Spread the love

হাইড্রা ফেসিয়াল’- হাইড্রা ফেসিয়ালের কথা অনেকেই জানেন না,,, আমাদের ত্বকের জন্য কতটা জরুরি, কীভাবে এই ফেসিয়াল করা হয়, কী কী উপকার পাবেন, চলুন জেনে নেওয়া যাক।ত্বকের আর্দ্র ভাব বা ময়শ্চারাইজার কমে গেলে ত্বক ফাটতে শুরু করে,,দেখতে ভীষণ রুক্ষ, শুষ্ক, উজ্জ্বল হীনলাগে। ত্বক মারাত্মক খারাপ হয়ে যায়,,হাইড্রা ফেসিয়াল হল একটি নন-ইনভেসিভ স্কিন ট্রিটমেন্ট যা ত্বক পরিষ্কার, নিষ্কাশন এবং হাইড্রেট করতে পেটেন্ট ডিভাইস ব্যবহার করে।

IMG_20240320_221055-1710952903457-edited Hydra Facial Benefits: ত্বকের যত্নে হাইড্রা ফেসিয়ালের উপকারীতা

ত্বকের রূপচর্চায় হাইড্রা ফেসিয়ালের উপকারীতা

হাইড্রা ফেসিয়াল ট্রিটমেন্টে সাধারণত বিভিন্ন ধরণের পদক্ষেপের অন্তর্ভুক্ত থাকে যা ত্বকের বিভিন্ন উদ্বেগকে মোকাবেলা করার জন্য ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে ছিদ্র থেকে ময়লা এবং ধ্বংসাবশেষকে এক্সফোলিয়েট এবং আলগা করতে একটি মৃদু অ্যাসিডের খোসা ত্বকে প্রয়োগ করা হয়।

হাইড্রা ফেসিয়ালের আর একটি বিশেষ সুবিধা হচ্ছে, এটি ত্বকে ভিটামিন, প্রয়োজনীয় আন্টি অক্সিডেন্টের সঞ্চার করে ত্বককে ময়েশ্চার করে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ত্বক থেকে বয়সের ছাপ দূর করে।

ত্বকের যত্নে হাইড্রা ফেসিয়াল

হাইড্রা ফেসিয়ালের উপকারিতা —

১) ব্রণের প্রবণতা কমাতে এই ফেসিয়ালের জুড়ি নেই। এটি মূলত ত্বককে হাইড্রেট করে। অর্থাৎ, শুষ্ক ভাব দূর করে ত্বকে প্রাণ ফিরিয়ে দেয়।

২) হাইড্রা ফেসিয়াল ত্বকের গভীরে জমে থাকা ময়লা সরিয়ে ফেলে ।

৩) ত্বক যত আর্দ্র থাকবে ততই দেখতে ভাল লাগবে। ত্বকের জেল্লা বাড়বে।

হাইড্রা ফেসিয়াল কতদিন পর পর করতে হয়

IMG_20240320_221118-1710952903053-edited Hydra Facial Benefits: ত্বকের যত্নে হাইড্রা ফেসিয়ালের উপকারীতা

৪) তবে শুধু ফেসিয়াল করলেই হবে না, পরিমিত জল খাওয়াও কিন্তু প্রয়োজন।

৫) এই ফেসিয়ালের মূল লক্ষ্য হল ত্বকের একদম গভীর স্তর পর্যন্ত আর্দ্রতা পৌঁছে দেওয়া যাতে ত্বক ময়শ্চারাইজড থাকে।

হাইড্রা ফেসিয়াল কি

৬) স্কিন গ্লো অর্থাৎ ত্বকের জেল্লা বাড়ানোর জন্য গ্লো বুস্ট ভিটামিন সি হাইড্রা ফেসিয়াল, কেউ একটু স্কিন টোন আপ করতে চাইলে তার জন্য রয়েছে হোয়াইটনিং হাইড্রা ফেসিয়াল, এছাড়াও রয়েছে অ্যান্টি-ট্যান হাইড্রা ফেসিয়াল।

৭) ত্বকের একদম গভীর স্তরে হাইড্রা ফেসিয়াল মেশিনের সাহায্যে সিরাম পৌঁছে দেওয়া হয় এই পদ্ধতির সাহায্যে।

আরোও পড়ুন,

Alia Bhatt Beauty Secrets|আলিয়ার মতো গ্রীষ্মের ঋতুতে ত্বকের নিন এই উপায়ে

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *