োগ করুন ও ৩০ মিনিটের মতো রেখে ধুয়ে ফেলুন। দেখবেন চুল একদম সিল্কি হয়ে গেছে।।


Read More,

Is lemon Good For Hair: How To Apply Lemon On Hair



Tags – Hair Mask, Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *