Spread the love

Onion Oil For Hair Growth: চুলের যত্নে পেঁয়াজের তেল


চুলের স্বাস্থ্য ভাল রাখতে আমরা কতকিছু না ব্যবহার করে থাকি।। কিনতু চুলে সঠীক পুষ্টি যোগান দেওয়টা জরুরি। শুধু স্টাইলের জন্য প্রতি দিন শ্যাম্পু করার পাশাপাশি চুলে তেল মাখারও দরকার আছে। বর্তমানে অবশ্য চুলে ব্যবহার করেন না অনেকেই। কিন্তু চুলের ডগা ফাটা কিংবা চুল ঠিকঠাক বৃদ্ধি না পাওয়ার মতো সমস্যার সমাধানে তেল মালিশে কোনও বিকল্প নেই। চুলের যত্নে নারকেল তো অবশ্যই উপকারী। তবে নারকেল তেল ছাড়াও চুল ভাল রাখতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের তেলও। পেঁয়াজের তেলে চুলের নানা সমস্যাই সমাধান হয়। চুলের যত্নে পেঁয়াজের তেল ব্যবহার করুন। দেখবেন অবশ্যই ফল পাবেন।।


IMG_20230523_123108-1684825279385 Onion Oil For Hair Growth - চুলের যত্নে পেঁয়াজের তেল

Onion Oil For Hair Growth before and after


চুল ভালো রাখার জন্য পেঁয়াজের তেল ব্যবহার করা যেতে পারে। পেঁয়াজের গুণে চুলের নানা সমস্যা সমাধান হয়। তাই পেঁয়াজের তেল চুলে নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেনই।


পেঁয়াজের তেলে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস আছে। যা আপনার চুল পড়ার সমস্যা কমায়। এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া পেঁয়াজের রসের মধ্য়ে এমন কিছু উপাদান আছে, যা প্রয়োজনীয় এনজাইমের উৎপাদন বাড়ায় এবং তাদের কার্যক্ষমতা বাড়ায়।


হাতের তালুতে পরিমাণ মতো এই পেঁয়াজের তেল নিন। সেটি ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নিন। চুলের গোড়ায় এবং চুলেও লাগিয়ে নেবেন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। নতুন চুল গজাতে সাহায্য করে এই তেল।


অনেকের প্রশ্ন পেঁয়াজ কি সত্যিই চুল পড়া বন্ধ করতে পারে?

তবে উত্তর এটা একদম ঠিক কথা,,

চুলের যত্নে পেঁয়াজের গুণ নিয়ে বারবার আলোচনা করা হয়। পেঁয়াজ চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। স্ক্যাল্পের নানা সমস্যাও সমাধান করে। এছাড়া, পেঁয়াজের রসে থাকা উপকারী উপাদান চুলের ফলিকলকে মজবুত করে। ফলে চুল আরও ঘন হয়। গোড়াও মজবুত হয়।


চুলে পেঁয়াজের রস ব্যবহারের নিয়ম


পেঁয়াজের রসে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানও আছে, যা আপনার স্ক্যাল্পে নানা সংক্রমণ সহজেই সারিয়ে তোলে। তাই পেঁয়াজের তেল ব্যবহারে চুলের যথেষ্ট উপকার হয়।

কীভাবে তৈরি করবেন পেঁয়াজের তেল, শিখে নিন

পেঁয়াজের তেল তৈরির জন্য ২ টা বড়ো পেঁয়াজ আপনাকে নিতে হবে? তবে, অল্প তেল বানানোর জন্যে আপনি ১ টি পেঁয়াজও নিতে পারেন। এই পেঁয়াজের পেস্ট বানিয়ে আপনি রস বের করে নিতে পারেন। নাহলে সরাসরি জুসারে দিয়েও পেঁয়াজের রস তৈরি করে নিতে পারেন আপনি। পরবর্তী ধাপে আপনার প্রয়োজন নারকেল তেল,


IMG_20230523_123043-1684825279717 Onion Oil For Hair Growth - চুলের যত্নে পেঁয়াজের তেল


একটি পাত্রে আপনাকে পরিমাণ মতো নারকেল তেল নিতে হবে। যতটা তেল আপনি বানাতে চান, সেটি খেয়াল রেখে নারকেল তেল নিতে হবে আপনাকে। এই নারকেল তেল সসপ্যানে ঢেলে নিন। গ্যাসে অল্প আঁচে এই সসপ্যান বসিয়ে দিন। আলাদা একটি পাত্রে আপনি পেঁয়াজের রস রেখেছিলেন। এবার গরম হওয়া তেলের মধ্য়ে আপনাকে সেই পেঁয়াজের রস মিশিয়ে দিতে হবে। নারকেল তেল এবং পেঁয়াজের রস, এই দুই উপাদান ভালো করে মিশিয়ে দিন। আঁচ সামান্য বাড়িয়ে নিতে হবে এবার। পেঁয়াজের রস এবং নারকেল তেল মিশে যাওয়ার পরেও অপেক্ষা করতে হবে। এই মিশ্রণ ফুটে উঠবে। মিশ্রণ ভালো করে ফুটিয়ে আঁচ থেকে নামিয়ে নিন।


শেষে যা করতে হবে

২-৪ মিনিট ফুটানোর পরে আঁচ বন্ধ করে প্যান নামিয়ে নিন। এই তেল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার আলাদা একটি পাত্র নিন। একটি পাতলা সাদা সুতির কাপড়ের টুকরো নিন। এই তেল ছেঁকে নিতে হবে। শেষে একটি কাচের শিশিতে ঢেলে রাখুন পেঁয়াজের তেল।


সপ্তাহে অন্তত ২-৩ দিন এই পেঁয়াজের তেল চুলে মাখতে হবে। স্ক্যাল্পে ভালো করে মাসাজ করতে ভুলবেন না। এতে আপনার চুলও ভালো থাকবে। চুল পড়া কমবে। নতুন করে চুল গজাতেও খুব বেশি সময় লাগবে না।


এই তেলের উপকারীতা –


চুল বৃদ্ধি– পেঁয়াজের তেল মাথার ত্বকের পিএইচ লেভেল স্বাভাবিক রাখতে সাহায্য করে। রক্ত সঞ্চালন উন্নত করতে, চুলের বৃদ্ধিকে সক্রিয় করে তুলতে সহায়তা করে।


IMG_20230523_123028-1684825280143 Onion Oil For Hair Growth - চুলের যত্নে পেঁয়াজের তেল
আরোও পড়ুন,

চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার

চুলকে উজ্জ্বল করে- এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। যা চুলের ভলিউমবাড়াতে ও চকচকে করে তুলতে সাহায্য করে। চুল ও মাথার ত্বকের কন্ডিশনড করতেও সাহায্য করে।


খুশকি নিয়ন্ত্রণ করে– এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য, যা মাথার ত্বকের খুসকি প্রতিরোধ করতে সহায়তা করে।


কন্ডিশনিং–এই পেঁয়াজের তেল দিয়ে নিয়মিত মাসাজ করলে ত্বকের গোড়া মজবুত যেমন হয়, তেমনি গভীররে গিয়ে পুষ্টি জোগান দেয়। শুষ্ক ও নিস্তেজ চুলের সমস্যাগুলিকে প্রতিরোধ করতে ও চুলের বৃদ্ধিতে দারুণ কার্যকরী।



Tags – Onion Hair Oil, Hair Oil

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *