Spread the love

বসন্ত উৎসব মেকাপ: শীত কোথা দিয়ে চলে গেলো বুজলাম ই না…. দেখতে দেখতে বসন্তও এসে গেলো… পলাশে ভরে উঠবে সারা শহর। নানা রঙে রঙিন হবে সকলে….!! বসন্তের আমেজে (Spring Season) নিজেকে সুন্দর করে তুলতে নিজের ইচ্ছা মতো সুন্দর করে সাজুন,,, বসন্তের দিনে কেমন মেকআপ (Makeup) করবেন, এই নিয়ে যদি চিন্তিত? আপনার সেই চিন্তা দূর করতে আমরা নিয়ে এসেছি মেকআপ টিউটোরিয়ালের (How to Apply Makeup) এই নিবন্ধ। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে মেকআপ করবেন স্টেপ বাই স্টেপ —

IMG_20240313_105612-1710307687672 মেয়েদের বসন্তের আকর্ষণীয় সাজ |Basanta Utsav Makeup Look

বসন্ত উৎসবের মেকআপ

১) মুখপ্রথমে মেকআপের আগে মুখ ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন। এরপর স্ক্রাবিং করে নেবেন। স্ক্রাবিং এর জন্য এখানে ব্যবহার করতে পারেন টমেটো ও চিনি,,,৫/৭ মিনিট রেখে ধুয়ে ফেলুন।।

IMG_20240313_105431-1710307688321-edited মেয়েদের বসন্তের আকর্ষণীয় সাজ |Basanta Utsav Makeup Look

২) এরপর সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। এরপর প্রাইমার দেবেন। এই গরমে ফাউন্ডেশন না লাগানোই ভালো,,, ফাউন্ডেশনের বদলে বিবিক্রিম ইউজ করতে পারেন এটি আপনাকে লাইট উজ্জ্বল মেকআপ দেবে।।

IMG_20240313_105404-1710307688541-edited মেয়েদের বসন্তের আকর্ষণীয় সাজ |Basanta Utsav Makeup Look

৩) আপনার ত্বকের সঙ্গে ম্যাচ করে বিবি ক্রিম বেছে নিন। সারা দিন অনেকে বেশি ফ্রেশ দেখাতে সাহায্য করবে ক্রিম হাইলাইটিং। আপনার স্কিন শেডের থেকে দুই-তিন শেড লাইট একটি কনসিলার দিয়ে করে নিন ক্রিম হাইলাইটিং। কনসিলারটি আপনার চোখের নিচে, কপালে, নাকের ওপর, থুতনিতে লাগিয়ে নিন এবং ব্লেন্ড করে ফেলুন। কনসিলারটি অবশ্যই পাউডার দিয়ে সেট করে নেবেন। এবার পুরো মুখটাই ফেস পাউডার দিয়ে ব্লাশার করে নিন।

বসন্ত উৎসব লুক

৪) চোখএবার চোখের সাজে যাওয়া যাক। চোখের মেকআপেও যেন স্নিগ্ধভাব ফুটে ওঠে, সেটা হিসেব করেই আইশ্যাডো লাগাবেন। আর বসন্ত উৎসবে চোখ দুটো টানা টানা রঙিন না হলে ঠিক চোখে পড়ে না। তাই চোখ আকর্ষণীয় দেখাতে পিচ, কমলা, হলুদ, গোল্ডেন, কপার, লাইট ব্রাউন, লাইট পিংক, লাইট পার্পল, প্যারট গ্রিন কালারগুলো খুব ভালো মানিয়ে যাবে পয়লা ফাল্গুনে। বিশেষ করে শাড়ির সঙ্গে ম্যাচ করে দিন।

Basanta Utsav look

IMG_20240313_105335-1710307687957-edited মেয়েদের বসন্তের আকর্ষণীয় সাজ |Basanta Utsav Makeup Look

৫) আইশ্যাডো দেওয়া হয়ে গেলে অবশ্যই টানা করে আইলাইনার লাগাবেন। আপনি চাইলে ব্ল্যাক বা ভিন্ন কালারের কাজল এবং লাইনার ব্যবহার করতে পারেন। এটা আই মেকআপে নতুন রূপ নিয়ে আসবে। চোখের পাতাগুলোতে মাশকারা লাগিয়ে নিতে পারেন।

৬) ঠোঁটএবার ঠোঁটের পালা। পয়লা ফাল্গুনে লিপস্টিক হিসেবে একটু গাঢ় রঙ না হলে হয়না,,, তার জন্য ব্রাউন/পিংক, অরেঞ্জ, পিচ, হালকা রেড কোরাল ইত্যাদি কালারগুলো বেশ ভালো লাগবে দেখতে। সবচেয়ে ভালো আইশ্যাডো যে কালারে দিয়েছেন, সেই কালারের লিপস্টিক দিন। কপালে ছোট গোল টিপ দিতে পারেন।

IMG_20240313_105547-1710307686500-edited মেয়েদের বসন্তের আকর্ষণীয় সাজ |Basanta Utsav Makeup Look

৭) ড্রেস: শাড়ি, কামিজ অথবা কুর্তির সঙ্গে মিলিয়ে চুল বাঁধতে পারেন। শাড়ির সঙ্গে খোঁপা অথবা খোলা চুলে মানাবে ভালো।

Basanta Utsav Dress

IMG_20240313_105732-1710307685802-edited মেয়েদের বসন্তের আকর্ষণীয় সাজ |Basanta Utsav Makeup Look

চুল স্ট্রেট অথবা সামান্য কার্ল করতে পারেন। আর কুর্তির সঙ্গে চুল বাঁধতে পারেন ইচ্ছেমতো। চুলের সামনের দুই সাইডে বেণি করে পিছনে ক্লিপ দিয়ে আটকে নিতে পারেন। যেমনই চুলের সাজ হোক, সঙ্গে অবশ্যই ফুল লাগাতে ভুলবেন না। শাড়ি হোক বা কামিজ, এই দিনে সবকিছুর সঙ্গেই সুন্দর মানিয়ে যাবে।

আরোও পড়ুন,

Summer Makeup Tips: গরমে মেকআপ করার ৫টি টিপস্

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *