এই গরমে মুখ ঘেমে ত্বক একদম তেলতেলে হয়ে যায়। এই ব্রণর সমস্যার জন্য কোথাও বেড়াতে কিংবা অনুষ্ঠানে যেতেও ইচ্ছা করে না,, এবার কথা হলো কীভাবে রাতারাতি এই ব্রণর সমস্যা দূর করবেন। সেটি আজ বিস্তারিত বলবো….. আপনার ঘরেই এমন সমাধান লুকিয়ে রয়েছে, যা এক রাতের মধ্যে ব্রণর লালচে ভাব, ফোলাভাব এবং ব্যথা কমিয়ে দিতে পারে। চলুন কথা না বাড়িয়ে দেখে নেই…..
ব্রণ দূর করার কার্যকারী টিপস্
** গরমকালে ত্বকের ধরন বুঝে ফেইসওয়াশ দিয়ে দিনে দুবার মুখ পরিষ্কার করতে হবে। আর মাথায় রাখবেন অতিরিক্ত মুখ ধোয়া ত্বক শুষ্ক করে ফেলে।
* দিনের বেলায় সব সময় সানস্ক্রিন ব্যবহার করতে হবে।১৫ মিনিট আগে অ্যাপ্লাই করে তারপর বেরোবেন।
* দিনে ত্বক গরমে চিটচিটে হয়ে যায়,, তখন ফেস সতেজ দেখানোর জন্য টোনার ব্যবহার করা যেতে পারে।
গোপনাঙ্গে ব্রণ দূর করার উপায়
* গরমকালে বাড়তি চিনিযুক্ত পানীয় পান ঠিক নয়,, তাই চেস্টা করুণ ফলের রস খাওয়ার,,,এক্ষেত্রে নিজেকে আর্দ্র রাখা ভালো ফলাফল দেয়।
** হলুদ– ব্রণ এবং ত্বকের অন্যান্য সমস্যা দূর করতে হলুদ দারুণ কার্যকর। এই হলুদ সেই পুরোনো কাল থেকে ব্যাবহৃত হয়ে আসছে। হলুদের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা নিমেষে ব্রণর সমস্যা দূর করতে পারেন। নিয়মিত মুখে হলুদ এর সঙ্গে শসার রস মিশিয়ে মাখলে আপনি একাধিক উপকার পাবেন। এই প্যাক ব্রণর উপর লাগান। ১৫-২০ মিনিট পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ব্রণ দূর করার ঘরোয়া টোটকা
** অ্যালোভেরা জেল- রূপচর্চার দুনিয়ায় অ্যালোভেরার মতো গুণের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। আপনি যদি নিয়মিত মুখে অ্যালোভেরা জেল মাখেন, তাহলে ব্রণর সমস্যা আপনার ধারে কাছে ঘেঁষবে না। আর এক রাতের মধ্যেও অ্যালোভেরা জেল আপনার ব্রণকে নিমেষে দূর করতে পারে। ব্রণর উপরে আলুর রস ও তাজা অ্যালোভেরা জেল লাগান। ৩০-৪০ মিনিট অপেক্ষা করুন। এতে আপনার ব্রণর ব্যথা, লালচে ভাব ও ফোলাভাব কমে যাবে।
লেবু দিয়ে ব্রণ দূর করার উপায়
** বরফ– ব্রণ ফুলে যায়, ব্যথা হয়, ব্রণর চারপাশের এলাকায় চুলকানি হয়। এই সব সমস্যা বেশ অস্বস্তিকর। এই সমস্যা থেকে রাতারাতি রেহাই পেতে ব্রণর উপর বরফ লাগান। আপনি শসা ও অ্যালোভেরা জেলের বরফ তৈরি করেও ব্যবহার করতে পারেন। এতে ব্রণর ব্যথা ও জ্বালাভাব নিমেষে কমে যাবে। এবং দেখবেন ত্বক সতেজ রাখবে।
আরোও পড়ুন,
এই চড়া রোদে ত্বককে বাঁচাতে কোন সানস্ক্রিন মাখা উচিৎ