Spread the love

Pure Coconut Oil For Hair – চুলের জন্যে নারকেল তেলের উপকারীতা


Coconut Oil Benefits: চুল হচ্ছে আমাদের নারীদের সৌন্দর্য,, আমরা চুলের যত্ন(Hair Care) নেওয়ার জন্য নানা ধরনের হেয়ার প্রোডাক্ট ব্যবহার করি , কিনতু জানেন কি আপনার চুলের ধরন অনুযায়ী এই হেয়ার প্রোডাক্ট ব্যবহার করা উচিত। তবে এমন কিছু প্রাকৃতিক উপাদানও আছে, যা আপনার চুলের জন্যে বেশ ভালো। চুলে পুষ্টি জোগায় তেল,, আর চুলে কোন তেল মাখব, এই প্রশ্ন অনেকেই করেন। নারকেল তেলের গুণ (Coconut Oil) শুনলে আর অন্য কোনও তেল ব্যবহার করতে চাইবেন না আপনি। সপ্তাহে যদি নিয়ম করে এই নারকেল তেল ব্যবহার(How To Use Coconut Oil) করতে পারেন, তাহলে উপকার পাবেনই। দেখে নিন –


IMG_20230621_151641-1687340812749 Pure Coconut Oil For Hair - চুলের জন্যে নারকেল তেলের উপকারীতা

Pure Coconut Oil For Hair Growth


Which pure coconut oil is best for hair? (কোন কোকোনাট ওয়েল সবচেয়ে ভালো)


কুমারী নারকেল তেল
চুলের জন্য সেরা ধরনের নারকেল তেল চয়ন করতে, আমরা ভার্জিন নারকেল তেল বেছে নেব যা অপরিশোধিত নারকেল তেল নামেও পরিচিত। ভার্জিন নারকেল তেল প্রিজারভেটিভ বা রাসায়নিক দিয়ে লোড করা হয় না এবং রাসায়নিকভাবে প্রক্রিয়া করা হয় না। এটি আপনার চুলের স্বাস্থ্যের জন্য সেরা ধরনের প্রাকৃতিক নারকেল তেল।।

Pure Coconut Oil For Hair In India


Which coconut oil is 100% pure?
প্যারাসুট নারকেল তেল হল ভারতের নং 1 নারকেল তেল যাতে রয়েছে 100% খাঁটি নারকেল তেল। এটি আমাদের দেশের সেরা খামার থেকে প্রাকৃতিকভাবে রোদে শুকানো নারকেল থেকে তৈরি করা হয়।

চুলে তেল দাওয়ার নিয়ম

Can I use coconut hair oil daily?
চুলে নারকেল তেলের ব্যবহার সব ধরনের চুলে প্রোটিনের ক্ষয় কমাতে সাহায্য করে। এবং, কারণ এই তেলটি লরিক অ্যাসিড সমৃদ্ধ এবং সহজেই চুলের খাদের ভিতরে প্রবেশ করে এটি প্রতিদিনের কন্ডিশনার হিসাবে ব্যবহার করা দুর্দান্ত।

Pure Coconut Oil For Hair Benefits

Is Patanjali coconut oil pure?
পতঞ্জলি নারকেল তেলে রয়েছে 100% খাঁটি নারকেল তেল। এটি 100% খাঁটি এবং প্রাকৃতিকভাবে শুকনো নারকেল থেকে তৈরি। স্বাস্থ্যকর এবং হ্যান্ডস ফ্রি প্রক্রিয়ার মাধ্যমে বাদাম থেকে তেল বের করা হয় এতে কোন যোগ রাসায়নিক, সংযোজন এবং সুগন্ধ থাকে না।


চুলের জন্য নারকেল তেলের সাথে আর কী মেশাতে পারি?
নারকেল তেলে মধু যোগ করলে ক্ষতিগ্রস্থ চুলের জন্য একটি সমৃদ্ধ, প্রশান্তিদায়ক হেয়ার মাস্ক তৈরি হয়। মাস্ক তৈরি করতে: 2 টেবিল চামচ নারকেল তেলের সাথে 1 টেবিল চামচ মধু বা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারেন।।।

