Spread the love

Women new fashion dress for wedding : শীতকাল পড়া মানেই বিয়ের মৌসুম শুরু হয়ে যাওয়া….। আর বিয়ের সবচেয়ে বড় অংশ হলো পোশাক। সময়ের সঙ্গে পরিবর্তন আসছে বিয়ের পোশাকে। এখোন অনেক কিছু ফ্যাশনেবল ড্রেস বেড়িয়ে গেছে।। বিয়ে মানেই নতুন পোশাক, গয়না আর হই-হুল্লোড়ে মেতে ওঠা। আপনি যদি কনে হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বিয়ে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। বিশেষ দিনটি সুন্দর হবে তো? সাজগোজ থেকে পোশাক সবকিছুতেই বিশেষ মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে চান কনে। আজকে আপনার সাথে শেয়ার করবো new fashion dress for wedding নিয়ে…

‘এ বছর রঙিন সুতার কাজ আলাদা জায়গা করে নিয়েছে বিয়ের পোশাকে। ট্র্যাডিশনাল বেনারসি, কাঞ্জিভরম, কাতানের কাপড়ের তালিকা আগে। এক রঙের কাপড়ে মাল্টি থ্রেডের ওভারঅল কাজ এবার একদম ট্রেন্ডি। রঙের ক্ষেত্রে মানুষ ক্রিম, অফ-হোয়াইট, পেস্টেল রঙের দিকে ঝুঁকছেন।’সবসময় শাড়ির ব্লাউজ কিংবা লেহেঙ্গার টপসের হাত ছোট চললেও এবার ফুল হাত ট্রেন্ডে। সবাই ফুল হাত, শর্ট টপস রাখছেন পছন্দের তালিকায়।

ছেলেদের পোশাকেও এসেছে নতুনত্ব। এ বছর ছেলেরা ঝুঁকছেন ফ্লোরাল প্রিন্টের দিকে। হলুদে চলছে রঙিন পাঞ্জাবি, তার সঙ্গে ডিজিটাল প্রিন্টের কটি। এছাড়াও শেরওয়ানিতেও দেখা যাচ্ছে মাল্টি থ্রেডের কাজ। কেউ কেউ বেছে নিচ্ছেন ফ্লোরাল প্রিন্ট।

ত্বকের সঙ্গে সামঞ্জস্যতা বজায় থাকা আপনার ত্বকের ধরন অনুযায়ী, লেহেঙ্গার রং নির্ধারণ করুন। কারণ সব রং সবার ত্বকের সঙ্গে মানায় না। তাই বিয়ের পোশাক কেনার আগে অবশ্যই ত্বকের টোন অনুযায়ী সঠিক রংটি বেছে নিন। ফলে আপনার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে। সঠিক কাপড় বেছে নিন লেহেঙ্গার কাপড় যেন বিয়ের দিন আপনার অস্বস্তির কারণ হয়ে না দাঁড়ায়। বিয়ের পোশাকটি যেন আরামদায়ক হয়, সেদিকে লক্ষ্য রাখুন।

এবার আপনি যদি কনে না হয়ে থাকেন তাহলে বোন বা বান্ধবীর বিয়ে সামনে ভাবছেন কি পড়বো??? রইলো প্রতিটি অনুষ্ঠানে কী পোশাক পরবেন, রইল ফ্যাশন গাইড!বিয়েবাড়ি মানেই কিন্তু শুধু এক-দু’দিনের ব্যাপার নয়, বরং বেশ কয়েকদিনের জন্য আপনার দিদি বা বোন অথবা প্রিয় বান্ধবীর বিয়েতে (wedding) আপনি কী পোশাক পরবেন, কীভাবে ফ্যাশন করবেন, সে-বিষয়ে কিন্তু প্ল্যানিং বেশ আগে থেকেই করে ফেলতে হবে।

বান্ধবীর বিয়েতে যদি ডেস্টিনেশন ওয়েডিং ভেনুতে যেতে হয় তাহলে লাগেজে একটা শাড়ি কিংবা লেটেস্ট ডিজাইনার লেহেঙ্গা কিন্তু রাখতেই হবে, কারণ বিয়ের দিন শাড়ি বা লেগেঙ্গা না পরলে ঠিক সাজটা সম্পূর্ণ হয় না।

এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যখন লাগেজ গোছাবেন, খুব বেশি ভারী শাড়ি বা লেহঙ্গা নেবেন না। ধরুন আপনি বান্ধবী বা বোনের বিয়ে বা রিসেপশনে জমকালো শাড়ি পরতে চান, তাহলে ভারী জামেবার শাড়ি না নিয়ে হালকা সিল্কের শাড়ি নিন।

আর যদি শাড়ি বা লেহেঙ্গার না পড়তে চান তাহলে এখন তো গাউন টাইপ লং চুরিদার বেরিয়ে গেছে স্টাইলিস্ট,,

সেগুলোও পড়লে কিন্তু দারুণ লাগে একটি জমকালো সাজ নিয়ে নেবেন পারফেক্ট মেকাপের সাথে একদম হয়ে উঠবেন বিউটি কুইন।।

Read More,

শীতকালে বিয়েবাড়ি? কি ধরণের স্টাইলিস্ট পোষাক পড়বেন – Winter Weeding Fashion Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *