Spread the love

How To Cure Dandruff Permanently – মাথার খুশকি ও চুলকানি দূর করার উপায়

How to remove dandruff in one day home remedies : ত্বকের পাশাপাশি চুলেরও সমস্যা দেখা দেয়। চুল এই সময়ে খুবই রুক্ষ ও শুষ্ক হয়ে থাকে। এছাড়াও, বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় স্ক্যাল্পও রুক্ষ এবং শুষ্ক হয়ে ওঠে। যাঁরা সারা বছরই প্রায় খুশকির সমস্যায় ভোগেন, তাঁদের জন্যে আজকের এই পোস্ট….


IMG_20230823_130800-1692776289411 How To Cure Dandruff Permanently - মাথার খুশকি ও চুলকানি দূর করার উপায়

How to remove dandruff in one wash

স্ক্যাল্প শুষ্ক হলে খুশকি বাড়তে পারে। যাঁদের ত্বকের ধরন শুষ্ক, তাঁদের এই সময়ে সমস্যা আরও বাড়ে। তাই স্ক্যাল্পে ও শরীরের অন্যান্য অংশে আর্দ্রতা বজায় রাখার চেষ্টা করুন।


স্ক্যাল্প অপরিষ্কার রয়েছে। খুশকির অন্যতম কারণ হতে পারে এটি। নিয়মিত শ্যাম্পু করে স্ক্যাল্প পরিষ্কার না রাখলে খুশকি বাড়বে।। এখন দেখে নিন এর সমাধান –

Permanent solution for dandruff at home

১/ নিমের মধ্যে আছে অ্যান্টি মাইক্রোবায়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা ড্যানড্রফ সারিয়ে তোলে। এর অ্যান্টি ফাঙ্গাল উপাদানও স্ক্যাল্প ভালো রাখে। খুশকি গোড়া থেকে নির্মূল করে। কয়টা নিম পাতা নিন। একটি পাত্রে ৪ টেবিল চামচ এলোভেরা জেল নিন। গ্রাইন্ডারে নিম পাতা ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এবার ওই দুই উপাদান ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তা আপনার স্ক্যাল্পে ও চুলের গোড়ায় খুব ভালো করে লাগিয়ে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।


How to remove dandruff quickly

২/ পাতি লেবু

খুশকির সমস্যায় পাতি লেবু ব্যবহার বেশ জনপ্রিয়। এর মধ্য়ে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি থাকে। এই উপাদান চুলের গোড়া খুশকি মুক্ত করে। তবে লেবুর রস কখনও সরাসরি চুলে ব্যবহার করবেন না। এর অ্যাসিডিক উপাদান আপনার চুলের ও স্ক্যাল্পের ক্ষতি করতে পারে। হেয়ার প্যাকে পাতিলেবু ব্যবহার করুন।

How to remove dandruff in one day home remedies

৩/ পেঁয়াজের রস: দুটো পেঁয়াজ ভাল করে বেটে ভিটামিন ই ক্যাপসুল এর রস ভাল করে লাগিয়ে মালিশ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এ ভাবে সপ্তাহে দু’বার মাথায় মাখলে খুশকির সমস্যায় দ্রুত উপকার পাওয়া যাবে। টকদই: খুশকি দূর করতে টকদই মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ভাল করে ধুয়ে ফেলুন।

চিরতরে খুশকি দূর করার উপায়

৪/ মেথি: মেথি সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে ভাল করে বেটে নিন। ছেঁকে নেয়া জল ফেলে দেবেন না। এবার বেটে নেয়া মেথি চুলের গোঁড়ায় মাথার ত্বকে ভাল করে লাগিয়ে নিন। মেথির সঙ্গে চাইলে দই ব্যবহার করতে পারেন।। ঘণ্টা খানেক রেখে চুল ভাল করে ধুয়ে ফেলুন। চুল ধোয়ার পর মেথি ভিজিয়ে রাখা জল দিয়ে আরও একবার চুল ধুয়ে নিন। এ ভাবে সপ্তাহে দু’বার মেথি-মালিশ করুন।


Read More,

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *