Spread the love

বসন্তের উৎসব শুরু হয়ে গেছে সকলের মনে…. এখন থেকেই সকলে ভাবছেন কি পড়বো – কি সাজবো!!! হাতে গোনা কদিন পরেই বসন্তের ছোঁয়া লেগে যাবে প্রকৃতিতে। প্রকৃতির রঙের সঙ্গে মিলিয়ে নিজেকে রাঙিয়ে নিতে পছন্দ করেন ফ্যাশন সচেতন মানুষেরা। রঙিন ফুলের মতো না সাজলে কি চলে! বসন্ত মানেই হলুদ, ভালোবাসা দিবস মানে লাল রঙের পোশাক- এই ধারণা থেকে অনেকটাই বের হয়ে এসেছে ফ্যাশনপ্রেমীরা। এমন দিনে কেমন সাজ হবে, জেনে নিন-

বসন্তে চাই ট্রেন্ডি পোষাক দেখুন ৫ পোষাক

বসন্তের ঋতুতে অনেক ধরনের রঙিন শাড়িই রীতিমতো বাজার কাঁপাচ্ছে। কয়েকটি শাড়ির জনপ্রিয়তা এই সময়ে তুঙ্গে। অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট থেকে শুরু করে শিয়ার ফ্যাব্রিক শাড়ি, সব কিছুর চাহিদাই এই সময়ে রয়েছে। জেনে নিন এই বসন্তে কোন কোন শাড়ি আপনার কালেকশনে থাকা মাস্ট।

✓ বঙ্গ তনয়ারা যে শাড়ি পরতে বেশ ভালোবাসেন, সে কথা আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। যখন তাঁরা শাড়িতে সেজে চোখে কাজল দিয়ে প্রকাশ্যে আসেন, তখন তাঁদের দিক থেকে চোখ ফেরানোর কোনও উপায় থাকে না।

✓ সাম্প্রতিক সময়ে ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছে ফ্লোরাল ট্রেন্ড! আর শাড়িতেও ফুটে উঠছে হলুদ, নীল , সাদা ও লাল ফুলের সৌন্দর্য।

✓ শাড়ির বাজারে সব সময়েই প্রিন্টের চাহিদা ছিল, আজও রয়েছে। শাড়ি কেনার সময়ে সুন্দর প্রিন্ট দেখে নিতে ভোলেন না মহিলারা। তাই তো এই বসন্তেও এমন শাড়ি রীতিমতো বাজার কাঁপাচ্ছে।

✓ যারা শাড়ি পরতে চান না এইদিনে তারা সুন্দর লং আনার কালি ক্যারি করতে পারেন,, লুক দেবে গর্জিয়াস।। দামেও সাশ্রয়ী এই শাড়ি গুলো।।বাজেট কম থাকলেও কিনতে পারবেন।

বসন্তের শাড়ি ধারণা

✓ হলুদ, কমলা বা বাসন্তী রঙের শাড়ি পরে, চুল কোঁকড়া করে খোলা রেখে কিংবা আঁটসাঁটভাবে বেঁধেও সাজা যায়। মাথায় গুঁজে নেওয়া যায় নানা ধরনের ফুল।

আরোও পড়ুন,

Summer Dress Idea’s: গরমের স্টাইলে কালেকশনে রাখুন এই ৫ পোশাক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *