এখন প্রায়ই ঋতু বদল দেখা দিচ্ছে,, কখনও প্রচুর গরম তো কখনও বৃষ্টি,,, কিনতু এই গরমে রোদের তাপ, ধুলো-বালির প্রকোপে ত্বকের অবস্থা বারোটা বেজে যায়,,,, ভ্যাপসা গরমে প্রবল ঘাম। সঙ্গে থাকে ত্বকের সংক্রমণের সমস্যা। ফুসকুরি, র্যাশ, ব্রণের সমস্যা, তৈলাক্ত ত্বকের সমস্যা বৃদ্ধি পায়।এই সময়ও ত্বকের প্রয়োজন, ক্লিনজ়িং, এক্সফোলিয়েশন ও ময়শ্চারাইজ়িং। এছাড়াও কিছু ঘরোয়া কার্যকারী টিপস্ যা আপনার ত্বক একদম সতেজ রাখবে —-
তৈলাক্ত ত্বকের বেস্ট ফেসপ্যাক
১/ গরমে অন্তত তিন– চার বার খুব ভাল করে ত্বক পরিষ্কার করা দরকার। মুখে জমে থাকা নোংরা, অতিরিক্ত তেল এতে বেরিয়ে যাবে। ত্বক ঠিকমতো পরিষ্কার না হলেও সংক্রমণের সমস্যা বেড়ে যাবে। ক্লিনজ়িংয়ের জন্য ঘরোয়া উপকরণ ব্যবহার করুন।লাগবে এক চামচ বেসন, এক চামচ টক দই, এলোভেরা জেল সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে মুখে, গলায়, ঘাড়ে লাগিয়ে রেখে দিন মিনিট দশেক। তার পর মুখ পরিষ্কার করে নিন।
2। গরমে ত্বককে প্রাকৃতিক ভাবে ময়শ্চারাইজ় করতে ব্যবহার করুন অ্যালোভেরা জেল, মধু ও গোলাপ জল,, এই প্যাক ত্বককে গভীর ভাবে আর্দ্রতা জোগাবে। অ্যালো ভেরা ত্বকের প্রদাহ কমাতে ও ত্বককে টানটান রাখতে সাহায্য করে। বলিরেখাও কমবে এই উপকরণে।মুখে, গলায়, ঘাড়ে লাগিয়ে রেখে দিন মিনিট দশেক। তার পর মুখ পরিষ্কার করে নিন।
ত্বকের তৈলাক্ত ভাব দূর করার ফেসপ্যাক
3। ত্বক ভাল রাখতে গেলে বাইরে থেকে যতই প্রসাধনী মাখুন না কেন, শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি না থাকলে ত্বকে দাগ ছোপ হবেই। ভিটামিন সি-র মধ্যে রয়েছে অ্যাসকরবিক অ্যাসিড।
তৈলাক্ত ত্বকের তেল ভাব দূর করার উপায়
ত্বকে ফ্রি র্যাডিক্যালের সমতা বজায় রাখতেও এই ভিটামিনের যথেষ্ট ভূমিকা রয়েছে। ত্বকের তারুণ্য ধরে রাখতে এবং ত্বককে টান টান রাখতেও ভিটামিন সি-র প্রয়োজন। তাই কমলা লেবুর খোসা গুঁড়ো ও পেঁপের পেষ্ট অল্প কাচা দুধ মিশিয়ে একটি প্যাক তৈরি করুন,,। মুখে, গলায়, ঘাড়ে লাগিয়ে রেখে দিন মিনিট দশেক। তার পর ধুয়ে ফেলুন। এর পাশাাপাসি আপনি খাওয়ার পাতে লেবু রাখার চেষ্টা করুণ।
৩ টিপস্: গ্রীষ্মের কার্যকারী রূপচর্চা||Top 3 Skin Care Tips
গরমে বান্ধবীর বিয়ে? কীভাবে হাল্কা মেকাপ করবেন