Spread the love

শীত পেড়িয়ে এসে গেছে বসন্তকাল। বাইরে গরম, দিনদিন বেড়েই চলছে… আর গরম মানেই ঘাম ও তেল চিটচিটে ভাব। এমন অবস্থায় কাজেও তো বাইরে যেতে হয়,, অফিস কিংবা মিটিং এ…কিনতু এই সময় মেকআপ করার ঝক্কি অনেক। তাই যাঁরা এই সময়ে মেকআপ করতে চান, তাঁদের জন্য রইলো কয়েকটি সহজ ধাপ যা চেহারায় সতেজ ভাব ফুটিয়ে তুলতে সক্ষম ….এই পদ্ধতি মেনে চললে মেকআপ গলেও যাবে না। মেকাপ থাকবে লং লাস্টিং —-

গরমের মেকাপ

✓ মেকআপের আগে ত্বক পরিষ্কার মেকআপ করার আগে অবশ্যই ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যাতে কোনো ময়লা না থাকে। ত্বক তৈলাক্ত বা মিশ্র হলে ক্লিনজার ব্যবহার করতে পারেন।।

✓ ত্বক হাইড্রেট করুন হাইড্রেটিং সব ধরনের ত্বকের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, তবে তৈলাক্ত ত্বকের জন্য বিশেষভাবে ভালো ময়েশ্চারাইজার বাছাই করা গুরুত্বপূর্ণ — যেমন L’Oréal Paris Revitalift Derm Intensives Micro Hyaluronic Acid + Ceramides Line-plamping Water Cream । এই হালকা ওজনের, জল-ভিত্তিক ময়েশ্চারাইজারটিতে হায়ালুরোনিক অ্যাসিড এবং সিরামাইডের মতো উপাদান রয়েছে যা ত্বককে তরতাজা রাখতে সাহায্য করে।

✓ ময়েশ্চারাইজার ও সানস্ক্রিনত্বক হাইড্রেড করার পর অবশ্যই ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত, তাঁরাও গরমে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।। তৈলাক্ত বা মিশ্র ত্বকে জেলভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

✓ মেকআপের আগে সানস্ক্রিন লাগাতে হবে ত্বকের ধরন অনুযায়ী। শুষ্ক ত্বকে ক্রিম ও তৈলাক্ত বা মিশ্র ত্বকে জেলভিত্তিক সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

গরমে মেকাপ ঠিক রাখার উপায়

✓ প্রাইমার ও বিবি ক্রিম যেকোনো মেকআপ দীর্ঘস্থায়ী করতে প্রাইমার ব্যবহার করতে হবে। তাই বেজ মেকআপের আগে একটু প্রাইমার লাগিয়ে নিতে হবে। এরপর ব্যবহার করতে হবে বিবি ক্রিম,,, নিজের ত্বকের থেকে এক শেড লাগাতে হবে। আর যাঁদের ত্বক তৈলাক্ত বা মিশ্র তাঁদের জন্য পাউডার ফাউন্ডেশন সবচেয়ে ভালো।

✓ কনসিলার ও লুজ পাউডারত্বকে হাইপারপিগমেন্টেশন বা দাগছোপ থাকলেই কনসিলার ব্যবহার করুন। ত্বকের যে অংশে দাগ আছে, ওই জায়গা ছাড়া অন্য কোথাও কনসিলার লাগানোর প্রয়োজন নেই। কনসিলার সেট করতে লুজ পাউডার ব্যবহার করুন।

✓ ব্লাশঅন গালের দুই পাশে খুব অল্প পরিমাণে ব্লাশঅন লাগাতে পারেন। গরমে পাউডার ব্লাশঅন ব্যবহার করা উচিত। মভ, পিচ বা ডাস্টি পিংক ইত্যাদি শেড বেছে নেওয়া যায়।

✓ মাসকারা: এই গরমে অবশ্যই স্মাজ প্রুফ কাজল ব্যবহার করুন।চোখ আকর্ষণীয় দেখাতে ব্যবহার করতে হবে মাসকারা।

তীব্র গরমে মেকাপ ঠিক রাখার উপায়

✓ লিপস্টিকলিপস্টিকের রং নিজের পছন্দ অনুযায়ী বাছুন। গরমের জন্য ভালো ম্যাট লিপস্টিক। এটি গলে যায় না এবং দীর্ঘস্থায়ী হয়।

✓ সেটিং স্প্রে এড়িয়ে যাবেন নাসারাদিন আপনার চেহারা ঠিক রাখতে, ল’ওরিয়াল প্যারিস ইনফ্যালিবল প্রো-স্প্রে এবং সেট মেকআপ এক্সটেন্ডার সেটিং স্প্রে দিয়ে আপনার মেকআপ শেষ করুন।। এই স্প্রে আপনাকে লং লাস্টিং মেকাপ লুক দেবে।।

আরোও পড়ুন,

Summer Dress Idea’s: গরমের স্টাইলে কালেকশনে রাখুন এই ৫ পোশাক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *