Spread the love

শীতের মরসুম শেষ…. বসন্ত ঋতু শুরু ,,, এই ঋতুতে, আমাদের ত্বকের যত্নের বিশেষ রুটিনের প্রয়োজন ….. সামনেই তো উৎসব সেজে গুজে বাইরে তো বেরোতে হবে,,, বসন্ত উৎসবে নিজেকে রঙিন করে তুলতে হবে,, এই জন্য, আজ আমরা আপনাকে কিছু টিপস বলবো যার সাহায্যে আপনার বসন্ত মেকআপ লুক একেবারে সুন্দর দেখাবে।

IMG_20240315_172631-1710508276633 Spring Makeup Look : বসন্তের মেকাপ! যা দেখে চোখ সরানো মুশকিল

বসন্তের আমেজে (Spring Season) নিজেকে সুন্দর করে তুলতে হাতে তুলে নিন মেকআপ ব্রাশ (Makeup Brush)। বসন্তের দিনে কেমন হবে আপনার মেকআপ?? এই চিন্তা দূর করতে আমরা নিয়ে এসেছি মেকআপ টিউটোরিয়াল (How to Apply Makeup) তাহলে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে মেকআপ করবেন স্টেপ বাই স্টেপ ——

বসন্ত উৎসবের সাজ

১/ মেকআপ শুরুর আগে ত্বকের যত্ন নিতে আর,,,প্রথমে ত্বককে মেকআপের জন্য তৈরি করুন। ক্লিনজিং, স্ক্রাবিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং করে নিন। এরপর ত্বকের ওপর প্রাইমার লাগান। এরপর আপনার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন লাগিয়ে নিন সারা মুখে।

আরোও পড়ুন,

Dead Skin Remover: একটি মাত্র উপাদান দিয়ে ত্বকের মৃত কোষ দূর করুন

২/ বেশি মাত্রায় লাগাবেন না,, ফাউন্ডেশন লাগানোর পর চোখের পাতায়, চোখের নীচে এবং মুখের যে যে অংশে কালো দাগ রয়েছে সেখানে কনসিলার লাগিয়ে নিন। এরপর লুস পাউডার লাগান যাতে ফাউন্ডেশনটা সেট হয়ে যায়। এরপর আইব্রো পেনসিল ব্যবহার করে ভুরু সেট করে নিন। একটু মোটা করে করবেন।

বসন্তের মেকাপ কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ রইলো

IMG_20240315_172528-1710508277467-edited Spring Makeup Look : বসন্তের মেকাপ! যা দেখে চোখ সরানো মুশকিল

৩/ এবার শুরু করুন আই মেকআপ। বসন্তের আই মেকআপ টা একটু গর্জিয়াস করতে হবে।। সেই টানা টানা চোখ যাতে আপনার চোখে বসন্তের ছোঁয়া থাকে,,প্রথমে একদম হালকা ব্রাউন শ্যাডো নিয়ে পুরো চোখের পাতায় লাগিয়ে নিন। তারপর সফট পিঙ্ক শ্যাডো চোখের ক্রিজ থেকে শুরু করে ল্যাশলাইন পর্যন্ত লাগিয়ে নিন।

ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। আপনি চাইলে আঙুল দিয়েও ব্লেন্ড করতে পারেন। এবার কালো রঙের আইলাইনার ও মাস্কারা পরতে পারেন। আইলাইনারটি মোটা করে পড়ার চেষ্টা করবেন যেন চোখ দুটো টানা টানা দেখায়,,, এরপর চেরি বা নুড লাল শেডের লিপস্টিক পরবেন।

বসন্তের সাজ যেমন হবে

৪/ এবার গাল আর নাকের দু’পাশে কনট্যুর করুন। আপনি চাইলে কপালে এবং চিনেও কনট্যুর করতে পারেন। এতে আরও বোল্ড লুক আসবে। এবার গালে হালকা করে ব্লাশ লাগিয়ে নিন। ব্লাশ হালকা কোরাল শেডের ব্যবহার করবেন। কপালে ছোট গোল টিপ দিতে পারেন।

৫/ চুল: ফুলের দোকানগুলোতে বিভিন্ন ফুলের গাজরা পাওয়া যায়। পছন্দসই একটি গাজরা নিয়ে খোঁপা অথবা মাথার এক পাশে ব্যবহার করতে পারেন। শাড়ি হোক বা কামিজ, এই দিনে সবকিছুর সঙ্গেই সুন্দর মানিয়ে যাবে। ব্যস তৈরি আপনার বসন্তের লুক।

আরোও পড়ুন,

5 Summer Skin Care Routine: গরমে ত্বকের যত্নে ৫ টিপস্

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *