Spread the love

How To Use Curry Leaves For Hair Growth – চুলের যত্নে কারি পাতার উপকারীতা


কারি পাতার মধ্যে অনেক ধরনের পুষ্টি রয়েছে,, যা স্ক্যাল্প ও চুলের খেয়াল রাখে। এটি চুলের বৃদ্ধি ঘটায় এবং চুলের টেক্সচার উন্নত করে।। কারিপাতা ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রনের মতো উপাদান সমৃদ্ধ থাকে,, এছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও এ।


IMG_20230717_114407-1689574459811 How To Use Curry Leaves For Hair Growth - চুলের যত্নে কারি পাতার উপকারীতা

How to make curry leaves oil for hair growth

রান্নায় কারি পাতা দিলে খাবারের স্বাদ বদলে যায়। এটা তো সকলের প্রায় জানা,,দক্ষিণী খাবারে সবচেয়ে বেশি কারি পাতা ব্যবহার করা হয়। খাবারের পাশাপাশি চুলের যত্ন নিতেও কারি পাতার তেল, হেয়ার মাস্ক ইত্যাদি ব্যবহার করা যায়। এতে নিয়মিত চুলে কারি পাতা ব্যবহার করলে চুলের উজ্জ্বলতাও বাড়বে।


কারি পাতা ব্যবহার করে কিভাবে চুল লম্বা করা যায়

১. চুল পড়া রোধ করে-


এই গরমে সবচেয়ে বেশি মহিলারা চুল পড়ার সমস্যায় ভোগেন। এ অবস্থায় কারি পাতার হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। আমলকি, মেথি ও কারি পাতা একসঙ্গে নিয়ে বেটে নিন। ওই মিশ্রণটি চুল ও স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট রাখার পর শ্যাম্পু করে নিন। আমলকি ও মেথি দুটোই চুলের স্বাস্থ্যের জন্য উপযোগী। সপ্তাহে একবার করে এই হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল পড়ার সমস্যা কমে যাবে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।


Curry leaves for hair growth reviews


২. খুশকি দূর করে-

কারি পাতায় অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। এগুলো খুশকির সমস্যা দূর করতে উপযোগী। এক মুঠো কারি পাতা নিয়ে বেটে নিন। এবার ওই কারি পাতা বাটা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিন। এবার এই তেল দিয়ে স্ক্যাল্পে হালকা হাতে মালিশ করুন। এটি চুলের জন্য খুব উপকারী। আপনি এই তেলটি নিয়মিত ব্যবহার করতে পারেন।


Curry leaves paste for hair


৩. চুলের বৃদ্ধিতে সাহায্য করে-

একমুঠো কারি পাতা নিয়ে বেটে নিন। এবার একটা অর্ধেক পেঁয়াজ নিয়েও বেটে নিন। পেঁয়াজের রসের সঙ্গে কারি পাতা বাটা মিশিয়ে চুলে লাগান। এটা আপনাকে চুলে এক ঘণ্টা রেখে দিতে হবে। এরপর শ্যাম্পু করে নেবেন। পেঁয়াজের রস চুলকে পুষ্টি জোগাবে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করবে।


How many curry leaves to eat per day for hair growth


IMG_20230717_114350-1689574460210 How To Use Curry Leaves For Hair Growth - চুলের যত্নে কারি পাতার উপকারীতা

Eating curry leaves for hair growth

৪. জেল্লা বাড়ায়-

কারি পাতার মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে। চুলের প্রাকৃতিক জেল্লা বাড়ানোর জন্য বেস্ট আপনি কারি পাতার তেল বানিয়ে রাখতে পারেন। এটি আপনি যখন-তখন ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহার করলে চুলের কোনও সমস্যাই হবে না।।


কারি পাতা খাওয়ার নিয়ম


৫. দই ও কারিপাতা মিশিয়ে একটি দুর্দান্ত হেয়ার মাস্ক তৈরি করা যায়। এটি নিয়মিত ব্যবহার করলে চুল পড়ার সমস্যা অনেকটাই কমে যায়। কারিপাতায় থাকা আয়রন ও প্রোটিন চুলকে মজবুত করতে সাহায্য করে। গোড়া থেকে মজবুত হওয়ায় চুল সহজে পড়ে যায় না‌। ফলে চুল পাতলা হওয়ার সমস্যা এড়ানো যায়।


আরোও পড়ুন,

Tags – Hair Tips, Hair Care, Hair Growth Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *