Spread the love

কোঁকড়া চুলের বেড সাইডও আছে আবার গুড সাইড ও আছে। আবার দেখা গেলে কোঁকড়া চুলের সৌন্দর্য সত্যিই অন্যরকম। কিন্তু এই চুল ফ্রিজি হয়ে যায় সহজেই। অল্প ধুলো বালিতে জট পাকিয়ে যায়….তাই এই চুল বিশেষ উপায়ে যত্ন নিন… কোঁকড়ানো চুল দেখতে যতটা সুন্দর, সামলানো ঠিক ততটাই মুশকিল! এই চুল খুব সহজেই উসকো-খুসকো হয়ে যায়। তাই বাড়িতে কীভাবে চুলের যত্ন নিবেন সেটি দেখে নিন….

IMG_20240420_195100 Curly Hair Care Routine||কোকরা চুলের যত্ন

ঘরেই যেভাবে কোকড়া চুলের যত্ন নিবেন

✓ চুলের ধরন অনুযায়ী উপযুক্ত শ্যাম্পু নির্বাচন করতে হবে। লরিয়াল কিংবা ট্রেসমি শ্যাম্পু ইউজ করতে পারেন। এতে চুল সিল্কি হবে। ও মাথার ত্বক খুব ভাল ভাবে ঘষতে হবে যাতে চুলে ময়লা, ধুলোবালি, অতিরিক্ত তেল এবং মৃত কোষ না জমে থাকে।

✓ চুল কোকড়া বা সিল্কি হোক চুলের ক্ষেত্রে কন্ডিশনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্ডিশনার চুলের কোষ রক্ষা করার পাশাপাশি, পরিবেশগত ক্ষতির হাত থেকেও সুরক্ষিত রাখতে সাহায্য করে।

ছেলেদের কোকড়া চুলের যত্ন

নিয়মিত ট্রিমিং করুন: স্বাস্থ্যকর চুলের প্রয়োজন নিয়মিত ট্রিমিং। তাই চুলের সৌন্দর্য ও টেক্সচার ধরে রাখার জন্যে ১ মাস অন্তর চুল ট্রিম করতে ভুলবেন না.

✓ কোঁকড়া চুলে হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুল আরোও শুষ্ক হয়ে যায়। তাই এটি থেকে বিরত থাকুন। যেসব চুল স্টাইল করার পণ্যে অ্যালকোহল থাকে সেগুলো ব্যবহার থেকে বিরত থাকুন কারণ এগুলো চুল শুষ্ক করে তোলে।

কোকড়া চুলের শ্যাম্পুর নাম

IMG_20240420_195122-edited Curly Hair Care Routine||কোকরা চুলের যত্ন

✓ কোঁকড়ানো চুল ব্রাশ করবেন না। শ্যাম্পু করার আগে বড় দাঁতের চিরুনি দিয়ে ভাল করে চুল আঁচড়ে নিন। চুল ধোওয়ার পরে সিরাম ব্যবহার করতে ভুলবেন না।

কোঁকড়া চুল প্রাকৃতিকভাবে নরম করার উপায়

কার্ল জেল লাগান: আপনার কোঁকড়া চুলের টেক্সচার ধরে রাখার জন্যে কার্ল জেল লাগাতে ভুলবেন না। আপনি অ্যালোভেরা জেল ও ভিটামিন ই নির্যাস মিশিয়ে চুলে লাগিয়ে নিতে পারেন।

সিরাম অ্যাপ্লাই: অবশ্যই আপনি যতবার শ্যাম্পু করবেন ঠিক তার কিছুক্ষণ পর ভেজা চুল অবস্থাতেই আপনি সিরাম ব্যবহার করবেন আপনি যদি সিরাম না ব্যবহার করেন তাহলে আপনার চুলের অবস্থা বারোটা বেজে যাবে, চুল আরো শুষ্ক হয়ে ফুলে থাকবে।

আরোও পড়ুন,

গরমে খুশকির সমস্যায় ভুগছেন? দূর করার ৫ উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *