Spread the love

How To Eat Curry Leaves For Hair Growth|| চুলের যত্নে কারি পাতার উপকারীতা


চুল পড়ে যাচ্ছে? খুস্কির সমস্যায় ভুগছেন? । এক দিকে ধুলো-ময়লা, জলে আয়রনের আধিক্য, অন্য দিকে জেল, স্ট্রেটনার, কেমিক্যালের কারিগরিতে চুলের হাল দফা-রফা। এর জন্য আপনারা একবার হলেও কারি পাতা ব্যাবহার করুণ, কারি পাতার মধ্যে থাকা প্রোটিন ও বিটা-ক্যারোটিন চুল পড়া রুখতে সাহায্য করে। প্রচুর পরিমাণে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট তালুর আর্দ্রতা বজায় রাখে, খুস্কির হাত থেকে রক্ষা করে। এছাড়াও এতে আছে অ্যামাইনো অ্যাসিড যা ফলিকল মজবুত ও হেলদি করে।


IMG_20230809_130421-1691566471841 How to eat curry leaves for hair growth || চুলের যত্নে কারি পাতার উপকারীতা

How many curry leaves to eat per day for hair growth


✓ নারকেল তেলের মধ্যে কারি পাতা দিয়ে ফোটাতে থাকুন এই মিশ্রণ চুলের গোড়ায় ভাল করে মসাজ করুন। এক ঘণ্টা রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই মিশ্রণ মাথায় লাগান। চুল তাড়াতাড়ি বাড়বে।

Eating curry leaves for hair growth reviews

✓হেয়ার মাস্ক- কয়েকটা কারি পাতা বেটে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট মাথার তালুতে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট রাখুন। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন কারি পাতার মাস্ক লাগালে চুল বাড়বে, স্মুদ হবে, ঘন লাগবে দেখতে।


Curry leaves for hair blackening


✓দই একটি স্বাভাবিক আর্দ্র স্ক্যাল্প ক্লিনজার। এটি মৃত কোষ সরিয়ে দেয় এবং এবং খুস্কি দূর করে। দইয়ের সঙ্গে কারিপাতা মেশালে আরও ভাল কাজ হয়।


কারি পাতা ব্যবহার করে কীভাবে চুল লম্বা করা যায়


✓চুলের বৃদ্ধিতে সাহায্য করে-


একমুঠো কারি পাতা নিয়ে বেটে নিন। এবার একটা অর্ধেক পেঁয়াজ নিয়েও বেটে নিন। পেঁয়াজের রসের সঙ্গে কারি পাতা বাটা মিশিয়ে চুলে লাগান। এটা আপনাকে চুলে এক ঘণ্টা রেখে দিতে হবে। এরপর শ্যাম্পু করে নেবেন। এই হেয়ার মাস্ক চুলের ফলিকলকে মজবুত করতে সাহায্য করে। এতেও চুল পড়া বন্ধ হবে।


How to make curry leaves oil for hair growth


✓প্রাকৃতিক জেল্লা বাড়ায়-

কারি পাতার মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে। চুলের প্রাকৃতিক জেল্লা বাড়ানোর জন্য আপনি নারকেল তেলের সঙ্গে কারি পাতা ফুটিয়ে নিয়ে মাখতে পারেন। নিয়মিত ব্যবহার করলে চুলের কোনও সমস্যাই আর আপনার ধারের কাছে ঘেঁষবে না।


কারি পাতার ব্যবহার


এছাড়াও…..

রান্নায় কারি পাতা দিলে খাবারের স্বাদ বদলে যায়। দক্ষিণী খাবারে সবচেয়ে বেশি কারি পাতা ব্যবহার করা হয়। খাবারের পাশাপাশি চুলের যত্ন নিতেও দক্ষিণের মহিলারা কারি পাতার তেল, হেয়ার মাস্ক ইত্যাদি ব্যবহার করেন। কারি পাতার মধ্যে এমন অনেক পুষ্টি রয়েছে যা স্ক্যাল্প ও চুলের খেয়াল রাখে। এটি চুলের বৃদ্ধি ঘটায় এবং চুলের টেক্সচার উন্নত করে। নিয়মিত চুলে কারি পাতা ব্যবহার করলে চুলের উজ্জ্বলতাও বাড়বে।কারি পাতা অনেকেই রান্নায় ব্যবহার করেন।


কারি পাতার বড়ার রেসিপি:

২ চামচ বেসন সামান্য কালোজিরা, হলুদ লবণ দিয়ে একটি ঘনও মিশ্রণ তৈরী করুণ, এরপর কয়েকটি পাতা একসঙ্গে নিয়ে মিশ্রনটি মেখে গরম তেলে ডুবিয়ে ভাজুন,, গরম গরম ভাত দিয়ে এই বড়া দারুন লাগে খেতে।।


Read More,

Benefits of lettuce || লেটুস পাতা খাওয়ার উপকারিতা


Tags – Hair Tips, Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *