শীত তো চলে গেলো….মার্চ মাসের শুরুতে একটু একটু করে গরম বাড়ছে। তাই এখন থেকেই শীতের সমস্ত জামা কাপড় আলমারিতে তুলে রাখুন,,ফ্যাশনে তো বদল আনতেই হবে। এমন পোশাক আপনার কালেকশনে রাখতে হবে, যেগুলি আপনাকে স্টাইলিশ লুক দেবে, সেই সঙ্গে কম্ফোর্টও বজায় রাখবে। এমনই ৫ পোশাকের সন্ধান দেওয়া হল এই পোস্ট এ, ঝটপট দেখে নিন আপনিও —
Summer Women’s Dress
১) সুতির যে শর্ট মিডি ড্রেস গুলো আছে এই ড্রেস শুধুই আপনার লুককে এলিগেন্ট ছোঁয়া দেয়, এমন কিন্তু নয়! বরং এই ধরনের ড্রেস আপনার সৌন্দর্যকেও এক অন্য মাত্রায় পৌঁছে দেয়।
একটি সুন্দর টপ এর সঙ্গে ক্যারি করতে পারেন।।আপনি খুব সহজেই হাল্কা শেডের মিডি ড্রেস স্টাইল করতে পারেন। অফিসে পরুন কিংবা বন্ধুদের পার্টিতে পরে যান, উভয়ক্ষেত্রেই দারুণ দেখাবে!
২) এই ধরনের পোশাক পরেও বেশ আরাাম আর দেখতেও খুব সুন্দর।তাই আপনার কালেকশনেও এমন একটি সুতির কো-অর্ড সেট অবশ্যই রাখুন। এমন একটি সুন্দর সেট আপনাকে বেশ মানাবে!
trouser pants for ladies with kurti
৩) গরমের পোশাকের ক্ষেত্রে জামার রঙ বাছাই করাটা খুব জরুরি। একদম হালকা রঙের জামা পরাই ভাল। তাতে আরাম লাগে কিছুটা। এর জন্য সুতির কাপড়ের জামসুট পড়তে পারেন।।
৪) টাইট পোশাক না পরাই ভাল। গরমে ঢিলেঢালা জামায় আরাম পাবেন অনেকটা। রোদে বেরলে অবশ্যই ফুলহাতা জামা পরবেন। তার জন্য শর্ট কুর্তির সঙ্গে জিন্স বা টাউজার পড়তে পারেন।
৫) গরমের জামা বললেই আপনাকে ভাবতে হবে সুতির জামার কথা। সুতির হালকা জামা সারাদিন পরে থাকলেও কোনও কষ্ট হবে না আপনার। সেক্ষেত্রে মহিলারা সুতির লং গাউন পরতেই পারেন।
আরোও পড়ুন,
Aloevera Gel On Face: গরমে ত্বক সতেজ রাখতে অ্যালোভেরা জেল ব্যবহার করুন