Spread the love

Castor oil for hair benefits : লম্বা, ঘন, কালো চুল সকলের প্রিয়…. কিন্তু খুব কম মানুষেরই এই স্বপ্নটা সত্যি হয়…. তবে আপনি ক্যাস্টর অয়েল দিয়ে ঘন ও ঝলমলে চুল পেতে পারেন।। কারণ সবচেয়ে বেশি কার্যকর ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল উদ্ভিজ্জ তেল। এই তেলের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য পুষ্টি স্বাস্থ্যকর চুল গঠনে সাহায্য করে। চুলে নিয়মিত ক্যাস্টর অয়েল দিলে পেতে পারেন হাজারো উপকারিতা। আপনি নিজেই জেনে নিন……

  • Castor Oil for Hair Growth
  • লম্বা ঘন- মজবুত চুল পেতে ব্যবহার করুন ক্যাস্টার অয়েল
  • কোন ক্যাস্টর অয়েল ভালো

১/ ক্যাস্টর অয়েলে রয়েছে রিসিনোলিক অ্যাসিড যা মাথার ত্বকের পিএইচই স্তরের ভারসাম্য বজায় রাখতে এবং প্রাকৃতিক তেল ধরে রাখতে সাহায্য করে। ক্যাস্টর অয়েলের এমন অনেক গুণ রয়েছে যা চুলকে স্বাস্থ্যকর করার পাশাপাশি খুশকি, চুল ফাটা এবং মাথার ত্বকের সংক্রমণের মতো অনেক সমস্যাও দূর করে।

২/ চুল ঘন ও লম্বা করেএই তেল নিয়মিত মালিশ করলে চুল দ্রুত বৃদ্ধি পায় না বরং মজবুতও হয়। এটি মানসিক চাপও দূর করে। আপনার পছন্দের তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। দেখুন কতোটা আরাম পাবেন।।

৩/ মাথার ত্বকের সংক্রমণ থেকে মুক্তি পেতে চান???তাহলে ক্যাস্টর অয়েলের অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলি এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে আপনাকে সহায়তা করতে পারে। নারকেল তেলে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল যোগ করে সপ্তাহে দু’বার মাথার ত্বক এবং চুল ম্যাসাজ করুন।১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।।

৪/ ক্যাস্টর অয়েলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল গুণ রয়েছে। এটি আপনার স্ক্যাল্পের প্রদাহ নিয়ন্ত্রণে রাখে। ফলে, খুশকিও কমবে।

৫/ চুল ভেঙে যাওয়াআপনার যদি শুষ্ক, দুর্বল এবং বিভক্ত চুল থাকে, তবে ক্যাস্টর অয়েল আপনাকে তা থেকে মুক্তি পেতে পারেন। এটি মাথার ত্বকের গভীরে গিয়ে শুষ্ক চুলের ফলিকলকে নরম করে।

৬/ আধা কাপ অ্যালোভেরা জেল, ১ চা চামচ ক্যাস্টর অয়েল, ২ চা চামচ মেথি গুঁড়ো একসঙ্গে পেস্ট বানিয়ে নিন। চুলের গোড়ায় লাগান এটি। ১ ঘণ্টা রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। দেখবেন চুলের গোড়া কতোটা শক্ত হয়ে গেছে।।

৭/ ক্যাস্টর অয়েল ও নারকেল তেলপরিমাণ মতো নারকেল তেল গরম করে নিন। তার সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মেশান। এই তেল আপনার স্ক্যাল্পে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট মালিশ করুন। ৩০ মিনিট পরে চুল ধুয়ে নিন।

৮/ চুল যত বেশি রুক্ষ ও শুষ্ক হবে, চুলের সমস্যাও বাড়বে। গোড়া আলগা হয়ে যাবে এবং সহজেই চুল উঠে যাবে। পাশাপাশি চুলের ডগা ভেঙে যাবে এবং দু’মুখো চুলের সমস্যা বাড়বে। এক্ষেত্রে ক্যাস্টর অয়েল দারুণ উপকারী।

আরোও পড়ুন,

How To Make Flaxseed Gel For Hair Growth: চুলের যত্নে তিসির ব্যবহার, চুলের যত্নে তিসির তেল

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *