Lakshmi Puja 2023: দূর্গা পূজা শেষ না হতেই আবার এ সপ্তাহে কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে । এই পূর্ণিমা তিথিটি কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত।
Table of Contents
পঞ্জিকা অনুযায়ী আগামী ২৮ অক্টোবর ( শনিবার )কোজাগরী লক্ষ্মী পুজো হবে। তবে এ দিন চন্দ্র গ্রহণ থাকায় এর সময় নিয়ে অনেকের মনে বিভ্রান্তি রয়েছে। কারণ এই দিনই চন্দ্র গ্রহণ লাগছে। যার ফলে কখন লক্ষ্মী পুজো করা উচিত, তার সময় নিয়ে বিভ্রান্তি থেকে যাচ্ছে। আপনাদের সুবিধার্থে এ বছর এই লক্ষ্মী পুজো কখন করবেন, তা বিস্তারিত জানানো হল এখানে ……
(কোজাগরী লক্ষ্মী পূজা 2023 তারিখ ও সময় | Kojagari Lakshmi Puja 2023 Date & Time)
লক্ষী পূজো ২০২৩
পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং আসামে, দেবী লক্ষ্মীর আরাধনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি আশ্বিন মাসের পূর্ণিমার দিনে পড়ে। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা কোজাগরা পূজা নামে পরিচিত এবং সাধারণভাবে বাংলার লক্ষ্মী পূজা নামে পরিচিত।
কোজাগর পূজা পূর্ণিমা ভারতের বেশিরভাগ অঞ্চলে শারদ পূর্ণিমা নামে বেশি পরিচিত। শাস্ত্র মতে কোজাগারী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী মর্ত্যে বিচরণ করেন। কোজাগরী পূর্ণিমার রাত জেগে কাটানোর প্রথা রয়েছে। বলা হয় নিশিথ কালে বা সন্ধ্যাবেলা কোজাগরী লক্ষ্মী পুজো করলে ব্যক্তির জীবনে কখনও অর্থাভাব থাকে না। লক্ষ্মী সেই গৃহে বাস করেন।
লক্ষী পূজো ২০২৩ কতো তারিখে
লক্ষী পূজো পদ্ধতি, উপকরণ
কোজাগরী লক্ষ্মী পুজোর সময়চলতি বছর ২৮ অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজো হবে। এটি কৌমুদী ব্রত নামেও পরিচিত।তিথি সময় পূর্ণিমা তিথি শুরু ২৮ অক্টোবর ভোর ৪টে ১৭ মিনিটে,,,পূর্ণিমা তিথি শেষ ২৯ অক্টোবর ভোররাত ১টা ৫৩ মিনিটেচন্দ্রোদয়ের সময় সন্ধ্যা ৫টা ২০ মিনিট,,,
2023 সালের লক্ষী পূজা কবে হবে
কোজাগরী লক্ষ্মী পুজোয় চন্দ্র গ্রহণতবে এ বছর কোজাগরী লক্ষ্মী পুজোয় চন্দ্র গ্রহণ থাকবে। ভারতে এই গ্রহণ দেখা দেবে বলে সূতক কালও মান্য হবে। গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সূতক কালের সমাপ্তি ঘটবে।