Spread the love

How To Do Hair Spa At Home: কিভাবে ঘরে বসে হেয়ার স্পা করবেন


দিনে দিনে তাপমাত্রা বাড়ছে । আর এর সঙ্গে চুলের যা অবস্থা হচ্ছে,, শুষ্ক রুক্ষ চুল পরে যাবার মত অবস্থা দেখা দিচ্ছে,, তাই এই মরশুমেই বিশেষ যত্নের প্রয়োজন চুলের। চুলের এই সময় প্রয়োজন বাড়তি যত্নের। চুলের যত্ন নিতে প্রয়োজন হেয়ার স্পা-এর। তবে হেয়ার স্পা এর নাম উঠলেই সকলে ভরসা রাখেন পার্লারের উপর। এক্ষেত্রে শুধুমাত্র তেল, শ্যাম্পু অথবা কন্ডিশনারই যথেষ্ট নয়। প্রয়োজন হয় বাড়তি যত্নের। এই বাড়তি যত্ন পেতেই প্রয়োজন হেয়ার স্পা। চুলের সমস্যার সমাধান তো হবেই, চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপাদানেই ধাপে ধাপে চুলের যত্ন নেওয়ার বিশেষ পদ্ধতি। হেয়ার স্পার মাধ্যমে চুলের যাবতীয় সমস্যার সমাধান সম্ভব। এতে চুল হয় ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল।


IMG_20230523_160026-1684837837221 How To Do Hair Spa At Home - কিভাবে ঘরে বসে হেয়ার স্পা করবেন

How To Do Hair Spa At Home with netural ingredients


প্রথম স্টেপঃ তেল মাখা

হেয়ার স্পার প্রথম স্টেপ অয়েল ম্যাসাজ। আপনি রোজ যে তেল ব্যবহার করেন সেটি ব্যবহার করুন।।


যেভাবে অ্যাপ্লাই করবেন –


• ১চামচ নারকেল তেল ও ১চামচ অলিভ তেল মেশান।

অলিভ তেল না থাকলে নারকেল তেলের সাথেই ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে লাগান। তেল স্ক্যাল্পে লাগানোর আগে একটু গরম করে নিন। স্ক্যাল্পে ভালো ভাবে ম্যাসোজ করে লাগান। পুরো চুলে ভালো করে তেল মাখুন।


২. দ্বিতীয় স্টেপঃ স্টিম

• তেল মাখার পরবর্তী ধাপ হল স্টিমিং। এতে রক্ত সঞ্চালন উন্নত হয়।স্টিম করার জন্য, প্রথমে একটি পাত্রে জল গরম করুন। তারপর তাতে পরিষ্কার তোয়ালে ভেজান। এবার এই গরম তোয়ালে মাথায় জড়িয়ে রাখুন কয়েক মিনিট।


How To Do Hair Spa At Home For dandruff

৩.তৃতীয়স্টেপঃ স্ক্যাল্প পরিষ্কার করে নিন

• যে তেলটা স্কাল্পে বসে আছে সেটা এবার পরিষ্কার করার পালা। সেই জন্য এবার শ্যাম্পু,,,মাইলড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। শ্যাম্পুর পর কন্ডিশনার লাগাবেন অবশ্যই। নয়তো চুল কিনতু রুক্ষ হয়ে যাবে।।


৪. চতুর্থ স্টেপঃ হেয়ার প্যাক

এবার চুলকে পুষ্টি দিতে পরের ধাপ হল হেয়ার প্যাক। বাইরে থেকে প্যাক কেনার দরকার নেই। বাড়িতেই বানিয়ে নিন।


প্রথম হেয়ার প্যাকঃ মধু ও দইের প্যাক

উপকরণ


• ২চামচ দই ও ১চামচ মধু

• দই ভালো করে ফেটিয়ে নিন। এরপর এতে মধু মেশান। ভালো করে সব মিশিয়ে, এটা পুরো চুলে ভালো করে লাগান। মিনিট ১৫রাখুন।

হেয়ার স্পা প্যাক


IMG_20230523_155947-1684837837771 How To Do Hair Spa At Home - কিভাবে ঘরে বসে হেয়ার স্পা করবেন

স্পা করার উপকারীতা

দ্বিতীয় হেয়ার প্যাকঃ


• হাফ কাপ মধু ও একটা ডিমের কুসুম।


• মধুতে ও ডিমের কুসুম মেশান। ভালো করে সব উপকরণগুলো মেশান। এবার এটা স্কাল্পসহ চুলে ভালো করে লাগান। মিনিট ১০ অপেক্ষা করুণ। যাদের চুল খুব রুক্ষ, তাদের জন্য এই প্যাক খুব ভালো।

চুল পরিষ্কার করে ফেলুন

উপরের প্রতিটা হেয়ার প্যাকই খুব ভালো। যেকোনো একটা লাগাতে পারেন। তবে অবশ্যই চুলের ধরন অনুযায়ী হেয়ার প্যাক ব্যবহার করবেন। এটা লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন।


• হালকা মাইলড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। তারপর কন্ডিশনার।


• তারপর মাথা মুছে নিন। এক্ষেত্রে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।


এর কি উপকারীতা পাবেন –


খুশকি দূর করতে

খুশকি দূর করতে এক চামচ অলিভ অয়েল, এক চামচ গ্লিসারিন এবং এক চা চামচ ভিনিগার ভাল করে মিশিয়ে নিন। হাতের আঙুলের সাহায্যে চুলের গোড়ায় ভাল করে মেখে নিন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।


IMG_20230523_155956-1684837837484 How To Do Hair Spa At Home - কিভাবে ঘরে বসে হেয়ার স্পা করবেন

হেয়ার স্পা কতদিন পর পর করতে হয়

রুক্ষ ও ক্ষতিগ্রস্ত চুলের জন্য

কোঁকড়ানো চুল খুব তাড়াতাড়ি রুক্ষ হয়ে পড়ে। এর জন্য একটি পাকা কলা, এক চামচ লেবুর রস দু’চামচ টক দই এবং দু’-তিন ফোঁটা ল্যাভেন্ডার তেল একসঙ্গে মিশিয়ে ভাল করে চুলে মেখে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না।


চুলে স্টিম নেওয়া হয়ে গেলে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। তবে চুল ধোয়ার সময় অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করবেন। কারণ গরম জল চুলের গোড়ার ক্ষতি করে।


Read More,

Aloe Vera Gel For Hair – চুলের যত্নে অ্যালোভেরা প্যাক



Tags – Hair Tips , Hair spa

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *