রঙ খেলার আগে ত্বকের যত্ন: সামনেই তো দোল,, আর দোলের দিন রঙ খেলা হবে না, তা কখনও হয় নাকি! ভাই বছরে এই একটি দিন মন খুলে রঙ্গিন হওয়ার দিন….হোলিতে রঙ নিয়ে খেলতে সকলেই ভালোবাসি। ।কিন্তু যাঁরা বিউটি কেয়ার নিয়ে চিন্তিত, তাদের জন্য এইদিনটি নয়। কারণ রঙের মধ্যে থাকা রাসায়নিক পদার্থে কারণে ত্বকের চরম ক্ষতি হতে পারে,,টকটকে লাল রং তৈরির প্রধান উপাদান মার্কারি সালফাইড। কালো ও বাঁদুরে রং-এ ব্যবহার করা হয় লেড অক্সাইড। আসমানি নীল রঙে আছে বিষাক্ত প্রুসিয়ান ব্লু সহ আরও নানান ক্ষতিকর রাসায়ানিক।উজ্জ্বল সবুজ রঙে আছে কপার সালফেট ও ম্যালাসাইট গ্রিন।তাহলে কি রঙ খেলার ইচ্ছা মাটি হয়ে যাবে?? সে কীভাবে সম্ভব,,, তার জন্য রইলো কিছু টিপস্ যা আপনার ত্বককে রক্ষা করবে এসব কেমিক্যাল প্রোডাক্ট থেকে —-
রঙ খেলার আগে ত্বকে মাখুন একটি উপাদান! ত্বকের কোনো ক্ষতি হবে না
তাহলে দেখে নিন প্রি-হোলি স্কিন কেয়ার টিপস নেওয়া উচিত।
১/ যদি হোলির দিন রঙ ও আবির খেলা থেকে নিজের ত্বককে আগলে রাখতে চান তাহলে আগের রাতে মুখে নারকেল তেল বা বাদাম তেল ব্যবহার করে ম্যাসাজ করে নিতে পারেন। সব সময় মনে রাখবেন, ত্বক যত ময়েশ্চারাইজড থাকবে, তত কম ত্বকের মধ্যে রঙ শোষণ হবে।
২/ হোলির দিনেও ত্বক থাকবে সতেজ ও সুন্দর। ত্বকের ছিদ্রপথে রঙ প্রবেশ করে যাতে চরম ক্ষতি না করে তার জন্য হাইড্রেটিং টোনার ব্যবহার করা উতিত। তারপর ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
৩/ এই চড়া রোদে মুখ ও ঘাড়ে সানস্ক্রিন অ্যাপ্লাই করুণ,,,যত ঘন হবে তত ভাল।
রঙ খেলার আগে স্কীন কেয়ার টিপস্ ফলো করুন
৪/ রাতে শুতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে অবশ্যই একটি স্কিনকেয়ার রুটিনফলো করুন। এর জন্য প্রথমেই মুখ ক্লিনজিং করতে হবে। এরপর মুখে টোনার এবং ময়শ্চারাইজার লাগিয়ে নিন। সকালে ময়শ্চারাইজার লাগান।
৫/ রাতে আপনি নাইটক্রিম লাগাতে ভুলবেন না। তৈলাক্ত ত্বক হলে জেল বেসড ক্রিম ব্যবহার করুন।
৬/ ত্বকের পাশাপাশি ঠোঁটকেও রাখতে হবে সযত্নে। হোলির আগের দিন লিপ বাটার ব্যবহার করুন। তাতে ঠোঁট থাকে হাইড্রেটেড ও মসৃণ। অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে ও রঙ বসে যাতে ঠোঁটে ফাটল না ধরে, তার জন্য লিপ বাটার ব্যবহার করুন।
৭/ গোটা শরীরের জন্য বডি অয়েল বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তাতে ত্বক দীর্ঘসময়ের জন্য হাইড্রেটেড থাকে।
৮/ চুল: দোল খেলার আগে চুল পরিষ্কার করে ধুয়ে হাল্কা তেল মেখে নিন। চুলে তেল থাকলে সহজে রং বসে যেতে পারবে না।
রঙ খেলার আগে জানুন সহজ স্কিন কেয়ার টিপস্
৯/ পোশাক: দোলের সময় হালকা রঙের পোশাক না পরে কালো, নীল বা গাঢ় রঙের পোশাক পরুন। চেষ্টা করুন হালকা সুতির জামা পরতে তাহলে কমফোর্ট থাকতে পারবেন।
১০/ সানগ্লাস: শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ চোখ। তাই চোখকে রক্ষা করা সবচেয়ে বেশি প্রয়োজন। খেলার সময় অবশ্যই সানগ্লাস পরে খেলবেন যাতে কোনও ভাবেই রং ঢুকতে না পারে। নয়তো চোখে গেলে চোখ জ্বালা করতে পারে।
আরোও পড়ুন,
Basanta Utsav Photo Poses Ideas: বসন্ত ফটোশুটের পোজ এবং আইডিয়া