চুলের জন্যে কোন তেল ভালো


হট অয়েল মাসাজ
এই টার্মটি এখন বহু প্রচলিত। চুলে বা স্ক্যাল্পে হট অয়েল মাসাজ নেওয়ার জন্য আমরা পার্লরে ছুটি। এটি বাড়িতেও করতে পারেন বেশি উপকার পাবেন দেখে নিন কিভাবে –

Pure Coconut Oil For Hair And Skin

IMG_20230621_151620-1687340813070 Pure Coconut Oil For Hair - চুলের জন্যে নারকেল তেলের উপকারীতা



একটি পাত্রে নারকেল তেল নিন। সেই নারকেল তেল সামান্য গরম করে নিন। সামান্য তুলো সেই গরম তেলে ভিজিয়ে স্ক্যাল্পে ও চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন।

তারপর ধীরে ধীরে আঙুল চালিয়ে মাথায় ভালো করে মাসাজ করে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।


ডিপ কন্ডিশনিং
নারকেল তেল ব্যবহারে চুল পুষ্টিও পায় প্রচুর। আর অন্য যে কোনও তেলের চেয়ে নারকেল তেল আপনার চুলে তাড়াতাড়ি শুষে নেয়। তাই নারকেল তেল দিয়ে আপনি চুলের ডিপ কন্ডিশনিং করতেই পারেন। আপনি এর জন্য অবশ্যই ভার্জিন কোকোনাট অয়েল বেছে নেবেন।


খুশকি কমাতে
নারকেল তেলে আছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান। যা আপনার স্ক্যাল্পকেও ভালো রাখে। স্ক্যাল্পে যে কোনও সংক্রমণ কমাতে সাহায্য করে।


হেয়ার মাস্কে নারকেল তেল
নারকেল যেমন আপনার চুলের জন্য ভালো, মধুও কিন্তু ত্বকের জন্য় ভালো। তা আপনার স্ক্যাল্পকে ভালো রাখে। চুল ময়শ্চারাইজ করে। এক টেবিলচামচ নারকেল তেল নিন ও এক টেবিল চামচ প্রাকৃতিক মধু নিন। একটি বাটিতে দুটিকে ভালো করে মিশিয়ে নিন। আপনার স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন।

স্ক্যাল্পে পুষ্টি জোগায়
নারকেল তেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং উপকারী ফ্যাটি অ্যাসিড। এছাড়াও স্যাচুরেটেড ফ্যাট এবং লউরিক অ্যাসিড আছে। এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিড্যান্টস চুলের জন্য খুবই ভালো।

রক্ত সঞ্চালন বাড়ায়
নারকেল তেল চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন। তারপর ধীরে ধীরে আঙুল চালিয়ে মাথায় ভালো করে মাসাজ করে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।

প্যারাসুট নারকেল তেলের উপকারীতা

প্রতিবার শ্যাম্পু করার আগে এটা মেনে চলুন। না হলেও সপ্তাহে অন্তত তিনবার করুন। চুলে নারকেল তেল মাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে। তাই আপনার চুলের ফলিকলকেও পুষ্টি জোগান দেয়। আপনার চুলকে স্বাস্থ্যকর রাখে। ঘন করে তোলে।

চুলের বৃদ্ধিতে কীভাবে সাহায্য করে নারকেল তেল?
নারকেল তেলে এমন কিছু উপাদান আছে যা স্ক্যাল্প, চুলের গোড়ায় পুষ্টির জোগান দিতে সাহায্য করে। চুলের বৃদ্ধিতে সাহায্য করে। আপনি যদি নারকেল তেল স্ক্যাল্পে মাসাজ করেন, তবে রক্ত সঞ্চালন ভালো হয়।

Read More,


Tags – Hair Care, Hair Tips, Oil

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *