How To Cure dandruff permanently: খুশকির সমস্যা যেনো পিছন ছারে না,, গরম– শিত সকল ঋতু তেই সারাবছর ধরেই ভুগতে হয় অনেককে। ত্বকের রুক্ষতা আর ছত্রাকের প্রভাবে চুলে খুশকি হয়।
(Dandruff treatment at home)
খুশকি কীভাবে দূর করবেন? রইলো ৫ টিপস্
খুশকির কারণ: ✓ খুশকি হওয়ার বিভিন্ন কারণ মাথার লোমকূপে ময়লা জমে এবং ছত্রাকের প্রভাবে সাধারণত খুশকি হয়ে থাকে।
✓ বাতাসে আবহাওয়ায় আর্দ্রতা কমে যাওয়ার ফলে মাথার ত্বকও শুষ্ক হয়ে যাওয়ার কারণে খুশকি বেশী হয়ে থাকে।
✓ সপ্তাহে দুদিন অন্তত শ্যাম্পু না করা হয় তাহলে মাথার ত্বক অপরিষ্কার থাকে। এর ফলেও মাথায় খুশকির উৎপত্তি হতে পারে।
চিরতরে খুশকি দূর করার উপায়
✓ চুল যথেষ্ট পরিমাণে না আঁচড়ালেও খুশকি হতে পারে। যদি চুল কম আঁচড়ানো হয় তাহলে মাথার ত্বকের চামড়ার ঝরে যাওয়ার প্রবণতা অনেক কমে যায়। ফলে মাথায় খুশকির সৃষ্টি হয়।
এর থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়….
** চুলে সপ্তাহে একদিন নারিকেল তেল ব্যবহার করুন, যা চুলকে করে তুলে খুশকিমুক্ত। নারিকেল তেল হালকা গরম করে, এর সঙ্গে এলোভেরা জেল মিশিয়ে ভালো করে সম্পূর্ণ চুলে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।
চুল পড়া ও খুশকি দূর করার উপায়
** লেবুর রস খুশকি রোধে বেশ উপকারী। নারিকেল তেলে লেবুর রস মিশিয়ে মাথার তালুতে ঘষে ঘষে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
** বাদাম তেল ও ভিটামিন ই ক্যাপসুল: দুটো উপাদান ভালো করে মিশিয়ে মাথায় মাখুন। সকালে উঠে ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে দুই সপ্তাহ ব্যবহারেই মিলবে খুশকি সমস্যার সমাধান।
এলোভেরা দিয়ে খুশকি দূর করার উপায়
** অ্যালোভেরা বা ঘৃতকুমারী: খুশকি সমস্যার কারণে অনেক সময় মাথায় চুলকানি হতে দেখা যায়। এমনটি হলে মাথায় অ্যালোভেরা মেখে পেতে পারেন আরাম। এটি খুশকি কমানোর সমস্যা দূর করবে।
** পেঁয়াজের রস: খুশকি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে। একটি পেঁয়াজ থেঁতো করে রস চুলের গোড়ায় লাগান। কয়েক মিনিট ম্যাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন।
আরোও পড়ুন,
গরমে মাথার স্ক্যাল্প পরিষ্কার রাখার উপায়||How To Keep Scalp Clean In Summer