Spread the love

How To Dress For Office Work Female – মেয়েদের অফিসিয়াল ড্রেস


অনেক মেয়েরা বোঝে না অফিসে কি টাইপ এর ড্রেস পড়তে হয়,, অনেকেই এমন পোশাক পরে আসেন যা অফিসের পরিবেশ নষ্ট করে দেয়,, অফিসের পোশাক নির্বাচনের ক্ষেত্রে নিজের ব্যাক্তিত্ত্বের সাথে মিল রেখে প্রতিষ্ঠানের ধরন, প্রচলিত সংস্কৃতি ও অবস্থান বুঝেই পোশাক সিলেক্ট করবেন।অফিসে কিভাবে ক্যাজুয়াল থেকে পরিপাটি থাকবেন তার কিছু বিষয় নিয়ে আজ লিখবো-


photogrid.collagemaker.photocollage.squarefit_2023721124734215-1689923863516 How To Dress For Office Work Female - মেয়েদের অফিসিয়াল ড্রেস

How To Dress For Office Work Female Indian

যে যে বিষয় গুলো মাথায় রাখবেন তা হলোঃ


১) পোশাক নির্বাচনের সময় হাল্কা রঙের মার্জিত পোশাক বেঁছে নিন। কেননা খুব বেশি কড়া রঙের পোশাক অফিসে দৃষ্টিকটু দেখায়। যে পোশাকই পরুন না কেন তা যেন অফিসের সঙ্গে মানানসই ও শালীন হয় সে বিষয়ে লক্ষ্য রাখুন। দেখতে স্মার্ট লাগবে।।


২) সাধারণত অফিসে ফরমাল শার্ট পরাই বেশি ভালো। তবে সব সময় ই শার্ট পরতে হবে এমন কোনো কথা নেই। কেউ টি শার্ট পরে অফিসে আসতে চাইলে অবশ্যই কলার যুক্ত টি শার্ট পরুন।

৩) সিল্ক টপ ও কোমরযুক্ত ট্রাউজার্স:নিশ্চয়ই ভাবছেন যে অফিসে সিল্কের টপটি দেখতে কেমন হবে ৷ কিন্তু যদি যে রঙটি যত্ন সহকারে চয়ন করলে এটি দুর্দান্ত দেখাবে ।


How To Dress For Office Work ledies

৪) জাম্পস্যুট:এখানে আপনাকে মনে রাখতে হবে যে খুব বেশি ফাঙ্কি, লাউড কালার না করে প্লেইন কালার বেছে নিন । ঋতু ভেদে প্রিন্ট নিয়ে একটু পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে । এর সঙ্গে ছোট কানের দুল পড়তে পারেন ৷ যদি হাই হিল পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে সেগুলি পরুন ৷

৫) মিডি স্কার্ট এবং টপ বা শার্ট:অফিসে স্টাইলিশ লুকের জন্য মিডি স্কার্টও আপনার পোশাকের অন্তর্ভুক্ত হতে পারে । একটি শার্টের সঙ্গে হাঁটু দৈর্ঘ্যের স্কার্ট জুড়ুন । এই লুকের সঙ্গে হিল বা বেলি ভালো যাবে ।


How to dress up for office daily

৬) জিন্স এবং ব্লেজার: অফিসে পরার সময় মনে রাখবেন ছিঁড়ে যাওয়া জিন্স বা উজ্জ্বল রঙের ব্লেজার পরবেন না । এই লুকের সঙ্গে আপনি হিল ক্যারি করতে পারেন ।।

৭) Maxi Dress

গরমকালে পরার জন্য একেবারে আদর্শ পোশাক ম্যাক্সি ড্রেস। সামার-ফ্রেন্ডলবি ফ্যাব্রিক অর্থাৎ সুতির কাপড়ে নানানরকম সুদিং ডিজাইন বিশেষ করে ফ্লোরাল ডিজাইন আপনার মন ছুঁয়ে যাবে। এই ড্রেসটি একটি উষ্ণ গ্রীষ্মের দিনে আপনাকে দেবে আরাম।

৮) ইজিপশিয়ান সুতির হালকা মাইল্ড রঙের শার্ট, টপস ও কুর্তি বেশি আরামদায়ক।

পকেট দিয়ে কুর্তাও বেশ চলছে। অফিসের জন্য মেয়েরা এখন এমন পোশাকই চান, যাতে ফ্যাশন ও আরাম দুটোই পাওয়া যায়।

How to dress professionally female

মনে রাখবেন:

আওয়াজ হয় এমন কোনো অলংকার পরে মেয়েদের অফিসে আসা ঠিক নয়। কেননা অলংকারের শব্দে অন্যদের কাজের মনোযোগ নষ্ট হতে পারে।


কখন ও অফিসে খুব বেশি সেজে যাবেন না। যেভাবে আপনাকে খুব কনফিডেণ্ট দেখায় সেভাবেই যান । খুব বেশি মেকআপ ও অনেক ঝকমকে জামাকাপড় অফিসের জন্য উপযুক্ত নয়। আবার তার মানে এই নয় যে কোন রকম অফিসে চলে যাবেন।


Read More,

Tags – Fashion Tips, Dress

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *