Spread the love

How To Moisturize Dry Hair: রুক্ষ চুলের যত্ন


How To Moisturize Hair Neutrally At Home –

চুল ভালো রাখার জন্য নিয়মিত চুলের যত্ন নিতে হবে।। নাহলে বিভিন্ন কারণেই চুল খারাপ হতে থাকবে….অনেকের ক্ষেত্রেই চুল দিনের পর দিন রুক্ষ হয়ে যায়…..আর এর মধ্য়ে যদি আপনি সঠিক যত্ন নিতে না পারেন, তাহলে তার বারোটা বাজতে খুব বেশি সময় তো লাগবে না। রুক্ষ, শুষ্ক (Dry Hair) ভাব দূর করার জন্য প্রতিদিন চুলের পরিচর্যা (Hair Care Tips) করার সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।


IMG_20230825_131811-1692949700025 How To Moisturize Dry Hair : রুক্ষ চুলের যত্ন

Home remedies for dry and frizzy hair


ফ্রিজি হেয়ার বা চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর করার জন্য কী কী করবেন দেখুন এক নজরে…..


১. অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না- সপ্তাহে দুদিন শ্যাম্পু করুন। আবার একগাদা শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করবেন না। শ্যাম্পু অল্প পরিমাণে নিন। ঠান্ডা জল মেশালেও চলবে। কোনওভাবেই সরাসরি শ্যাম্পু চুলে লাগাবেন না।


How to moisturize hair naturally at home


২.কন্ডিশনার এবং সিরাম ব্যবহার করা প্রয়োজন- যাঁদের চুল খুব রুক্ষ এবং শুষ্ক, তাঁরা শ্যাম্পু করার আগে তেল ম্যাসাজ করুন। আর শ্যাম্পুর পরে অবশ্যই ব্যবহার করুন কন্ডিশনার এবং হেয়ার সিরাম। এর ফলে চুল ভাল থাকে।

How to moisturize dry hair home remedies

৩. তেল মাখতে হবে যেভাবে(Hair Care)

তেল মাখতে হবে যেভাবে(Hair Care)

সপ্তাহে যতদিন শ্যাম্পু করছেন, ঠিক ততদিন তেল মাখার চেষ্টাও করুন। এটা প্রয়োজন। শ্যাম্পু করার অন্তত ১ ঘণ্টা আগে মাথায় তেল মেখে নিন। হাতের তালুতে পরিমাণ মতো তেল নিয়ে স্ক্যাল্পে তেল লাগিয়ে নিন। ভালো করে মাসাজ করুন।

How to moisturize dry hair naturally at home

৪. হেয়ার মাস্ক ব্যবহার করুন- রুক্ষ, শুষ্ক চুলের সমস্যা দূর করতে কন্ডিশনার এবং হেয়ার সিরাম ছাড়াও চুলে ব্যবহার করা প্রয়োজন হেয়ার মাস্ক। সপ্তাহে অন্তত দু’দিন হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। হেয়ার মাস্ক ব্যবহার করলে আপনার চুল নরম, মোলায়েম থাকবে। এর পাশাপাশি চুলের উজ্জ্বলতাও বাড়বে।


রুক্ষ চুল মসৃণ করার উপায়


৫. খেয়াল রাখতে হবে এদিকেও

চুলের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের লাইফস্টাইলের দিকেও নজর দিতে হবে। পুষ্টির ঘাটতি পূরণ করার জন্যে স্বাস্থ্যকর ডায়েট মেনে চলা প্রয়োজন। তাই সেদিকে খেয়াল রাখুন আপনিও। পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাবার খান। পাতে রাখুন ভিটামিন সি জাতীয় খাবার।।


Read More,

Papaya Face Pack For Glowing Skin : পাকা পেঁপে মুখে মাখলে কি হয়



Tags – Hair Tips, Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *