Spread the love

Serum Hair Oil Benefits: চুলের যত্নে সিরামের উপকারীতা


ঘন, লম্বা, সুন্দর চুল সকলের খুব প্রিয়।। আর এই কারণেই আমরা হাজার একটা চুলের পণ্য ব্যবহার করে থাকি। শ্যাম্পুর করার আগে তেলের ব্যবহার আর শ্যাম্পুর করার পর সিরাম- এটাই এখন বাধা ধরা রুটিন হয়ে গিয়েছে। যাঁরা নিয়মিত চুলের যত্ন নেন না তাঁরাও কিন্তু শ্যাম্পুর সময় এই নিয়ম মেনে চলেন। তবে এই ক্ষেত্রে চুলে তেল ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। হেয়ার সিরাম চুলের উপর একটা আস্তরণ তৈরি করে। রোদ, জল, ঝড় ঝাপটা থেকে বাঁচায়। হেয়ার সিরাম তেলের মতো ঘন নয়, সহজেই চুলে মিশে যায়। রুক্ষ চুলে মসৃণতা আনতে, বা স্টাইলিংয়ের পর চুল উজ্জ্বল করতে সামান্য হেয়ার সিরাম চুলে বুলিয়ে নেন অনেকেই। তার সঙ্গে বাড়তি পাওনা হেয়ার সিরামের মনমাতানো সুগন্ধ যা দিনভর চুলে লেগে থাকে, চুল থাকে জটমুক্ত। বাজারে একাধিক সিরাম রয়েছে। চুলের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে সেগুলি। তাই হেয়ার সিরাম কেনার আগে চুলের ধরনটা অবশ্যই মাথায় রাখা দরকার।।

IMG_20230405_180714-1680698252512 Serum Hair Oil Benefits - চুলের যত্নে সিরামের উপকারীতা

How To Use Hair Serum

সিরাম চুলের বাইরে স্তরে এক ধরনের পাতলা আস্তরণ তৈরি করে। এই আস্তরণ আমাদের চুলকে বাইরের ধুলো, বালি, দূষণ, রোদকে সুরক্ষিত রাখে। অনেক সময় শ্যাম্পু করার পর চুল তার প্রাকৃতিক তেল হারিয়ে ফেলে। এটা বিশেষত তৈলাক্ত চুলের ক্ষেত্রে ঘটে। এখানেই সিরাম চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। নিস্তেজ চুলে প্রাণ জোগায় হেয়ার সিরাম। নিস্প্রাণ চুলে তাৎক্ষনিক উজ্জ্বলতা এনে দেয় হেয়ার সিরাম। এর পাশাপাশি চুল ভেঙে যাওয়ার সমস্যাকে রোধ করে এবং সহজে চুলে জোট পড়তে দেয় না।

Hair Serum vs Hair Oil

অন্য দিকে হেয়ার সিরাম মূলত তৈরি হয় সিলিকোন দিয়ে যা চুলের উপর কোটিংয়ের মতো লেগে থাকে এবং চুল নরম, মসৃণ ও জটমুক্ত রাখে। কিন্তু সিলিকোন বাদেও হেয়ার সিরামে এমন নানা উপাদান থাকে যা চুলে পুষ্টিও পৌঁছে দেয়। বিশেষ করে চুলে কোনও ধরনের বাহ্যিক পদার্থ ব্যবহারের আগে সিরাম ব্যবহার করলে ক্ষতির হাত থেকে রক্ষা পায় চুল। ফলে যাঁরা নিয়মিত এই ধরনের উপাদান ব্যবহার করেন তাঁদের জন্য বেশি উপকারী সিরাম।

বেস্ট হেয়ার সিরাম

IMG_20230405_180652-1680698252780 Serum Hair Oil Benefits - চুলের যত্নে সিরামের উপকারীতা
আরও পড়ুন,

Hair Serum Benefits

অন্যদিকে, চুলে তেলের ব্যবহার আমাদের দেশে প্রাচীনকাল থেকে চলে আসছে। এই প্রসঙ্গ আলাদা করে কিছু না বলার থাকলেও তেলের বিকল্প আজ অবধি কখনও কিছু হয়নি। বিভিন্ন ফ্যাটি অ্যাসিড ও প্রাকৃতিক উপাদানে ভরপুর হয় তেল, যা চুলকে ভিতর থেকে পুষ্ট করে তোলে। এতে চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়। ক্ষতিগ্রস্থ চুলের স্বাস্থ্য পুনরুদ্ধার করা থেকে শুরু করে চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে হেয়ার অয়েল। সামান্য নারকেল তেলে যদি কয়েকটা ভেষজ ফেলে দেন তাহলে এর গুণ আরও বেড়ে যায়। এই তুলনায় সিরাম অনেকটাই পিছনে।

হেয়ার সিরামের উপকারীতা

যদি চুলকে ভিতর থেকে পুষ্ট করতে চান তাহলে হেয়ার অয়েলই সেরা। চুল পড়া রোধ, চুলের বৃদ্ধি ঘটানো, খুশকির সমস্যা দূর করা, চুলকে ঘন করে তোলা- এই সব কিছুর জন্য তেল ব্যবহার করুন। আর যদি চুলে তাৎক্ষণিক উজ্জ্বলতা পেতে চান, চুলের জট ছাড়াতে চান তাহলে সিরাম ব্যবহার করুন।


Tags – Hair Care, Hair Serum

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *